পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ఫి বিরাজ-বে। [ চতুর্থ অঙ্ক বিরাজ । ( চারিদিক চাহিয়া ) এত বেলা ? তবে কি সব স্বপ্ন দেখলুম ? এই যে সন্ধ্যে-বেলায় আমি তুলসী-তলায পিদৗম জেলে দিলুম, শাখ বাজালুম। কতদিন পরে রান্নাঘরে রান্না করলুম, আমি যে তাকে ভাত বেড়ে দিলুম গো, তিনি গ্রহণ করলেন আমার সেবা—সে কি মিথ্যে ? আমার সেবা নেন নি ? সাধু। রামজী কহে, কাছে নেহি লেঙ্গে ? সবকোইকো পূজা লে লেতেহেঁ মেরে রঘুনাথজী । বিরাজ । না, না, তিনি গো, তিনি নিযেছেন আমার পুজো । নইলে এমন স্বপ্ন কেন দেখলুম ? এতদিন পরে এমন করে হতভাগীকে দেখা দিলেন কেন ? তবে কি অপরাধ মাপ করেছেন— কাদিতে লাগিল দুইজন ভিখারিণীর প্রবেশ ১ম ভিখারিণী । কই গো, এখনও বসে আছ ? বেলা হল, কখন যাবে ? বিরাজ। কোথায় ? ২য় ভিখারিণী । ওমা, কোথায কী গো ? ছিক্ষেত্তর যাচ্ছি না ? এই যে কাল বিকেলে বললে, যাবে আমাদের সঙ্গে ? বিরাজ। শ্ৰীক্ষেত্তর ? সে কোন দিকে ? ১ম ভিখারিণী। ভয় নেই, হুগলী জেলার দিকে নয় গো, হুগলী জেলার দিকে নয়। তার উল্টো দিকেই যাচ্ছি। চল । বিরাজ । না, না, উণ্টে দিকে নয়— ১ম ভিখারিণী। কথায় পেত্যয় না হয়, শুধোও না বাছ পাচজনকে । মিছে কথা বলে আমার লাভ কী বল ? তুমিই কাল বললে যদি