পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৫২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বয়নবিদ্যা তক্ত ; ইহার মধ্যে দোয়াতের মত একটা গৰ্ত্ত কাটা আছে। নাটাইএর গোড়া উহার মধ্যে রাখিয়া ঘুরাইতে হয়। টেকে—একটা সরু লোহার শিক । ইহার একদিকে স্কুর স্তায় পেচ আছে এবং অন্তদিক্‌ স্থচের স্তায় সরু । পেচওয়ালা মুখের সঙ্গে পেচের থালি অর্থাৎ পড়েনের ছোট নলী ( Pirn ) ও সুচাল দিকে বড় নলী ( Bobbin ) পরাইয়া স্থতা জড়ান হইয়া থাকে । চরকার চক্রের সন্মুখস্থ দণ্ডের সহিত ইহা লাগাইতে হয় । 54*! (Spinning wheel)—onfrozifo “Softotă" যন্ত্রবিশেষ। একখানি কাষ্ঠ চক্রের পরিধি বেড়িয়া একটা জুলি কাটিয়া লইতে হয়, অথবা ৮ খানি কাঠের পাট লইয়া দুইখানি চাক প্রস্তুত পুৰ্ব্বক আর একটা কাঠের ধুৱার (axle) সহিত তাহ আবদ্ধ করিবে, পরে সেই চাকা উভয় প্রান্তোপরি পাটি, বেত, স্থত বা সরু পাতলা তক্ত দ্বারা অাটিয়া লইবে । ধুম্ৰাট দুইটা খুটার ছিদ্রের মধ্যে প্রবিষ্ট করাইবে ও ঐ ঘুরার এক প্রান্তে একটা হাতল লাগাইয়া দিবে। তৎপরে এই চক্রের সন্মুখেই হাড়-কাঠের মত মধ্যে ফাক বিশিষ্ট একটা কাঠের খুঁটা পুতিবে। একটা স্বতা বা ফিতা (মাল বলে ) চরকার চক্র বেড়িয়া এই হাড়-কাঠের সংলগ্ন টেকোতে জড়াইয়া রাখিয়া হাতল দিয়া চরকা ঘুৰাইলে এই টেকে ঘুরিতে থাকে। চরকা যত বড় হইবে, টেকে তত শীঘ্ৰ ঘুরিবে। টানার নলী (Bobbin)—এগুলি আকারে ৪ ইঞ্চি লম্বা, দুই পাখে গাড়ীর চাকার স্তায় এবং মধ্যভাগে সরু । টেকোয় লাগাইবার জন্ত ইহার মধ্য দিয়া লম্ব-ভাবে ছিদ্র থাকে । নলী সেগুণ বা অল্প কাঠের হয়। টানার স্বতা পেচাইতেই ইহার ব্যবহার। বাশের কঞ্চি দিয়াও কারিকরের নলী করিয়া থাকে । খালি বা পড়েনের নলী ( Pirm )—ইহা নরম রকমের বাজে কাঠে প্রস্তুত । ইহার গোড়া মোট এবং ক্রমে সরু হইয় অগ্রভাগ স্বচলে ; গোড়ায় স্কুপের ন্তায় পেচ আছে, টেকের পেচের সঙ্গে লাগাইয়া ইহাতে প’ড়েনের স্বতা জড়াইতে হয়। টানার নলীর মতও একরকম সরু পড়েনের নলী আছে। টান-কল ( Bobbin Frame )—সেগুণ কাঠের আলনার ষ্ঠায় খাড়া বা পায়রার বোমের মত একটা ছত্রী বা একটি ফ্রেম । ৩% বা ৪ ইঞ্চি অস্তর লম্বভাবে ( Lengthwise ) এক একখান পাতলা ছড়-লাগান, তাহার মধ্য দিয়া ২ ইঞ্চি অস্তুর খুব সরু লোহার শিক পার হইয়া গিয়াছে। টানার নলী এই সমস্ত শিকে পরাইতে হয়। ইচ্ছামত