বিষয়বস্তুতে চলুন

পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৪৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্মৃতির রেখা ♥b»ቅ হাজার যুগ আগের এই ঐতিহাসিক ছায়ামূৰ্ছিদের মত সব মিলিয়ে স্বপ্ন হয়ে যাবে। বা কিন্তু বর্তমান, সব। এই অপূর্ব গতিভঙ্গি, মহাকালের এই তাণ্ডবনৃত্য ছন্দ যুগ যুগ ধরে রাজা, মহারাজা, সাম্রাজ্য, কাহিনীকে উড়িয়ে ফেলে দিয়ে আপন মনে কোন বিশাল খনন্তরের মুম্বঙ্গের গৰ্ত্তীর বোলের সঙ্গে তাল রেখে চলছে।--দিকে দিকে, যুগে যুগে, ইউট্রোপিয়াস, গিলডো, ক্লফাইলাসের দল ও তাদের কড়ির পুটুলি ফেনার স্কুলের মত মিলিয়ে যাচ্ছে-জাতি, মহাদেশ মাখিত হয়ে যাচ্ছে তার বিরাট চরণ-পোষণে। মহাশূন্যে তাঁর মহাবিবাণ শুধু অনন্তকাল ধরে গুই চলে যাওয়ার উদাস ডেষ্ট্ৰীধৰনি বাখ্যাচ্ছে--অনাহত শব্দের মত তা সাধারণ মানুষের अखिद्ध बाईटश। সে ধ্বনি সম্রাজী ইউভজিয়া শোনেননি। শুনেছিলেন সাধু জন ক্রাইসোট্যম। তাই তুচ্ছ বিষয়লিন্স ফেলে দিয়ে দূর সিরিয়া মরুভূমির নির্জন পাহাড়ের মধ্যে লোকচক্ষুর অন্তরালে তিনি ধ্যানজীবন যাপন করতেন। সাক্ষ্য সূৰ্য্যােচ্ছটায় সিরিয়া মরুভূমির বালুরাশিতে সাধু জন এই গতিলীলার স্বপ্ন দেখেছিলেন নিশ্চয়ই। ti atfa stati, arfara saat, airi ti সন্ধ্যার পর আমায় নিজের ঘোড়াটায় চড়লাম। প্ৰথমে ঘোড়াটায় চড়ে বেরুতেই সেটা বড় বদমায়েলী শুরু করে দিল। রামজোতের বাসায় চালের কাছে নিয়ে গিয়ে প্রায় ঠেসে ধরেছিল। আর কি। বেগতিক বুঝে অন্য কোনদিকে না গিয়ে বাঙ্গালী ধাপের দিকে গেলাম। সেখানে কারা মাছ ধরছে । অনেক পাখী বসে আছে, কিন্তু কয়দিনই উপরি উপরি পাখী। মায়তে গিয়ে অকৃতকাৰ্য্য হওয়ায় স্বরূপ শিকারে আর সম্পূহ নেই। বাংলা ধাপের ওপারের জঙ্গলের মাথায় সুৰ্য্য অস্ত গেল।--দ্বিৱায়। সূৰ্য্য-অস্ত একটা দেখবার জিনিস-কি রাঙা টকৃটিকে আগুন রংএর সোনা ? সন্ধ্যা হয়ে গিয়েছে-জোয়ে ঘোড়া দুটিয়ে দিয়ে দিলবারের টোলায় যাশবিরিদের বাসা পার হয়ে চললাম। বয়া মগুলোর টোলা যেতে যেতে বেশ জ্যোৎস্না উঠলো। লোধাইটোলায় যখন গিয়েছি, তখন তারা আগুন পোয়াতে বসেছে। তারপরই নির্জন জঙ্গলের মধ্যে ষোড়া ঢোকালাম। ঘন জঙ্গলে ভাল করে জ্যোৎ মা চোকেনি, খাটো থাটো বনবাউ গাছগুলো শিশিয়ে ভিজে গিয়েছে। জঙ্গল ক্ৰমে ঘনতর হোল, পথ শেষ হয়ে এল। আগে আয় বছর যেখানে রাইচি-খামার লুট হয়েছিল, সেইদিকে ঘোড়া নিয়ে চলা গেল। অবশ্য একটু একটু ভয় হয়েছিল। বনে পূয়র বাঘের ভয় খুব। কাল অনেক রাত্রে ফেউ জাকিছিল। ভয়কে জয় করবার জন্তে জিদ করেই আরও ঘন নির্জন বনে ষোড়া ঢুকিয়ে দিলাম। পরে অনেকটা গিয়ে ঘোড়া ফিরিখে আনলাম। দূরে পূর্বদিকে চেয়ে মনে হোল আমাদের বাড়ীর নির্জন ভিটায় বঁাশবনের ফঁাক দিয়ে একটু একটু জ্যোৎস্না পড়েছে-এই শীতকালে কবে দোলাই গায়ে দিয়ে শৈশবে পাটালি চালভাজা খাবার লোভে তাড়াতাড়ি বাড়ী ফিরে এসেছি। তারপর লোধাইটোলা ছেড়ে সোজা পথটায় ঘোড়া দুটলো। চতুর্দশীয় DDD EELEE BLBLS BDBB GG KLYiS YBB LBL LLL DDDB ELLLB