বিষয়বস্তুতে চলুন

পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$á বিবিধ প্রবন্ধ । অপেক্ষাকৃত ক্ষুদ্র। মোগলের ককেসীয়দিগের অপেক্ষী বুদ্ধিবলে निङ्गडे । উত্তরমেরুসন্নিহিত সমস্ত দেশে এবং পশ্চিমে “তুরস্ক” হইতে পূর্বে “জাপান” দ্বীপ পর্য্যন্ত এই সমুদ্রয় ভূভাগে ইহার বাস করিয়া থাকে। তৃতীয় বর্ণমালাই’ নামে অভিহিত হয়। ইহার কপিশ বর্ণ, প্রশস্তনাস, উন্নত ললাট, এবং বিস্তৃত মুখরন্ধ । ইহাদিগের উপরিস্থ দস্তপঙক্তির মাড়ি কিঞ্চিৎ বাহির হইয়া থাকে। ইহাদিগের মুখ-কোণ মোগলদিগের অপেক্ষাও ক্ষুদ্র হয়। ইহার নিতান্ত নিৰ্ব্বোধ নহে, কিন্তু ইহাদিগের ধৰ্ম্মবুদ্ধি অতিশয় দুৰ্ব্বল। পূৰ্ব্ব প্রায়দ্বীপ এবং তৎসমীপবৰ্ত্তী দ্বীপসকলে ইহারা বাণ করিয়া থাকে । - চতুর্থ বর্ণের লোক সকলকে “আমেরিক বলা যায়। ইহাদিগের বর্ণ লোহিত; মস্তক ক্ষুদ্র এবং নাসিক শুকপক্ষীর চঞ্চুর ন্তায় আভুগ্ন। ইহাদিগের মস্তকের উদ্ধ ভাগ উন্নত এবং পশ্চাদ্ভাগ চাপ । ইহাদিগকে শীঘ্র কোন বিদ্যা শিক্ষা করাইতে পারা যায় না । ইহার অতিশয় বৈরনির্যাতক । আমেরিক-খণ্ডের প্রায় সৰ্ব্বস্থানেই ইহাদিগের বাস ছিল । এক্ষণে ককেসীয় বর্ণের লোকেরা ইউরোপ হইতে গিয়া ইহাদিগকে স্বাধিকার হইতে নিৰ্ব্বাসিত করিয়া দিয়াছে। পঞ্চম বর্ণের লোক সকল ইথিয়োপীয়’ নামে আখ্যাত হইয়াছে। ইহারা কৃষ্ণবর্ণ, খৰ্ব্বনাস, সঙ্কীর্ণললাট, কুঞ্চিতকেশ এবং স্থলোষ্ঠ । ইহাদিগের কফোণি হইতে মণিবন্ধ পৰ্য্যন্ত ভুজভাগ প্রায়ই দীর্ঘ হয়। ইহারা অতি নিৰ্ব্বোধ এবং অজ্ঞ কিন্তু প্রণয়শীল । আফ্রিকার মধ্যভাগে এবং ভারতসাগরীয় দ্বীপে এই সকল লোক বসতি করিয়া আছে । আধুনিক পণ্ডিতবর্গের মধ্যে অনেকেই অনুমান করেন যে, মনুষ্যদিগের বর্ণভেদ বিভিন্ন দেশে আবাস বশতঃই ঘটিয়াছে—বিভিন্ন বর্ণের লোকেরা মূলতঃ একই জাতি । কিন্তু কাহার কাহার মতে বিভিন্ন বর্ণের মনুষ্য বিভিন্ন মূল হইতেই সমুদ্ভূত। نس0**0ـــــــــ ভাষাভেদের প্রাকৃতিক ব্যবস্থা । আপাততঃ বোধ হয়, প্রত্যেক জাতীয় লোকের ভাষা ভিন্ন। এক জাতীয় মনুষ্য অন্ত জাতীয়ের কথা বুঝিতে পারে না । যে কেবল বাঙ্গালী