পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লল ধারী চুরাপিক্ষে লট লাসস্থতি। পুঞ্জ, জলীলসৎ । উৎ+লস=উল্লাস, সযুৎ+শল-সমুল্লাস, স্কপ্তি। ৰি°লস-বিলাস । - লসক (পুং) নর্তক। নট। লস ( স্ত্রী) লগতীতি লস-জচ, টাপ, । হরিদ্র । (হারা” ) ললিক (স্ত্রী) লগতীতি লগ-অচ, ততঃ কন্‌ ততঃ টাপ, অত ইত্বং লীলা । “লালায়াং পিছল খ্যাত লসিক লাসিক তথা ॥” (শাচ”) লসীক ( স্ত্রী) ১ ইক্ষুরস । ২ স্বও মাংসমধ্যগত রস। “লসীক উদকবিশেষ, যথাহ চরকা-যজু, মাংসস্বগরে উদকং তল্লগীকাশষাং লভতে” (বিজয়রক্ষিত্তকৃত প্রমেহরোগব্যা” ) লসজ, ৰীড়া। ভূমি আস্থান অব সেট, নিষ্ঠায়ামনিট, লট, লজ্জতে। লণ্ড, অলজিষ্ট । লসোফরঞ্চ (ল্পী) নগরভেদ । , লস্কর, অর্ণবপোতাদি-পরিচালক কৰ্ম্মচারিভেদ । লস্করপুর, উত্তরবঙ্গের অন্তর্গত একটী বিভাগ । মুসলমান অধিকারে পুটিয়া ভূম্পত্তি এই নামে অভিহিত ছিল। মুর্শিকুলী খাঁর সময়ে ১৫টা পরগণা লইয়া এই বিভাগ গঠিত হয়। রাজস্ব ১২৫৫১৬ টাকা । লস্করী, বৈষ্ণব সম্প্রদায়ভেদ। ইহার রামাৎ সম্প্রদায়ের অন্তর্নিবিষ্ট। রামানন্দীদের মত ইহারা তিলকে সিংহাসন করে, কিন্তু তাহদের মত রক্তবর্ণ ঐ না করিয়া শ্বেতবর্ণ শ্ৰী (উৰ্দ্ধপুঞ্জের মধ্যরেখা ) ধারণ করিয়া থাকে। অযোধ্যায় এই সম্প্রদায়ী বৈষ্ণবদিগের একটা আস্তান আছে। এই সম্প্রদায়ী বৈরাগীর কখন কখন সাম্প্রদায়িক তিলকের পরিবর্তে ললাটদেশে গোপীচন্দন, কখন বা সমগ্র মুখমণ্ডলে আপন আপন ইচ্ছামত রামরজোনামক মৃত্তিক বিশেষ লেপন করিয়া থাকে । ইহাদের অন্তান্ত আচার-প্রকরণ রামানন্দীদিগের মত । [ রামাত দেখ । ] লস্ত (ত্রি ) লস-ক্ত। ১ ক্রীড়িত। ২ শিল্পযুক্ত । মস্তক (পুং ) বহুকের মধ্যভাগ । ( অমর ) লস্তর্কিন (পুং) লস্তকোংস্ত্যন্তেতি গন্তক ইন, ধনু (শৰমাল) লম্প জনী (স্ত্রী) বড় স্বচী । ( শতপথব্রা ৩৫,৩২৫ ) লসবারী, (নাসবারি), রাজপুতনা আলবার-রাজ্যের অন্তর্গত একটা গগুগ্রাম - রামগড় নগর হইতে ৪ ক্রোশ দক্ষিণপূৰ্ব্বে এবং মালবার রাজধানী হইতে ১০ ক্রোশ দক্ষিণপূৰ্ব্বে অবস্থিত। অক্ষা ২৭°৩৩৩° উঃ এবং দ্রাঘি ৭৬%৪৪৫' পূঃ । এই স্থানে ১৮৯৩ খৃষ্টাৰে বিখ্যাত লসারীর যুদ্ধ হয়। এই যুদ্ধে ইংরাঞ্জের হস্তে প্রসিদ্ধ মহারাষ্ট্র শক্তির পরাভৰ ঘটে । মহারাষ্ট্র-সৈন্ত গোপনে অগ্রসর হইতেছে সংবাদ পাইয়া সেনাপতি লর্ড লেক তাহাদের গতিরোধ করিবার অভিপ্রায়ে [[ :૪૭ ] লহরিপুর