পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छुउँौग्न झुक्कै ] विब्रांख-cयी St তুলসী । কী বলব মা, তোমাদের হ’ল সখের কাজ । সখ করে ছুদিন করলে— বিরাজ । তুলসী ! তুলসী । কেন গা বোমা ? বিরাজ। আমি তোরই কাছে যাব বলে বেরিয়েছিলুম তুলসী। তুলসী । ( সবিস্ময়ে ) আমার কাছে ? এই আত্তিরে অামার কাছে, কেন মা, 7 বিরাজ । তুলসী, আমায় চাটি চাল দে তুই । তুলসী । চাল দেব ? আমি ? সে হতবুদ্ধি হইয় দাড়াইয়। রহিল বিরাজ। দাড়িযে থাকিস নে তুলসী, শিগগির করে এনে দে । তুলসী । কি বলছ তুমি মা, সত্যি চাল এনে দেব ? না, তুমি ঠাট্ট করছ, কিছু বুঝতে পারছি না । বিরাজ । না তুলসী, সত্যিই বলছি। ঐ জন্তেই যাচ্ছিলুম। তাড়াতাড়ি দরকার, দিবি এনে ? তুলসী । তুমি বলছ, দিচ্ছি এনে, আমার অপবাধ নিও নি মা । কিন্তু আমাদের সে মোটা বেশ কড়া চালে কী কাজ হবে মা ? সে ত আর তোমাদের থাবার নয় বোমা । বিরাজ । তা হোক, আমার ওতেই হবে কাজ । তুলসী । তবে রোসে মা । আমি নিয়ে এসতেছি । বিরাজ । না, আমিও যাই তোর সঙ্গে । ( উঠিল ) এই রাত্তিরে তুই কতবার ফাওয়া-আসা কবি ? তুলসী । ( ব্যস্ত হইযl ) তুমি বোসো বেীমা, তুমি বোসো, আমি যাব আর এসব । আবার পড়ে যাবে মা, ওগা শরীরে সাধার জাতে