পাতা:বাঙ্গলার পরিচিত পাখী.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
হলদে পাখী
৮১

চোখের উপরে ও পিছনে, ডানায় পালকে এবং পুচ্ছের উপরিভাগের পালকে। অপর পাখীটির মাথা, ঘাড়, গলা সম্পূর্ণ কালো, এবং শরীরের বাকী অংশ প্রথমটির মত। প্রথমটিকে ইংরেজী বইতে “দি ইণ্ডিয়ান ওরিওল” ও দ্বিতীয়টিকে “দি ব্ল্যাক হেডেড ওরিওল” বলা হয়। এই পুস্তকে প্রথমটির ছবি দেওয়া হইল। ইহাদেরও স্ত্রীপুরুষে বিভিন্নতা ধরা যায় না। বাংলাদেশে কৃষ্ণমস্তক হল্‌দে পাখী সংখ্যায় বেশী। যদিও ইহারা ফলভূক পাখী এবং দেহের উজ্জল বর্ণের জন্য খাঁচার পাখী হিসাবে গণ্য হইবার যোগ্য, তবু ইহাদের কখনও বন্দী করিবার চেষ্টা হয় নাই। ইহার কারণ বোধ হয় এই যে ইহারা খাঁচার মধ্যে যত যত্নই লওয়া হউক, বাঁচে না।