পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃপ্ত ] বিরাজ-বে। స్ప్రెతి বিরাজ যেন বুঝিতে পারিল না বিরাজ । কে চাইলে ? বিশু । দা’ ঠাউর গো । আবার কে কাপড় চাইবে গো ? fবরাজ। কাপড় চাইলেন ? কোথায় তিনি ? বিশু । ও-পাড়ার গোপাল ঠাউরের বাড়ি । তেনার বাপের গতি করে এই মাত্তর সবাই ফিরে এলেন না ? আমায় দেখতে পেয়ে বললেন ষা ত বিগু— বিরাজ। গোপাল ঠাকুরপোর বাপের গতি করে । তবে শ্রীরামপুরে যান নি ? বিশু । এই তিরপুনি থাকতে ছিরামপুরে অতদুরে যাবে কেন গো ? এ মাঠান কী বলে দেখ। পরশু সব তিরপুনি গিয়েলেন না ? বুড়ে চকত্তিকে গঙ্গাযাত্ত করে ? কী কাঠ পেরাণ গো মা, বুড়ে মলো কিনা আজ দুকুরে । সব্বাই তাই বলতেছে, বলে এ তল্লাটে দা’ ঠাউরের মতন এমন ক্ষ্যামতা আর কার আছে ? নাড়ী ধরে পেরমাই কদিন কয়ে দেবে । তারই জন্তে ত গোপাল ঠাউর ছাড়লেক নি, দা’ ঠাউরকে তিরপুনি পৰ্য্যন্ত ধরে নিয়ে গিয়েছাল পরশু । দ্যাও মাঠান, কাপড় খান দ্যাও । দিযে আমাকে আবার ছুটতে হবে, রাজাবাবু চলে যাচ্ছে। বিরাজ। রাজাবাবু কে ? বিশু । এই আমাদের হুজুর গো, তোমরা রাজন না কী বল, আমি বলি রাজাবাবু। কাল ভোরে চলে যাচ্ছে। কী পেল্লায় বঙ্গর মা, হেই তোমাদের খিড়কির ঘাটের উত্তর দিকে । কই দ্যাও না কাপড়। বিরাজ টলিতে টলিতে বাহির হইয়া গেল। বিশু তাছার ট্যাক হইতে একটি BBBB BBB BBD BBB BBB BBB BBBD DDBBB DBB DDDD টানিতে লাগিল । পরে বিরাজের পদশব্দে সিগারেট লুকাইয়া ফেলিল ।