পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃশু ] বিরাজ-বে। ❖ግ বিরাজ। আর একদিন শুনো, আজ নয়। আজ শুধু আশীৰ্ব্বাদ কর, ( বলিতে বলিতে স্বামীর পায়ে হাত রাখিল ) মরণকালে-যেন এই দুটি পায়ের ধুলো পাই, যেন তোমার কোলে মাথা রেখে তোমার মুখের পানে চেয়ে চোখ বুজতে পারি— সে আর বলিতে পারিল না, এইবার তাহার স্বর বদ্ধ হইয়া আসিল নীলাম্বর। কী হয়েছে ? কেউ কিছু বলেছে ? কোন দিন ত তুই এমন করিস নি বিরাজ, কী হয়েছে বল ? বিরাজ । ১ ( গোপনে চক্ষু মুছিল, মুথ না তুলিয়া বলিল ) সে আর একদিন শুনে । নীলাম্বর। ওঠ বিরাজ, পা ছাড়, উঠে বস । বিরাজ । না, আগে তুমি বল, আগে কথা দাও মৃত্যুকালে এই কোলে আমার মাথাটাকে তুলে নেবে, এই পায়ের ধূলো মাথায় পাব। নীলাম্বর। আমি বললেই কি আর হবে রে ? বিরাজ । হবে হবে, তুমি বললেই হবে। তুমি ত মিথ্যে কথা বল না । নীলাম্বর। তবে তাই বলছি, তুমি যেমনটি চাইছ, তেমন করেই যেন তোমার মৃত্যু হয় । বলিতে বলিতে নীলাস্বরের চোখ জলে ভরিয়া আসিল, গলা ভারি হইল । বিরাজ উঠিয়া বসিয়া নিজের অঞ্চলে স্বামীর চোখ মুছিয়া লইল । তারপর সহসা বিরাজ মুথ তুলিয়া হাসিল, কহিল— বিরাজ । একটা কথা জিজ্ঞেস করব, জবাব দেবে ? নীলাম্বর। কী কথা ? বিরাজ । ভয় পাচ্ছ কেন ? বিষয়ের কথা নয় । আচ্ছা, আমি ' কালে কুচ্ছিত নই ত? নীলাম্বর । ( মাথা নাড়িয়া ) না ।