পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·ථ8 বিরাজ-বেী [ দ্বিতীয় অঙ্ক করিয়া বসিয়া রহিল। বিরাজ প্রবেশ করিল। তাহারও মুখে পূর্বের সে প্রফুল্ল ভাব নাই । নীলাম্বর । ও, তুমি ? এস । বিরাজ । ( সিড়িতে বসিযা ) একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি । নীলাম্বর । বল ? বিরাজ। কী খেলে মরণ হয, বলে দিতে পার ? নীলাম্বর চুপ করিয়া রহিল বিরাজ। কত বললুম তোমাকে, পুটির আমার আমন জাযগায বিযে দিও না, কিছুতেই কথা শুনলে না । নগদ যা ছিল গেল, আমার গায়ের গযনাগুলো গেল, মধু মোড়লের দরুণ ডাঙ্গাটা বাধা পড়ল, ফু’খানা বাগান বিক্রি করলে—তার ওপর এই দু সন অজন্ম । বল আমাকে, কী করে তুমি জামাযের পড়ার খরচ মাসে মাসে জোগাবে, আর কী করেই বা দেনা শুধবে ? নীলাম্বর তথাপি মৌন রহিল। একটু থামিয়া বিরাজ বলিল— বিরাজ । পুটির ভাল করতে গিযে, দিনরাত ভেবে ভেবে তুমি যে আমার সর্বনাশ করবে, সে হবে না । তার চেযে এক কাজ কর । জু পাচ বিঘে জমী বিক্র করে শ-পাচেক টাকা যোগাড় করে গলায় কাপড় দিয়ে জামায়ের বাপকে বলগে—এই নিযে আমাদের রেহাই দিন মশাই, আমরা গরীব, আর পারব না । এতে পুটির আদেষ্টে বা হয । হোক । ( একটু অপেক্ষা করিয়া ) পারবে না বলতে ? নীলাম্বর । ( দীর্ঘনিশ্বাস ফেলিয়া ) পারি। কিন্তু সবই যদি বিক্রি করে ফেলি বিরাজ, আমাদের কী হবে ? বিরাজ । হবে আবার কী ? বিষয় বাধা দিয়ে মহাজনের মুদ গোণ