পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨br বিরাজ-বেী দ্বিতীয় অঙ্ক তবে তাও বলি ঠাকুরমশায়, বামুন সজ্জন মুনি ঋষিতে দেশ ত বিজ, বিজ করছিল, কিন্তু ভগবান এসে জন্ম নিলেন এই গ্যলার ঘরেই ত ? না কী বলেন ? ভোলানাথ। যা বুঝিস না, সে কথা কইবি না, বুঝলি ? ওসব শাস্ত্রের কথা, গভীর অর্থ, তুই ওর কী হদিস পাবি রে বেটা মুখ ধু গয়লার পো । ভোলানাথের পরাজয়ে তৃপ্তির হাসি হাসিল নবীন নবীন। হেঃ হেঃ হেঃ হেঁ:—ত কইতি পারেন কত্তা, তা অবিশুি কইতি পারেন। শাস্তরের কথা আমরা কী বুঝব। নেন, ধরেন। কলিকা প্রত্যপণ করিয়া উঠিয়া দাড়াইল যন্থর প্রবেশ নবীন । আচ্ছা, উঠি খুড়ো । সেধোকে দোকানে বসিযে এসেছি, ছেলেমামুয, ব’লে বড়বাবুকে যে বড় বিপদে পড়েই নবীন এসেছিল । যদু । বলব । নবীন। তবে বলি শোনো— যন্ত্র আগাইয়া আসিল । নবীন তাহাকে চণ্ডীমণ্ডপ হইতে দূরে টানির লহয়া গিয়া কথা কহিতে লাগিল। ভোলানাথ অপ্রসন্নমুখে সেই দিকে চাহিয়া তামাক টানিতে লাগিল নবীন। এই ত চাষের আবস্থা, এবছরও একটা ফসল ঘরে তুলতে পারলাম না, ধান যা হয়ে’ল, আধপেটা খেতে কুলোল না, দেখছো ত ? এই কাল ছোটবাবু দোকানে এসে কী হাকাছাকি, কী গালাগালি । বলেন—ওসব চালাকি আমি শুনতে চাই নে, আমার আদেক খাজনা মিটিয়ে দিয়ে যা খুলী করগে যা। দুঃখে ধান্ধায় আমারও মাথার ঠিক