পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূৰ্য্য o [ పిరిe ) সূৰ্য্য BBBB DDS BBB BB BBB BB BBBBBB S B BB BB BBBS BBBB BBBBBS BB BBB BBB সংক্রাত্তি হইয়া থাকে। সায়নমতে এক্ষণে যে স্থানে মেযারম্ভ, নিরয়ণমতে তথা হইতে প্রায় ২১ অংশ পরে মেধারম্ভ হয়। সায়নমতে বাসস্তিক ক্রাত্তিপাত জয়নমণ্ডলের যতদূর পশ্চিমে সরিয়া যাউক না কেন, তথা হইতে মেষরাশির প্রারম্ভ নির্দিষ্ট হইবে । সুতরাং ঐ মতে কালক্রমে দ্বাদশ রাশির সীমা পরিবৰ্ত্তিত হইয় থাকে। এমন কি এক্ষণে যে স্থানকে সায়নমতীবলম্বীরা মেঘরাশি বলিয়া নির্দেশ করিয়া থাকেন, ১৩••• হাজার বৎসর পরে তাহাজের গণনায় সেই স্বান তুলারাশির অন্তর্গত হইৰে । নিরয়ণমতে স্বাদশ রাশির কোন পরিবর্তন নাই। পুরাকালে মেৰাদি দ্বাদশ নক্ষত্রপুঞ্জের অধীনস্থ যে মেষ প্রভৃতি যাদশ রাশি নির্ধারিত হইয়াছিল, এখনও সেই সকল রাশি সেই সকল স্থান डूख इहेब्रीं जां८छ् । অতএব পক্ষপাতশূত হইয়া বিবেচনা করিয়া দেখিলে ইহা अषधुं चैौकांग्र रूब्रिtङ इहेष्व cष नांब्रन ७ निब्रग्रण ५lहे फेष्ठग्र भएउद्र थप्था ब्रानिम्न श्ब्रिज्रा नचप्क निब्रग्रण भउद्दे फे९ङ्कडे । সায়নচক্রট পরিবর্তনশীল, প্রাচীন জ্যোতিৰ্ব্বিদগণ ঋতু অন্ধুजांtग्न ग्रांलिकक दिखां★ी कब्रिग्रांझिtणन । छैiशंग्रl यनख शफूद्र আবির্ভাব হইতে মেঘরাশির আরম্ভ নির্ধারণ করিতেন এবং ঐ নিয়মানুসারেই সায়নমতে বাসস্তিক ক্রান্তিপাত হষ্টতে রাশিচক্রের আরম্ভ হইয়া থাকে। এদেশেও এককালে ঐ মত প্রচলিত ছিল। পুরাকালে বখন কৃত্তিকানক্ষত্রে বাসস্তিক ক্রান্তিপাত হইত তখন ঐ নক্ষত্র হইতে জ্যোতিৰ্ব্বিদগণ রাশিচক্র বা মেঘায়ন্ত গণনা করিতেন। পরে যখন উক্ত ক্রাস্তিপাত অশ্বিনীনক্ষত্রে সরিয়া বাইতে লাগিল, তখন আবার রাশিচক্রের নূতন সংস্কার হইয়াছিল । সেই সময় হইতেই অশ্বিনীনক্ষত্র হইতে মেধারম্ভ গণ্য হইয়া আসিতেছে। কিন্তু এক্ষণে ঐ ক্রান্তিপাত উত্তরভাদ্রপদনক্ষত্রের ৬ অংশে সরিয়া বাইতেছে, সুতরাং উক্ত রাশিচক্রের কিছু পরিবর্তন হওয়া আবগুক । নিরয়ণগণনায় আর একটী সুবিধ। এই যে, বৈশাখাদি দ্বাদশ মাসে সুৰ্য্যের দ্বাদশ রাশিতে পর্য্যায়ক্রমে অবস্থিতির কোন পরিস্বৰ্ত্তন হয় না। বৈশাখমালে স্নবি মেঘরাশিতে অবস্থান এবং অখিনী তরুণী ও কৃত্তিকানক্ষত্রের এক পাদ ভোগ করিয়া থাকেন, এইরূপে দ্বাদশ মাসে বাদশ রাশিতে অবস্থান এবং ২৭টা নক্ষত্র ভোগ করেন। ইহাই স্বর্ঘ্যের বার্ষিকী গতি। উক্তরূপ বার্ষিকী গতি দ্বার স্বর্য একবার রাশিচক্র পরিভ্রমণ করেন। हेश दाब cगोब्रयांग हिब्रोक्लउ इ७ब्रांप्ङ बनीषावि षषन