পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हैंछांभडी b”ጵ» তাও তিনি শুনেছিলেন সেই বিশ্বাস্ত চাকরের মুখে । সেই রাত্রেই তিনি রাজবাড়ী থেকে পালিয়ে আসেন, কারণ, শুনলেন ভীষণ ষড়যন্ত্র চলেচে ভেতরে ভেতরে। ছোট রাণীর দল তঁাকে যারাবেট। বুড়ে রাজা অকৰ্ম্মণ্য, ছোেটরাণীর হাতে খেলার পুতুল। দীদু ভট্টাচাজ বললেন-না পালালি, মঘা এডাবি ক’ঘা-অমান সৎমা সব করতি পাৱে । वाँश्चः, अcन्न& * cन् ८ ।। রূপচান্দ মুখুয্যে বললেন-তারপর ? --তারপর আর কি । আমি সেখানে দু’মাস ছিলাম। এই দু’মাসের প্রত্যেক দিন দুটি বেলা অম্বিকা-মন্দিরের ধৰ্ম্মশালায় আমার জন্যে খাবার পাঠাতেন। কত জ্ঞানের কথা বলতেন, দুঃখু করতেন বে রাজার ছেলে না হয়ে গরীবেব ঘরে জন্মালে শান্তি পেতেন। আমার সঙ্গে বেদান্ত আলোচনা করতেন। তার স্ত্রীকেও আমি দেখোঁচি, অম্বিকী মন্দিরে পুজো দিতে আসতেন, রাজপুত মেরে, খুব লম্বা আয় জোয়ান চেহারা, নাকে মন্ত বন্ড ফাদি নখ। একদিন দেখি ফারসি টেনে তামাক খাচোন রূপচান্দ মুখুয্যে অবাক হয়ে বললে-মেয়েমানুষে ? —ওদেশে খায়, রেওয়াজ আছে। বড় সুন্দর চেহারা, যেন জোরালো দুৰ্গা প্ৰতিমা, অসুর মারলেই হয়। অািম ভাবতাম, না-জানি এর সেই সৎশাশুড়ীটি কেমন, যিনি একে শু জব্দ করে রেখেচোন। মাস দুই পরে আমি ওখান থেকে বিষ্ঠর চলে এলাম, কানপুরের কাছে। কঁাসির রাণী লক্ষ্মীবাঈকে একদিন দেখেছিলাম অম্বিকা মন্দিরে পুজো করতে। তারপর শুনেছিলাম ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে বাসির রাণী মারা পড়েচোন-পরমা uBuBu DYzYYLLL LLLL LEEEL LBBDSBBB LuuKS --বেল কি বাবাজি, এ যে সব অদ্ভুত কথা শোনালে। মেয়ে, নুযে যুদ্ধ করলে কোম্পানীর সঙ্গে। ওসব কথা কখনো শুনি নি-কোন দেশের কথা। এ সব ? -শুনবেন কি মামা, গা ছেড়ে কখনো কোথাও বেরুলেন না তো ! কিছু দেখলেনও न ! त्वां क्षुद्द् िघन्म---- ।। এই সময় নালুপাল আবার ব্যস্ত হয়ে এসে ঢুকাল। সে বাড়ী চলে যাবে, হাটবার তার BBD DEK DBDD S u E BBtB BOLO LBE LY LLLL KLLS ভবানী বাড়ুৰ্য্যে বললেন—সামনের পূর্ণিমার রাত্রে দিন ধাৰ্য্য রইল। কি বলেন মামা ? সেদিন কারো অসুবিধে হবে ? রূপচাঁদ মুখুয্যে বললেন--আমার বাতের ব্যামো । পুগ্নিমেতে আমি লক্ষ্মীর দিব্যি খাবো না, তাতে কোনো ক্ষতি নেই, ফল, দুখ, মঠ, এসব খাবো। ওই দিনই রইল ধাৰ্য্য। ঈশ্বর বেষ্টিম এতক্ষণ চুপ করে ভবানীর গল্প শুনছিল, কোনো কথা বলে নি। এইবার সে বলে উঠলো-আপনাৱা যে কোথাকায় রাণীর কথা বললেন, লড়াই কয়েলেন কদের সঙ্গে । ও কথা শুনে আমার কেবলই মনে পড়ােচ কুমুদিনী জেলের কথা । দীনু ভট্চাজ বললেন-বোসে। কিসি আর কিসি। কোথায় সেই কোথাকার স্বাণী