বিষয়বস্তুতে চলুন

পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণভঙ্গুর SbR জুয়াড়ি বললে-আড়াই শই খেলবেন বাৰু? - জুয়াড়ি একটু অস্বস্তি বোধ করলে ! একটু পরে যখন দান পড়ল, তখন তার চোখ BBD DDB BBkS DSDBDLDD DDD DBBS SDDBB DBB BDSDS LE uDu DBB বার শ টাকা জিতে গেলেন অনাদিবাবু। সকলের চোখ বড় হয়ে উঠেছে বিস্ময়ে } তখনই আবার খেললেন অনাদিবাবু-বার শ টাকাই পোয়ার ঘরে অর্থাৎ এক ফেটা আঁকা ঘয়ে রাখলেন, জুয়াডিন্ন মুখ উজ্জল হয়ে উঠল। পোয়ার দান সাধারণত পড়ে না। এইবার ভগবান মুখ তুলে বোধ হয় চাইলেন ; নয়তো জুয়াডি সৰ্বশ্বাস্ত। বাবু এইবার ভুল করে বসেছেন বোধ হয়। এই ভুলেই চাল মাৎ হবে নিশ্চয়! দুল্প দুরু বক্ষে জুয়াড়ি ঢাকনি তুলল-তুলষ্ট তার চক্ষু স্থির। একচক্ষু দৈত্যের মত গুটির সঙ্গে একটি মাত্র ফোটা শুর দিকে চেয়ে আছে। ওর গা ঝিম্ ঝিম্ করে মাথা ঘুৱে উঠল। গা বমি বমি কৱল। চোখে কিছু দেখতে পেলে না কিছুক্ষণ। Duuuu HD D DBBB00 BDBBBBS DBDB DBD DSS LDB DiDB BD DBDBD করে দেখা , সমবেত লোকজন হর্ষকোলাহল করে উঠল। অনাদিবাবু হঠাত বাড়িয়ে বললেন--দাও । জুরাডি পাংশুমুখে বললে— বাবু, আর আমার কাছে কিছু নেই, হুজুর! এই দেখুন গোঁজে। গোটাকতক খুচরো টাকা সিকি দুয়ানি পড়ে আছে। সকলে রাগে চীৎকার করে উঠল—তা হবে না, বাবুব টাকা ফেলে কথা কও। শুদের দু-দশ আনা জিতে নিয়েছে জুয়াঙি-আজি দু দিন অনেক পয়সা জিতেছে ৪ । সকলেরই রাগ আছে। ওর ওপর। --টাকা ফেল ; সোজা কথা। বাবুর টাকা মিটিয়ে দাও। শালা, আজ তোমার gişfi fiş bittifa et, şifr জুয়াড়ি অনাদিবাবুৱা পা ধরে বললে-গরিব, মরে যাব বাবু-মাপ করে দেন। বিশত্ৰিশ টাকার রেজাগি পড়ে আছে । মরে যাব বাৰু। 朝 হাজারী ট্যারা দু দিনে দেড় টাকা হেরে গিয়েছিল। সে সকলের আগে চীৎকার করে। বলে উঠল-ওসব হবে না বলে দিচ্ছি। টাকা ফেলে তবে কথা কইবে। আমাদের সৰ্বশ্বাস্ত করে নিয়েছ না। তুমি ? তোমার অল্পে ছাড়ব ভেবেছ? টাকা না দিলে তোমার 히t-- খুৱ যখন একটা হৈচৈ শুরু হয়েছে তখন সবাই মিলে জুয়াড়িকে ধরে বসল-চল বাবুৱে কাছে। তোমার চালাকি বের করে দিই একেবারে। গ্রামের জমিদার হরিচরণ মথুজ্যের কাছে ওকে ধরে নিয়ে গেল উন্মত্ত জনতা। অনাদি বাবুর ভগ্নীপতি তিনি, আগেই বলা হয়েছে। তিনিও লোকটি যথেষ্ট প্রজাপীড়ক ও স্বার্থপর।