পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vరి বিরাজ-বেী [ उिँौग्न अक কাজ কী আমার ওসব কথায় ? শেষকালে লোকে বলবে—না, না, ওসবে আমি নেই । ভোলানাথ। (সহানুভূতির পরিবর্তে এই নিম্প হতায় হতাশ হইল ) তোমাকে শোনাচ্ছি না ভাই, বলছি আমার নিজের দুঃখের কথা । বোনের বিয়ে, ধরলে, না বলতে পারলুম না, এখন টাকাটা ডুবল দেখছি । পীতাম্বর । ওকথা বলবেন না ঠাকুরদা। আপনার কাছে রয়েছে খত, টাকা ডুববে কেন ? অবশু আমি আইনের কী বুঝি, আর বুঝতে চাইও নে। সে-সব উকীলের কাজ । আমি এইটুকু জানি যে—দাদার জমী, বাধা রেখেছেন তিনি, তিনি গুরুজন, ভাল বুঝেছেন রেখেছেন, আমি কথাটি কই নি । আবার আপনার এখন টাকা ফেরত পাবার দরকার বলছেন, ধরুন যদি নালিশই করেন—আপনিও গুরুজন, আমি কিছু বারণ করতে পারব না । গুরুজনের কথায় কথা কইবে, তেমন ছেলে পীতাম্বর চক্কোত্তি নয় । ভোলানাথ । সে আমি জানি না ? তাই ত বকে মরি ভাইপোটার সঙ্গে— পীতাম্বর। তবে, টাকা আপনার মারা যাবে না, এটুকু বলতে পারি। সাতপুরুষের জমী, অপরে নিলেম করে নেবে সে সহ করতে পারব না। ধার-দেনা করে ঘটি-বাটি বেচেও আমাকেই রাখতে হবে । যাক, ও আপনারা দুজনেই গুরুজন, যা ভাল বুঝবেন করবেন, আমাকে এর মধ্যে জড়াবেন না আপনারা । ভোলানাথ । না, না, তোমাকে ত জানি, কারও সাতেও নেই পাচেও নেই, নিঝঞ্ঝাট লোক, তোমাকে চিনি বই কি— পীতাম্বর । আচ্ছা বস্থন ঠাকুরদা, আমি এগোই।