পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूडौम्न छूथ রান্নাঘরের অভ্যস্তর। ভিতরে জ্বলন্ত উনানে ভাতের ইাড়ী, একদিকে জলের ঘড়ী, ঘটি ইত্যাদি তৈজসপত্র। প্রদীপ জ্বলিতেছে। উনানের ধারে বিরাজ, আগুনের লাল আভা ও প্রদীপের আলো তাহার মুথের উপর পড়িয়াছে। অদরে দ্বারের কাছে বসিয়া স্বন্দর ঠা করিয়া সেই মুখের দিকে চাহ্যিাছিল। হঠাৎ সে বলিয়া উঠিল— সুন্দরী। সত্যি কথা মা, তোমার মতন রূপ আমি মামুষেব কখনও দেখি নি। এত রূপ রাজা-রাজড়ার ঘরেও নেই । বিরাজ। ( তাহার দিকে মুখ ফিরাইয়া বিরক্তকণ্ঠে) তুই রাজারাজড়ার ঘরের খবর রাখিস ? সুন্দরী । ( হাসিয়া ) রাজা-রাজড়ার ঘরের খবর কতকটা রাখি বই কি মা । নইলে সেদিন তাকে ঝাটাপেটা করতুম না ? বিরাজ। (এবার রীতিমত রাগ করিল ) তুই যখন তখন ঐ কথাই তুলিস কেন বল ত সুন্দরি ? কে কোথায কী বলেছে না বলেছে, আমাকে না হ’ক সেকথা শোনাবি কেন ? তা ছাড়া, যা হয়ে বযে চুকেবুকে শেষ হয়ে গেছে, সে কথা তোলবার দরকারই বা কী ? সুন্দরী । কোথায চুকেবুকে শেষ হযে গেছে বোমা ? এই কাল আবার আমাকে ডাকিয়ে নিয়ে গিযে বললেন— বিরাজ। ( সক্রোধে ) তুই গেলি কেন ? তুই আমার কাছে চাকরি করবি, আর যে ডাকবে তার কাছে ছুটে যাবি ? তুই নিজে না বলেছিলি ও-মাসে যে তারা সব কলকাতায চলে গেছে ? অার আসবে না ? সুন্দরী। সত্যি কথাই বলেছিলুম বেীমা । ক’মাস আগে চলেই ত গিয়েছিলেন । আবার দেখছি সব এসেছেন। আর আমার