এই ফ্রেমট ছোট বা বড় আকারে গঠন করা যাইতে পারে। কিন্তু বড় _ [ ¢ २७ ] বয়নবিদ্যা হইলে যদিও বেণী নলী ধরে, তথাপি তাহা টানিয়া ঘুরিয়া বেড়ান কঠিন। কেহ বড় টানা কল ব্যবহার করিতে চায় না । সচরাচর প্রায় ১০৫টা নলী ধরে, এইরূপ ফ্রেম ব্যবহৃত হয়। তাহাতে ৩ ফুটু প্রস্থ ও চারি ফুট লম্বা করিলেই চলিতে পারে। ইহার মাঝখানে দুই পাশে ধরিবার দুইটী হাতল আছে। বার বা চালি (Lease-taker)—ইহা সেলেটের স্তায় এক ফুটু পরিমাণ লম্বা ও চারি দিকে তক্তার ফ্রেমে গাথা, ঐ সরু সরু অনেকগুলি কাবারি চিকের মত ফাক রাখিয়া সাজাইয়া লইয়া তাহার চারিদিকে ফ্রেম গাথা হয়। সমস্ত কাবারিগুলির মধ্যস্থানে সুক্ষ ছিদ্র থাকে। টানা দিবার সময় বার খানি দক্ষিণে এবং বামে টানিলেই জাল বা ঝাপ হইতে থাকে। টানাহাটা শর-কিছু মোটা রকম বাশের দণ্ড। অনুন ১৩টা বা ১৭ট টানা দিবার কালে আবশুক । এই শরগুলি একটু মজবুদ হওয়া দরকার, কারণ ইহা মাটীতে খাড়া ভাবে পুতিয়া রাখিতে হয় । হলকি—একথান কঞ্চির অগ্রভাগ চিরিয়া তাহার মধ্যে কাচের ছোট একটি কড়া লাগাইতে হয়। ঐ কড়ার মধ্যে স্থত। পূরিয়া টান দিতে হয়। মুড়াবাড়ি বা পালাবাড়ি—সরু সরল বংশদও তিনহাত পরিমাণ লম্বী । ইহা উত্তমরূপ চাচিয়া লইতে হয়। টানার পরে নরাজে জড়াইবার সময় এবং সান ভরার সময় ইহা আবশুক । ঝাড়ন—সরু সরু ছোট কাঠি । নরাঙ্গে জড়াইবার সময় ইহা দ্বারা টানার স্থতাগুলিকে যথাস্থানে সংযত করিতে হয়। টান-পেচা ডাঙ্গি—একটি মোটা রকম সুপারির বা বাশেব শর । টানা জড়াইবার সময় আবগুক, ইহা নরাজের ছিদ্র মধ্যে প্রবিষ্ট করাইয়া ঘুরাইতে হয়। সাতাশি বা চিয়ড়-বাশের ১২ ইঞ্চি চওড়া দুইখানি পাতলা কাবাবি। তাহার এক প্রাস্ত খুব চোখ, অপর প্রান্তে সমদূরে দুইটী ছিদ্র থাকে। ঐ ছিদ্র মধ্যে একটি শলাক দিতে হয়, তাহাতে কাবারি দুইখানি খাড়া হইয়া থাকে। “ব’ বাধার সময় ইহা আবশুক । মোটা শরকেও চিয়ড় বলে । ফুলকি-বেণার অগ্রভাগ তুলির মত করিয়া প্রস্তুত করিতে হয় । জোলার ইহা দ্বারা মাড় এবং জল দেয় । তাসনের সময় ইহার প্রয়োজন। কিন্তু তাতিরা বড় ব্যবহার করে না । মাজন বা ব্রাস-এই ত্ৰাস দেড় হাত পরিমিত লম্বা ; “হির” নামে একপ্রকার শিকড় উত্তরবঙ্গে পাওয়া যায়, তদ্বারা এই ত্ৰাস তৈয়ার হয়। মোটা সুতার কাজ করিতে জোলারা প্রায়ই এই ব্রাস দ্বারা মাড় দেয়, ইহাকে তাসন করা বলে। র্তাতির আদৌ ইহা স্পর্শ করে না ।