পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८वंश्म धिं ] বিরাজ-বেী Y & বিরাজ । ( হাসিয়া ) আচ্ছা, তাই ক’রে । কিন্তু ও কী ? ঐ ফল কটাও খাওযা গেল না ? মাথা খাও, উঠে না-ও পুটি, শিগগির শোন, ছোট-বোয়ের কাছ থেকে দুটো সন্দেশ নিয়ে আয় । নীলাম্বর । পাগল নাকি ? যখন তখন সন্দেশ অমনি খেলেই হল ? না, তাই থায় মামুষে । পুটির প্রবেশ বিরাজ । হা, খায় । হয় মাছ ছাড়তে পাবে না, নয় এ-সব একটু বেশি করে থেতেই হবে, এষ্ট বলে দিলুম। নীলাম্বর । তোর এই খাবার জুলুমের ভয়ে ইচ্ছে করে বনে গিয়ে বসে থাকি । পুট। আমাকেও দাদা— বিরাজ। চুপ কয় পোড়ারমুখী, খাবি নে ত বাচবি কী করে ? এই নালিশ করা বেরোবে শ্বশুরবাড়ি গিয়ে। কথায় কথায় দাদার কাছে নালিশ ! নীলাম্বর । শুনিস কেন ওর কথা দিদি । নালিস করা বেরোবে ! রোজ নালিশ করবি শ্বশুরবাড়ির নামে । রোজ যাব দেখা করতে, যখন খুশী আমার কাছে নিয়ে আসব, এই সব কথা আগে ঠিক করে, তবে বিয়ে দেব না ? বিরাজ রেকবে, আসন ইত্যাদি তুলিয়া প্রস্থান করিতেছিল, ফিরিয়া ঈষৎ হাসিয়া বলিল— বিরাজ। আচ্ছা, দেখা যাবে। বিরাজ বামনী আজই মরছে না। প্রস্থান নীলাম্বর । ( ঘরের ভিতর নির্দেশ করিয়া ) তুই আয় ত বোন, মহাভারতটা নিয়ে চওঁীমগুপে । বাইরে ত বেরোতে দেবে না । হরিমতি ঘরের ভিতর ঢুকিল মঞ্চ ঘুরিন্স