মাসের মধ্যে কোনও একটী নাম উল্লিখিত হইলে সেই মাসে স্বৰ্য্য উল্লেখ করিলে তৎসম্বন্ধীয় সৌরমাসও সক্ষেতে উল্লিখিত হয়। যেমন বৈশাখমাল বলিলে মেষ রাশি বুঝায়, সেইরূপ মেঘরাশি বলিলেও উছার অধীনস্থ বৈশাখমাস বুঝাইবে । to পূৰ্ব্বে বলা হইয়াছে যে, পৃথিবীর নিরক্ষবৃত্তের স্কার রাশিচক্রেরও একটী নিরক্ষবৃত্ত কল্পিত হয়। ঐ কল্পিত বৃত্তের নাম বিষুবরেখা। ঐ রেখার উত্তরম্বক্ষিণে ২৩ জংশ ২৮ কলা অন্তরে হুইট ৰিজু কল্পনা করা যার। উহাদের একটী বিন্দু উত্তরায়ণাস্ত বিন্দু, অর্থাৎ সুৰ্য্যের উত্তরদিকে যাইবার শেষ সীমা, তাহার অধিক সূৰ্য্য আর উত্তর দিকে গমন করিতে পারেন না। আর একট দক্ষিণায়নান্ত বিন্দু, স্বর্ঘ্যের দক্ষিণ দিকে যাইবার শেষ সীম। ঐ বিন্দুৰয়ের মধ্যে যে একটী কল্পিত রেখা অবস্থিতি করে, তাছার নাম অয়নান্ত বৃত্ত। স্বৰ্য্য যে পথ দিয়া উত্তর দিকে গমন করেন, তাহাকে উত্তরায়ণ, এবং যে পথ দিয়া দক্ষিণ দিকে যান, তাহাকে দক্ষিণায়ন কছে। স্বর্থ্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন এই দুই প্রকার গতি। উত্তরায়ণ আরম্ভ হইলে পৃথিবীর নিরক্ষবৃত্তের উভয়স্থিত ভারতবর্ষের স্কার অপরাপর দেশসমুছে দিনের পরিমাণ বৃদ্ধি এবং রান্ত্রির পরিমাণ স্বল্পত প্রাপ্ত হয়। এবং তৎকালে দক্ষিণস্থ দেশসমূহে দিবায়ারি হ্রাস বৃদ্ধিবিষয়ে উছার ঠিক বিপৰ্য্যয় ঘটে। অর্থাৎ মাত্রির পরিমাণ বৃদ্ধি ও निदांबांन ऋध्न झग्न । ১৩৮১ বৎসর পূৰ্ব্বে মাঘ ও শ্রাবণমাসের প্রথম দিনে অয়নপরিবর্তন হইত, অর্থাৎ ১লা মাঘ সুৰ্য্যের মঙ্কররাশিতে প্রবেশ অবধি আষাঢ়ের শেষে স্বৰ্য্য মিথুনরাশির শেষাংশে গত হওয়া পৰ্য্যন্ত কাল উত্তরায়ণ এবং ১লা শ্রাবণে স্বর্ঘ্যের কর্কট রাশিতে প্রবেশ হওয়া অবধি পৌষের শেষে স্বৰ্য্য খজুরাশির শেষাংশে গত হওয়া পৰ্য্যন্ত কাল দক্ষিণাঞ্জন বলিয়া গণ্য হুইত, এবং এখনও ভূইয়া থাকে। কিন্তু অধুনা উক্ত নির্দিষ্ট সময়ের প্রায় ২১ দিন পূৰ্ব্বে জয়নপরিবর্তন হইরা থাকে। স্বতরাং ধন্থরাশির প্রায় ৯ অংশে আরষ্ণু इहेब्र! মিথুন রাশির প্রায় ৯ অংশে উত্তরায়ণ শেষ হইয়া থাকে। আর মিথুনরাশির উক্ত অংশে আরম্ভ হইয়া ধন্থরাশির প্রায় ৯ অংশে দক্ষিণায়ন শেষ হয়। অতএব এদেশের পঞ্জিকায় উত্তর ও দক্ষিণায়নের আরম্ভ ও শেষ ষে সময়ে প্রদর্শিত হয়, তাহ! গ্রামাণিক নৰে। পূৰ্ব্বেই ৰলিয়াছি, রাশিচক্র ৩৬০ অংশে বিভক্ত। স্বর্য ৩৬e দিন ১৫ জও, ৩১ পল ৩১ বিপল ২s অনুপলে ঐ রাশিচক্র श्रङिकभ करब्रन । देशहे ब्रविब्र :षांर्षिकौ अछि । श्राब ०२ কলা, ৮ বিকল রাশিচক্রের বক্রমা হেতু স্বর্ঘ্যের গতি কখন