পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বে। [ চতুর্থ অঙ্ক والتي لا যোগীন । নাও, আর তোমাকে ছুটুতে হবে না । ঐ আসছেন । আমি তবে একটু ঘুরে আসি। আর ত আমাকে দরকার নেই ? হরিমতি । ( হাসিয়া ) না, এখন তুমি যেতে পার । যোগীন । তা জানি, ইংরেজিতে যে বলে জলের চেয়ে রক্ত গাঢ়, তা এখন আমি খুব বিশ্বাস করি। হরিমতি । বেশি দূরে যেও না কিন্তু, দরকারের সময় যেন পাই। যোগীন। বুঝতে পেরেছি। রঙ্গমঞ্চে না থাকলেও নেপথ্যে হাজির থাকতে হবে, কেমন ? একবার ‘কোই হায’ বলে ডাকার ওয়াস্ত আর “জনাব’ বলে ছুটে আসা । হরিমতি । ফণজলামি ক’রে না, কোথা ঘাচ্ছ যাও । দাদা শুনতে পাবেন। যোগীন। সত্যি বলছি পুটু, যদি কায়মনোবাক্য সমেত তোমাকে ভাল না বাসতুম তবে বলতুম—ভগবান, আমাকে তুমি পুটির দাদা করে দাও । প্রস্থান হরিমতি হাসিয়া ফেলিল । তারপর বিপরীত দিকের পথের পানে চাহিয়া হাসি থামাইয়। উৎসুক নয়নে অপেক্ষা করিতে লাগিল । প্রবেশ করিল নীলাম্বর নীলাম্বর । একলাটি দাড়িয়ে যে দিদি ? আমার জন্তে বুঝি ? হরিমতি জবাব দিল না কী হয়েছে ? হরিমতি তথাপি কথা কহিল মা, ঘরের ভিতর হইতে একটি চৌকি আনিয়া রকে পাতিয়া দিল । নীলাম্বর বসিলে, সে সহজ স্বরে বলিল— হরিমতি । দাদা, বাড়ি যাই চল । নীলাম্বর বিস্মিত হইয়। চাহিল