পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩০ বিরাজ-বেী [ চতুর্থ অঙ্ক বিরাজ । ওরে, এত কাছে এসে আর তোরা আমাকে দুরে ঠেলে দিস নে রে, তাহলে ঘরে আসা আর হবে না আমার । নীলাম্বর । ( জনাস্তিকে ) আর কটা দিন বোন ? যেখানে যেমন করে ও থাকতে চায, তাহ দে । আর ওকে তোর পীড়াপীড়ি করিস নে । এবারকার মত ঘরের তেষ্টা ওর মিটুতে দে । হরিমতি । তুমি মরো না বৌদি, আমি তোমাকে সমুদ্রে, পাহাড়ে নিয়ে যাব । বিরাজ । ( আৰ্ত্তকণ্ঠে বলিযা উঠিল ) ওরে না, না— চৎকার করিতে গিয়া তাহার কাশির আক্ৰমণ আসিল । কাশিতে কাশিতে তাহার কস বাহিয়। রক্ত গড়াইয়া পড়িল । নীলাম্বর নিজের কাপড়ে তাহার মুর্থ মুছাইয়া দিযা সযত্নে তাহার মস্তক নিজের বক্ষে রক্ষা করিল । অবসন্ন বিরাজ হাফাইতে লাগিল হরিমতি স্বামীর দিকে ফিরিযl ) ওগো তুমি দেখ না, তুমি ত ডাক্তার, তবে চুপ করে দাড়িয়ে আছ কেন ? যোগীন । তুমি ব্যস্ত হযো না । আমার চেযে বড় ডাক্তার ওঁকে হাতে নিযেছেন, তিনিই রোগমুক্ত করবেন। সে কাছে আসিয়া বিরাজকে প্রণাম করিতে করিতে বলিল— বৌদিদি, আমি যোগীন, আপনাদের কুগ্রহ। বিরাজ । ( তাহার চিবুকস্পর্শ করিযl ) এস দাদ। এস, দীর্ঘজীবী হ", অমন কথা বলতে নেই। তুমি আমার রাজা হও, আমার পুটিকে ভূমি সুখী করেছ, কী আশীৰ্ব্বাদ করব ভাই, যেমন কমে আমরা পেয়েছিলুম, তেমনই তোমরা পাও । এর চেয়ে বড় আশীৰ্ব্বাদ আমার জানা নেই। যোগীন । দাদা, পান্ধী জোগাড় হয়েছে ।