পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e বিরাজ-বেী [ প্রথম অঙ্ক তোমার জরট যখন বাড়ল, মাকে ডেকে বললুম, ভাল যদি কর মা, তবেই তোমার পূজো দিয়ে আবার খাব দাব, নইলে অনাহারে প্রাণ ত্যাগ করব । বলিতে বলিতে তাহার দুই চোখ অশ্রুসিক্ত হইয়া দুফোট জল গড়াইল্লা পড়িল নীলাম্বর । ( আশ্চৰ্য্য হইয়া ) তুমি উপোস করে আছে নাকি ? হরিমতি । হ্যা দাদা, কিছু থায় না বৌদি -- কেবল সন্ধ্যে-বেলায় এক মুঠো কঁাচ চাল আর এক ঘটি জল থেয়ে আছে। কারও কথা শোনে না । নীলাম্বর । ( অসন্তুষ্ট হইয়া ) এইগুলো তোমার পাগলামি নয় ? বিরাজ । ( অঞ্চলে চোখ মুছিয়া ) পাগলামি নয় ? আসল পাগলামি । মেয়েমানুষ হয়ে জন্মাতে ত বুঝতে পারতে । ( পুনরায় চোখ মুছিল ) পুটি, সুন্দরী পূজো নিয়ে যাচ্ছে, সঙ্গে যাস ত শিগগির করে নেয়ে নিগে । হরিমতি। ( আহিলাদে উঠিয়া দাড়াইয়া ) যাব, বৌদি। বিরাজ। তবে যা, আর দেরি করিস নে । হরিমতি ছুটিয়া চলিয়া গেল বিরাজ। পাগলামি করেছি, কি কী করেছি, সে আমি জানি, আর যে দেবতা আমার মুখ রেখেছেন তিনিই জানেন । ( একমুহূৰ্ত্ত নীরব থাকিয় ) আমি ত তাহলে একটি দিনও বাচতুম না, সি থের । এ সি দুর তোলবার আগে সিথে পাথর দিয়ে ছেচে ফেলতুম। ছিছি, কী বকে যাচ্ছি। দুর্গা, দুর্গা । যাই, ভালয় ভালয় পুজোট হয়ে যাক, আজ ক্ষিদে পেয়েছে আমার । * বলিয়া হাসিয়া প্রস্থান করিল