বিষয়বস্তুতে চলুন

পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऐछाधडौ S8s খোকা বললে-আকখানা । --তুই বুঝি বালা নিবি ? بسسب ভবানী বাড়ন্যে বললেন-ল না, ও বালা তুমি ফেরৎ নিয়ে যাও। ও আমরা cनयl cकन ? হলা পেকে ভবানীর সামনে কথা বলতে সাহস পেলে না, কিন্তু তার মুখ মান হয়ে গেল। তিলু বললে-আহা, দাদার বড় ইচ্ছে। সেবায়ও এনেছিল, আপনি নেন নি। ওল্প অল্প ਕ ভবানী বললেন— আচ্ছা, তুমি এসব কেন নিয়ে এসে বিপদে ফেল বল ঙো ? হলা পেকে নিরুত্তর। বোঝায় শত্ৰু নেই। --যাও, রেখে দাও এ যাত্ৰা । কিন্তু আর কক্ষণে কিছুহলা পেকের মুখ আনন্দে উজ্জল দেখালে। সে ভবানীর পায়ের ধুলো নিয়ে বললেআচ্ছা, আর মুই আনচি নে কিছু। মোর আস্কেল হয়ে গিয়েচে । তবে এ সে জিনিস নয়। ५) काश् छिश्च चिन्निम् । ভবানী বললেন- আঙ্কেল তোমাদের হবে না না-আঙ্কেল হবে মলে। বয়েস হয়েচে, এখনো কুকাজ কেন ? পরকালের ভয় নেই ? তিলু বললে—এখন ওকে বকাঝকা করবেন না। ওর মুখ খিদেতে শুকিয়ে গিয়েচে । এলো তুমি দাদা রান্নাঘরের দিকি । হলা পেকে সাহস পেয়ে স্নান্নাঘরের দাওয়ায় উঠে গিয়ে বসলে তিলুৱা পিছু শিছ। এই দুৰ্দ্ধান্ত দস্যকে তিলু আর তার ছেলে কি ক’রে বশ করেছে কে জানে। পোষা কুকুরের মত সে দিব্যি তিলুৱা পেছনে পেছনে ঘুরতে লাগলো সমস্কোচ আনন্দে। বেশ নিকানো-গুছানো মাটির দাওয়া। উচ্ছেলতার ফুল ফুটে ঝুলছে খড়ের চাল থেকে । পেছনে শুঢ়াম ঢঙ্কত্তিদেৱ বঁাশঝাডের নিবিড় ছায়া। শালিখা ও ছাতায়ে পাখী ডাকচে। একটা বসন্তবৌরি উড়ে এসে বঁাশগাছের কঞ্চির ওপরে দোল খাচ্ছে। শুকনো বঁাশ পাতায় বালিয় সুগন্ধ বেরুচ্ছে। বনবিছুটির লতা উঠেছে রান্নাঘরের জানাল বেয়ে। তিলু হলা LEEYB KBB LSK SLE ES uuBDDSDD BCg gL0BB B DB0 LLLDLzSS MED থাবা খেজুরের গুড় রাখলে একটা পাখির বাটিতে। হলা পেকের নিশ্চয় খুব ক্ষিদে পেয়েছিল। সে এক খুঁচি চালভাজা নিমেষে নিঃশেষ করে বললে-থাকে তো আর দুটো স্থান, দিদিঠাকরুশ --বোসে দাদা । দিচ্চি। একটা গল্প করে ডাকাতির, করবে। দাদা ? হল পেকে আবার একাধামি চালভাজা নিয়ে খেতে খেতে গল্প শুরু করলে ভাণ্ডারখোলা গ্রামের নীলমণি মুখুয্যের বাড়ী অঘোর মুচি আর সে রূণ-পা পয়ে ডাকাতি করতে গিয়েছিল। তাদের বাড়ী গিয়ে দেখলে বাড়ীতে তাদের চার-পাঁচজন পুরুষমানুষ মেয়েমানুষও আট