পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*fश्म धिं ] বিরাজ-বে। Y e^ মোহিনী । দিদি এখানকার মানুষ ছিলেন না, শাপে এসেছিলেন, শাপমোচন হল তাই চলে গেলেন । নীলাম্বর । তাই হবে মা, তোমার কথাই ঠিক । এখানকার মাতুব সে ছিল না । সময হল তাই চলে গেল। কিন্তু আমার বুকে যে শেল বিধে রইল ! যে অন্তর্ণয করেছি আমি, সে কথা কাকে বলব । মোহিনী ঘরের ভিতর হইতে কাপড় ও গামছা আনিয়া রাখিল মোকিনী । ( কঁদিতে কঁাদিতে ) সব কথা আমি শুনব বাবা, না শুনে আমারও বুক জলে যাচ্ছে। কিন্তু আগে আপনি দুটো ভাত মুখে দিন । আমি আপনার মুখ ধু মেযে, আপনাকে কী বোঝাৰ বাবা, কিন্তু যেখানেই থাকুন তিনি, আপনার এই অবস্থা দেখে স্বর্গে গিয়েও তিনি শাস্তি পাচ্ছেন না, তা ত আপনি জানেন বাবা । দুটো খেয়ে নিন । নীলাম্বর । ঠিক বলেছ মা, আমার জন্তে স্বর্গে গিয়েও তার প্রাণ ছটফট করছে, সে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি । উঠিল ও গামছা কাপড় লইয়া বাহিরে গেল । যাইতে যাইতে ক্রমানাওঁ স্বরে বলিয়া উঠিল— ফিরে আtয, ওরে ফিরে আয়, এ আমি সইতে পারব না, সইতে পায়ৰ না— ८ेश्ांबरः। অঞ্চলে চোখ মুছিয়া মোহিনী ঘরের দরজার শিকল তুলিয়া দিয়া ফিরিয়া আসিতেছে । পাতাশ্বর প্রবেশ করিল পীতাম্বর । এই ত দাদা বাড়ি এলেন দেখলুম, আবার কি বেরোলেন না কি ? মোহিনী না, চান করতে পাঠাপুম । যাহোক ছুটে ভাতে হাতে যদি করাতে পারি। তার পর সব কথা শুনব, ওঁর বুকটা খালি না হলে বুক ফেটে মারা যাবেন।