পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > ア বিরাজ-বেী [ চতুর্থ অঙ্ক যোগীন । বাবা বেঁচে থাকতে র্তার কোন ব্যবস্থায় আমি কথা কই নি, অন্যথা করতে পারি নি। সে দোষ আমারই, সে ক্ষালন করবার চেষ্টাও আমি করব না। কিন্তু তোমার ছোট-বৌদিদির সম্বন্ধে তুমি— হরিমতি। থাক ও কথা । যোগীন । তাই থাক। আমি ষ্ট্রেশনে পাঠাই কারুকে, যদি টিকিট কিনতে পারে আগাম । মোহিনীর প্রবেশ মোহিনী। তোমার ঠাই করা হয়েছে ভাই ঠাকুরজামাই। যোগীন। এই যে যাই । হরিমতি নীরবে চলিয়া গেল হ্যা বৌঠান, আমাদের রামলালটাকে সকাল থেকে দেখেছেন বলে মনে হচ্ছে ? ও-বেটীরও কি এই গায়েই শ্বশুরবাড়ি নাকি ? মোহিনী। রামলালকে বললুম বড় ঘরটায় তোমাদের মোটঘাটগুলো খুলে গুছিয়ে রাখতে। কাল অত রাত্তিরে— যোগীন । না না, ওকে বারণ করুন। এদিকে ডেরা ওঠাবার হুকুম এসেছে যে ওপরওলার কাছ থেকে। মোহিনী । সে কী ? ওপরওলা আবার কে ? যোগীন । নাঃ, আপনি এ যুগের মাচুৰ্য নন বৌঠান । মোহিনী । ( অপ্রতিভ হইয়া ) সত্যি ভাই ঠাকুরজামাই, আমি বড় বোকা । যোগীন । এইরকম বোকাই থাকুন বৌঠান, তবু একটু জুড়োবার ঠাই পাওয়া যাবে পৃথিবীতে। এখন আপনার ননদের যে আদেশ হয়েছে দাদাকে নিয়ে পশ্চিমে বেড়াতে যেতে হবে ।