অশ্বারোহী সেনাদল লইয়া গভীর রজনীতে এই গ্রামে আসিয়া উপনীত হন। ১লা নবেম্বর দুই দলে ঘোরতর যুদ্ধের পর, ইংরাজপক্ষের পরাজয় অবগুস্তাবী দেখিয়া লর্ড লেক প্রত্যাবর্তন করেন। ঐ পদাতিক স্মোম্বল তাহার সাহায্যার্থ উপনীত হইলে, তিনি কএক দণ্ড বিশামের পর পুনরায় যুদ্ধার্থ রক্ষেত্রে অবতীর্ণ হইলেন। এবার সিন্দে সৈন্ত ভীমবিক্রমে ইংরাজদ্বিগকে আক্রমণ করিল। মহারাষ্ট্র সৈন্ত শেষ পৰ্য্যস্ত যুদ্ধ করিয়া ভারতে গৌরব রক্ষা করিয়াছিল ; অবশেষে তাহারা বহু সৈন্ত ক্ষরে ভীত হইয়া রণক্ষেত্র পরিত্যাগ করিল। ৭১টী কামান ও রসদাদি লাভ করিয়া ইংরাজ কোম্পানী রণজিয়ী হইলেন । 尊 লহড় (কী) ১ কাশ্মীরের অন্তর্গত একটা জনপদ। বর্তমান লাহোর বলিয়া অমুমিত হয় । ২ তদেশবাসী। (বৃহৎস• ১৪২২) লহনা (দেশজ) বাকী পড়া বা ধার পড়া টীকা (Outstanding) লহর (পুং) ১ জাতিবিশেষ। ২ কাশ্মীরান্তর্গত লোহর জনপদ। . লহর ( দেশজ ) জলপ্রণালী। নহয়। লহরী, উড়িষ্যার অন্তর্গত একটা প্রাচীন নগর। পাল-লহর রাজ্যের রাজধানী পাল-লহরা দেখ। ] লহরি (ী) (স্ত্রী) মহাতরঙ্গ। পৰ্যায়—উল্লোল, কল্লোল। (হেম ) “সরিত ইব যস্ত গেহে শুষ্যস্তি বিশালগোত্রজ মাৰ্য্য । ক্ষারাস্বেৰ স তৃপ্যতি জলনিধিলহরিযু জলদ ইব ॥” ( আর্য্যাসপ্তশতী ৬১৪ ) লহরি, মধ্যভারতের গোয়ালিয়র রাজ্যের অন্তর্গত একটা ছৰ্গাধিষ্ঠিত নগর। সিন্ধু নদের দক্ষিণকুলের ৩ ক্রোশ পুৰ্ব্বে অবস্থিত। অক্ষা ২৫°১১% ০" উঃ এবং দ্রাখি" 4°సె గణీ ! ১৭৮০ খৃষ্টাব্দে ইংরাজসৈন্য এই দুর্গ আক্রমণ করিলে উভয় পক্ষে ঘোরতর যুদ্ধ হয়। তখন দুর্গ মধ্যে • • • সেনা রক্ষিত ছিল। কর্ণেল পপহাম দুর্গাবরোধের পর ফুর্গের উপর গোল বৃষ্টি করিতে থাকেন। এই সংঘর্ষে কিল্লাদার ও তাহার কয় জন অমুচর মাত্র জীবিত ছিলেন। সেনাদল প্রাণের মমতা না করিয়া রণক্ষেত্রে প্রাণ বিসর্জন করিয়াছিল । লহরিপুর, অযোধ্য প্রদেশের সীতাপুর জেলার অন্তর্গত একটা পরগণা। ভূপরিমাণ ১৯২ বর্গমাইল। লহারপুর নগরের ২ মাইল পশ্চিমে অবস্থিত কেশরীগঞ্জ নামক নগর এখানকার প্রধান বাণিজ্যকেন্দ্র। এই পরগণার মধ্যভাগে ১০ হইতৃে ৩০ ফিট, উচ্চ একটা অধিতাক ভূমি বিলম্বিত দেখা যায়। ঐ উচ্চ ভূমির উত্তরাংশ তরাই নামে খ্যাত। এখানকার মৃত্তিক কঠিন মাটিয়াড়। উহার দক্ষিণভাগের ভূমি উর্বর দোমাট । । মোগল-সম্রাট, অকবর শাহের রাজত্বকালে রাজা টোডর 原 ٹفہم 额 · שו