পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ २.»8 ] ४ t সংগ্ৰহ করিয়া অনেক প্রকার নূতন নিয়মের সহিত একত্র করিয়৷ একগ্রন্থ প্রকাশ করিলেন, ঐ গ্রন্থ ভাবি সকল নিয়মের মূলীভূত হইল, ১৭৯৩ শালের ঐ যাবৎ নিয়ম কঠিনতাবৰ্জ্জুিত ও অতি বিজ্ঞতাপূর্বকহুইয়াছিল, এবং তাঁহাতে বড়সাহেবের প্রতি সকলের অতিশয় শুদ্ধ হইল ঐ নিয়ম সকল এদেশীয় ভাষায় অনুবাদিত হইয় দেশের সর্বত্র প্রেরিত হইল, সমুতিকার এদেশীয় লোকের অবশিষ্টনিয়মে অজ্ঞ থাকিলেও ১৭৯৩শালের ঐ নিয়ম অদ্যপি এমত অভ্যস্ত রাখিয়াছেন যে ইচ্ছাক্রমে তাহীর প্রমাণ দেখাইতে পারেন ঐ নিয়ম ফরাটরসাহেব বাঙ্গালী ভাষায় অনুবাদিত করিলেন, তিনি তৎকালে সৰ্বাপেক্ষ। উত্তম বাঙ্গালী জানিতেন, তিনি কিয়ৎকাল পরে বাঙ্গালাভাষীর অভিধান প্রথমে প্রস্তুত করেন, উত্তম বিদ্বান এন, বি,এড্‌মন্‌ষ্টোনসাহেব ঐ নিয়ম সকল পারসীক ভাষায় অনুবাদিত করেন, এবিষয়ে উক্ত আছে যে তাঁহার ঐ মিনতিদ্বারা রাজসভাপতির। এমত সস্তুষ্ট হইয়াছিলেন যে তাহাকে দশসংসুমূদ্র পারিতোষিক দিলেন, ঐ নিয়ম দ্বারা ধৰ্ম্মাধিকরণে যে রীতি হইল তাহা এতদেশীয় লোকের দেওয়tণী আদালতে পদবৃদ্ধির পূর্বাবধি প্রায় চত্বারিংশৎবষপর্যন্ত ছিল, লার্ড কনওয়ালিস দেওয়ানী অাদালতে ক্রমে বিচারাখে পাচ থাক করিলেন, যথ। মুনসেফ এবং সদর অর্মান ও রেজিষ্টর ও জিলার বিচারকত্ত । ইহাদের সৰ্বোপরি আট২ জিলায় এক ২ ধৰ্ম্মাধিকরণ এবং ভারতবর্ষ s মধ্যে সদর দেওয়ানী আদালত সর্বশেষ হইল, কর্ণওয়ালিস্, উৎকোচ লোভ নিবারণার্থে কোম্পানির সভ্যভূতাদিগের বেতন বৃদ্ধি করিলেন, কিন্তু তৎকালে এদেশীয় ভৃত্যদিগের বেতম অতি অল্প স্থির হইল, ইউরোপীয় আমলার অতিউচ্চপদে কিয়ৎ শতমূদ্র মাসিক পাইতেন, তাহাদের কিয়ং সহমু হইল, এদেশীয় লোকের পূর্বে অতি উত্তম বেতন ছিল; যেমন ফৌজ