পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W विट्रडि-ब्रष्नांदजी কোনো অকিঞ্চন নেই, কোনো আবদার নেই।--স্বামীরা এ অতি তুচ্ছ খেয়ালটুকুর প্রতি তিলুৱা বড় স্নেহ । রোজ শোবার সময় অতি স্বন্ধে ধুনো গুড়ে ক’য়ে সে খুহুচিতে দেবে এবং বায় বার স্বামীকে জিগ্যেস করবে-গন্ধ পাচ্ছেন ? কেমন গন্ধ-ভালো না ? তিলুকে হঠাৎ চলে যেতে উস্তুত দেখে ভবানী বললেন-চলে যাচ্চ ষে । খোকা কই? তিলু হেসে বললে—আহা, আজ তো নিলুর দিন। বুধবার আজ যে-মনে নেই ? খোকা নিলুর কাছে। নিলু আনবে। -न, अांच छूमि थiटक। cडांशांद्र गहन कभी अicछ । —বা রে, তা কখনো হয়। নিলু কত শখের সঙ্গে ঢাকাই শাড়ীখানা পরে খোকাকে city tea (wris -তুমি থাকলে ভালো হোত তিলু। আচ্ছ বেশ । খোকনকে নিয়ে আসতে বলে। একটু পরে নিলুঘরে ঢুকলো খোকনকে কোলে নিয়ে। ওর কোলে ঘুমন্ত খোকন। খোকনের গলায় হলো পেকের উপহার দেওয়া সেই হার ছড়াটা । অতি সুন্দর খোকন। ভবানী বাড়ুধ্যে এমন খোকা কখনো দেখেন নি। এত সুন্দর ছেলে এবং এত্ত চমৎকার তাঁর হাবভাব। এক এক সময় আবায় ভাবেন অন্য সবাই তাদের সন্তানদের সম্বন্ধে ঠিক এই কথাই বলবে না কি ? এমন কি খুব কুৎসিত সন্তানদের বাপ-মাণ্ড ? তবে এর মধ্যে অসত্য কোথায় আছে ? নিলু খোকাকে সন্তৰ্পণে শুইয়ে দিলে, ভবানী চেয়ে চেয়ে দেখলেন-কি সুন্দর ভাবে ওর বড় বড় চোখ দুটি বুজিয়ে ঘুমে নেতিয়ে আছে খোকন। তিনি আন্তে আন্তে সেই অবস্থায় তাকে উঠিয়ে বসিয়ে দিতেই খোকা নিমীলিত চোখেই বুদ্ধদেবের মত শাস্ত হয়ে রইল, কেবল তার ঘাড়টি পিছন দিকে হেলে পড়তে দেখে ভবানী পিছন থেকে একটা হাত দিয়ে ওর ঘাড় ধ’রে রাখলেন। নিলু তাড়াতাড়ি এসে বললে-ওকি ? ওর ঘাড় ভেঙে যাবে বে। কি আক্কেল আপনার ? ভবানীর ভারি আমোদ লাগলো, কেমন সুন্দর চুপটি করে চোখ বুজে একবারও না কেঁদে কোষ্ট্রনগরের কারিগরের পুতুলের মত বসে রইল । নিলুকে বললে---স্থাখো গুচাখে কেমন দেখাচ্চে-তিলুকে ডাকে-তোমার দিদিকে छटक-= নিলু বললে-আহা হা মৰে যাই কেমন ক’রে চোখ বুজে ঘুমিয়ে আছে, কেন ওকে অমন কষ্ট দিচ্চেন ? ছিঃ ছিা-শুইয়ে দিন-- তিলু এসে বললে--কি ? --সন্তাখে কেমন যেখাচ্চে, খোকনকে ? -वांइ cदन । --মুখে কাল্পা নেই, কথা নেই। SiLiK DDD LiB BDD DBLuDuB DBL S tt D BDBDB LBBL LB DDB tres, for Ft Kk 5 ?