বিষয়বস্তুতে চলুন

পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্ৰন্থ পরিচয় 8SY বলেনি। এর আগে। পাহাড়ের ওপরটা সমতল পাষাণ বেদিকার মত। বনে বনে পাখী তাকচে, বঙ্গ যুথিকা ফুট সুবাস বিতরণ করাচে, মেঘ মেদুর আকাশ, দূৱ প্ৰসাৱী প্ৰান্তর, ঘুরে দুরে ছোট বড় পাহাড়। কত মুনি ঋবির তপস্তাপুত মনোরম স্থানটি। ব্যাস্ত্ৰ গুম্ফাটি বড় চমৎকায়, ঠিক একটি বাঘের মুখ খুদে বার কায়চে আন্ত পাহাড় কেটে। আমরা অনেকক্ষণ একটা পাথরের চাতালে বসে তারপর নেমে এলাম নীচে । একটা বুদ্ধা বসে আছে একটা বাড়ীতে, ধৰ্ম্মশালার পাশে, সে বলে, আমি আচার, মুড়ি বিক্রি করি। বল্লাম-কুলের আচার আছে ? -et তারপয়ে যে আচার অনলে তা জুন মাখানে শুকনো কুল-তাকে আচার বলা চলে না। নিলুম না। সে কুলের আচার। খণ্ডগিরিতে উঠলাম। তারপরে সেখানে মামবার পথে বনের দৃশ্য বেশ উপভোগ্য।--” “আবার ভুবনেশ্বর ? রওনা হলাম। গরুর গাড়ীতে। পথের ধারে শুধুই নক্স-ভমিকার বন, আর একটা গাছ-তার নাম মহী গাছ। --* 事 字 兼 ভুবনেশ্বর পেঁৗছুত্রেই ছোট বিশ্বনাথ পাণ্ডার খপ্পরে পড়ে গেলুৰ! সে বিন্দু সরোবরের rio cotoy africwo foco gay, তুললে এক ধৰ্ম্মশালায় { গৌরী ke stait R কায়াতে নিয়ে গেল-মানান্তে দুধকুণ্ডের জল পান করে। যেমন পিছু ফিরেছি, অমনি পাণ্ডার দল ফেউয়ের মত পিছু লাগলো। কোন ক্রমে তাদের হাত থেকে নিষ্কৃতি পেয়ে ধৰ্ম্মশালার মধ্যাহ্নভোজন করা গেল। তারপত্র মন্দির দেখতে বার হই। বহু অতীত দিনের আনন্দচ্ছন্দ যেন পাথর হয়ে জমে আছে সে শিষ্যালকায় পাষণ দেউলের বুকে । একটি নর্তকী মূৰ্ত্তির কি ত্ৰিভঙ্গ দেহ, কি মুদ্রার সুষমা ! পাষাণে খোদাই লিরিক কবিতা।-- ( বিস্কৃতি-রচনাবলী, সপ্তম খণ্ড, পৃ. ৪৬৯) । পুরী স্টেশন থেকে ফিরবার পথেই বনগীর হরিবাবু ও তার ছেলে বামনের সঙ্গে দেখা হোল। আমরা ধৰ্ম্মশালায় জিনিসপত্র রেখে জগন্নাথের মন্দিরে গেলুম দর্শন করতে । ঠাকুরের শিঙার বেশ দেখলুম। মন্দিরে বাইরের চত্বরে খোলা হাওয়ায় সুমখবাবুর সঙ্গে অনেকক্ষণ গল্প করলুম। আর-বছর আর এ-বছর। সেই মন্দিরের নানা স্থানে ধৰ্ম্মগ্রন্থ পাঠকের সম্মুখে কৌতুহলী ও ধৰ্ম্মপিপাসু শ্রোতার ভিড়।” (বিভূতি-রচনাবলী, সপ্তম খণ্ড, ইহার সঙ্গে “বুধের মায়ের মৃত্যু’ গল্পের উদ্ধৃতি মিলাইয়া পাঠ করিলে গল্পের উৎসের সন্ধান ििण बब्रि भट्रन इ ; “এর পরের ইতিহাসটা আমার সংগ্ৰহ করা বুধো মণ্ডলের শালীর বড় ছেলে ও তার খুড় শাশুড়ীর কাছ থেকে। আর ওপাড়ার খুড়িমায় কাছ থেকে। আমি নিজে জ্যৈষ্ঠ মাসে পুরী থেকে এসেছি, চটক পাহাড়ের ওপাশের নির্জন সমুদ্র-বেলার ঝাউ বনের সঙ্গীত ও