পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃশ্ব ] বিরাজ-বে। Goo বিরাজ নীরবে ক্ষণকাল দাড়াইয়া রহিল। তারপর দাওয়া হইতে টাকা পয়সা তুলিয়া কপালে ঠেকাইয়া আঁচলে বাধিয়া পুনরায় উঠান ঝ"ট দিতে সুরু করিল। প্রবেশ করিল নীলাম্বর। বিরাজের মত তাহারও দেহে, মূপে ও বেশে দৈন্ত, দুশ্চিন্তু ও অশান্তির হস্পষ্ট কালিম চিহ্ন। সে মলিন উত্তরীযখান দড়ির উপর ফেলিয়া বলিল— নীলাম্বর । ( সাগ্রহে ) বনমালী এসেছিল বিরাজ ? বিরাজ । ( কাজ করিতে করিতে ) বনমালা ? কে বনমালী ? নীলাম্বর। হ্যা, বনমালীহ ত । না কী নাম ওর ? ঐ যে নতুন ডাকঘরের পেয়াদাটা, চিঠি বিলি করে । আসে নি ? বিরাজ । না, আসে নি । নীলাম্বর । হতাশ হইযl ) তবে ছিল না । গিয়েছিলুম ডাকঘরে, মাষ্টারবাবু বললে—বনমালী বেরিয়েছে, থাকে যদি চিঠি তবে ওই নিয়ে গেছে । বিরাজ। কোথাকার চিঠি ? নীলাম্বর । এই মগরার । শুনিয়া বিরাজ ঘরের দিকে চলিয়া গেল ছু দু’খানা চিঠি দিলুম,পুটির শ্বশুর একটা জবাব পৰ্য্যন্ত দিলে না । আরও একটা বছর গেল । এ পুজোতেও বোধহয বোনটাকে দেখতে পেলুম না । ইতিমধ্যে বিরাজ ঘরের ভিতর হইতে পাখা লইয়া আসিয়া নীরবে স্বামীকে বাতাস করিতে লাগিল নীলাম্বর । পুটির নাম করলেও তুমি জলে ওঠ । কিন্তু সে কি কোনও দোষ করেছে ? বিরাজ ও জ্বলে উঠি কে বললে ? নীলাম্বর । কে আর বলবে ? আমার চোখ নেই ? আমি টের পাই না ?