পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ বিরাজ-বেী [ প্রথম অঙ্ক তুমি দিদি হঠাৎ বাছুর খুলে দিতে গেলে কেন ? ও কাজটা ত তোমার নয় । হরিমতি । ( দাদার পিছনে দাড়াইযা আস্তে আস্তে ) আমি মনে করেছিলুম দুধ দোওয়া হয়ে গেছে । বিরাজ । আর কোন দিন মনে কোরে । বলিয়া বিরাজ রান্নাঘরের সিডির দিকে চলিল নীলাম্বর । ( হাসিয। ) তুমিও একদিন ওর বয়সে মায়ের পার্থী উড়িয়ে দিয়েছিলে। খাচার দোর খুলে দিযে মনে করেছিলে খাচার পার্থী উড়তে পারে না । মনে পড়ে ? বিরাজ সিড়ির উপর দুই ধাপ উঠিয়া ফিরিয়া দাড়াইয়। হাসিমুখে বলিল— বিরাজ । পড়ে। কিন্তু ও বয়সে নয, আরও ছোট ছিলুম। সে রান্নাঘরে ঢুকিয় গেল হরিমতি । চল না দাদা, বাগানে গিয়ে দেখি আম পাকৃল কি না । নীলাম্বর । তাই চল দিদি । ভূত্য যদুর প্রবেশ যজ্ঞ। নারাণ ঠাকুরদা মশাই বসে আছেন, চণ্ডীমণ্ডপে । নীলাম্বর । ( অপ্রতিভ হইয়া মৃদুস্বরে ) এরই মধ্যে এসেছেন ? রান্নাঘরের ভিতর হইতে শুনিতে পাইয়া বিরাজ দ্রুতপদে বাহিরে আসিয়া চেচাইয়ী বলিল— বিরাজ । যেতে বলে দে খুড়োকে । ( স্বামীকে ) এই রোগ থেকে উঠেছ, সক্কাল বেলাতেই যদি ও সব খাবে ত আমি মাথা খুড়ে মরব। কী সব হচ্ছে আজকাল ? কী রে যত্ন, কথা কানে গেল না 7 খুড়োকে