পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

देशभडी VSA -বড় ভালো মেয়ে আমার তিলু। সদের পর একটু পাঠিয়ে দিস। উনি কুঠি থেকে আগে আগে ফিরে এলে তিলুই ওঁর তামাক সেজে দিতো। জানিস তো । উনি রোল ফিরে এসে বলেন, তিলু বাড়ী না থাকলি বাড়ী অন্ধকার। --দ্বিদিকে বলবো এখন। -খোকাকে নিয়ে যেন আসে না, সন্দের পর । --তোমাদের জামাই না ফিরে এলি তো দিদি আসতি পারবে না। তিনি গুণমণি 《亨孤可帝忆丐1 –çwfNckgg r →তা বলতে পাক্সিনে । --সন্ধান-টন্ধান নিবি । পুরুষেবা বার-দোষ বড় দোষ -সে-সব নেই তোমাদের জামাইরের, বৌদি। ও অন্য এক ধরনের মানুষ। সলিসি গোছের লোক। সল্লিস হয়েটি তো গিয়েছিল জানো তো । এখনো সেই রকম। সংসারে কোনো কিছুতেই নেই। দিদি যা করবে। তাই। -ক্ষমাশী বড় ভালোমানুষ। আমার বড় দেখতি ইচ্ছে করে। সন্দের সময় আজি দুজনকেই একটু আসতি রলিন্স। এখানেই আহিক ক’রে ভুল খাবেন জামাই। ভবানী নদীর ধার থেকে সম্বোেব পর ফিরে আসতেই নিলু বললে—শুনুন, আপনাকে আর দিদিকে জোডে যেতি হবে ও-বাড়ী-বৌদিদির হুকুম --আর, তুমি আর বিলু? -আমাদের কে পোছে ? নাগর-নাগরী গেলেই হোল -আবার ওই সব কথা ? -i (as for qf এমন সময়ে তিলু এসে দুজনকে দেখে হেসে ফেললে। বললে,-“বেশ তো বসে গল্পগুজব করা হচ্চে আহিকের গুৱগা তৈরি যে ভবানী বললেন, নিলু বলচে তোমাকে আর আমাকে ওবাড়ী যেতে বলেচে বৌদিদি। তিলু বললে-বেশ চলুন। খোকনকে ওদের কাছে রেখে যাই। দিবি জ্যোৎস্না উঠেছে সন্ধার পরেই। শীত এখনো সামানুষ্ঠা আছে, গাছে গাছে অ্যামের মুকুল ধরেচে, এখনো আম্রমুকুলের সুগন্ধ ছডাবার সময় আসে নি। দু একটি কোকিল কখনো কখনো ডেকে ওঠে বড় বকুল গাছটার নিবিড় শাখা-প্ৰশাখার মধ্যে থেকে। ভবানী বললেন--তিলু, বসবে ? চলো নন্দ ; ধীরে গিয়ে একটু বলা যাক। তিলুৱা নিজের কোনো মত নেই। আজকাল। বললে-চলুন। কেউ দেখতি পাৰে না তো ? --পেলে তাই কি ? --আপনার বাইচ্ছে