পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুখবন্ধ পরম মঙ্গল-নিধান ভগবান ও দেবগুরুর আশীৰ্ব্বাদে বিশ্বকোষ সম্পূর্ণ হইল। ১২৯১ বঙ্গকে (১৮৮৩ খৃষ্টাব্দের শেষ ভাগে) এরঙ্গলাল মুখোপাধ্যায় ও শ্ৰীযুক্ত ত্ৰৈলোক্যনাথ মুখোপাধ্যায় মহাশয়ের চেষ্টায় বিশ্বকোষের প্রথম সূচনা হয়। বিশ্বকোষের ন্যায় সাৰ্ব্বজনিক বৃহদভিধান ভারতের প্রচলিত কোন ভাষায় না থাকায়, এই মহাকোষের প্রথম সংখ্যা প্রকাশিত হইবামাত্র দেশীয় ও বিদেশীয় সাহিত্য-সেবিগণ ইহাকে পরম সমাদরে গ্রহণ করিয়াছিলেন , ১২৯৩ বঙ্গাব্দে উপক্রমণিকা সহ ২২ সংখ্যায় ১ম খণ্ড ‘অ’ বৰ্ণ মাত্র প্রকাশিত হয়। এই খণ্ডের মুখপত্রে পূর্বোক্ত উভয় মহাত্মার নামই অঙ্কিত আছে। এই সময় ত্ৰৈলোক্য বাবু প্রদর্শনী উপলক্ষে বিলাতে গমন করেন। উহার স্থায় সুযোগ্য পরিচালকের অভাবে বিশ্বকোষের সমূহ ক্ষতি হইল, তৎপরে একমাত্র স্বৰ্গীয় রঙ্গলাল বাবুর সম্পাদকতার ‘অ’ বর্ণের তিন সংখ্যা “আমিক্ষীয়” শব্দ পৰ্য্যন্ত মুদ্রিত হয়। কিন্তু তিনি সাংসারিক নানা কারণে ‘আ’-বনের ৮৯ পৃষ্ঠা মাত্র প্রকাশ করিয় তাহার বড় সাধের বিশ্বকোষ বন্ধ করিতে বাধ্য হন । ৮১ হইতে ১১২ পৃষ্ঠা পর্যান্ত (২৬শ সংখn) তাহার নিজ জন্মভূমি রাহুত গ্রামে ( ১২৯৩ সালে ) মুদ্রিত হইলেও তিনি এই সংখ্যাখানি প্রকাশ করিলার অবসর পান নাই । ১২৯৫ সালে (১৮৮৭ খৃষ্টাব্দে ) ভগবানের ছজ্ঞেয় বিধানে আমারই উপর এই সংখ্যা-প্রকাশের ভার পড়িল। আমি এই সংখ্যার প্রকাশক হইলেও স্বগীয় রঙ্গলাল বাবুই ইহার সঙ্কলয়িতা। তাহার নিকট শুনিয়াছি যে তাহার সম্পাদকতায় বিশ্বকোষের যে অংশ সঙ্কলিত হইয়াছে, তাহার অধিকাংশই তাহার নিজ-রচনা , কেপল SBBBS BB BBBBB BB BBB BBB BBB BB BBB B BBBBBS BB Biu DD BB K DDDD সঙ্কলন করিয়া দিয়াছিলেন । ‘অথবব' শব্দটী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের সাহায্যে লিখিত হয় । ইঙ্গই বিশ্বকোষের ২৭ বন পূৰ্ব্বেকার সংক্ষিপ্ত ইতিহাস । কিরূপে বিশ্বকোষের ভার আমার উপর ন্যস্ত হইল, তাহারও একটু পরিচয় দেওয়া কৰ্ত্তব্য মনে করি।-- ১২৯১ সালে ( ১৮৮৪ খৃষ্টাব্দে ) বিশ্বকোষের যখন ২য় সংখ্যা বাহির হয়, সেই সময় গ্রেট ইডেন প্রেস হইতে শব্দেন্দু-মহাকোষ' নামে একখানি Encyclopedia ফৰ্ম্মায় ফৰ্ম্মায় প্রকাশিত হইতে থাকে। তাহার সঙ্কলন-ভার আমার উপর অর্পিত হইয়াছিল। আমার পরম সুহৃদ শ্ৰীযুক্ত সুরেশচন্দ্র বস্তু মহাশয় তাহার প্রকাশক । ইংরাজী ও বাঙ্গল এই উভয় ভাষার ইহা একখানি বৃহদভিধান। তখন আমার বয়স ১৮ ৱৰ্ষমাত্র। বয়ঃ-সুলভ অদূরদর্শিতার ' ফলে তৎকালে বুঝিতে পারি নাই যে, কিরূপ গুরুতর কাৰ্য্যে হস্তক্ষেপ করিয়াছি। যাহা হউক, সেই কঠিন কাৰ্য্যের অত্যধিক পরিশ্রমে শীঘ্রই আমি দারুণ মস্তিষ্করোগে আক্রান্ত হই এবং সঙ্কলনকার্য্যে সুবিধা হইবে ভাবিয়া আরও দুইজন মহাত্মাকে আমার কার্য্যাংশ-ভাগী করি। কিন্তু এ দেশে যেখানে পাঁচ জনের স্বার্থ জড়িত, সেখানে কাৰ্য্যনির্বাহ হওয়া কঠিন। বাস্তবিক অল্প দিন-মধ্যেই বিশ্বকোষের স্যায় শব্দেন্দু-মহাকোষও বন্ধ হইয়া যায়। এই সময় আমার নানা বিষয়ের শিক্ষাগুরু অদ্বিতীয় পণ্ডিত ৬আনন্দকৃষ্ণ বসু মহাশয়ের যত্নে দেবনাগরাক্ষরে প্রকাশিত ‘শব্দকল্পপ্রম’ অভিধানের পরিশিষ্টের শব্দ-সংগ্ৰহ-কার্য্যে ব্ৰতী হই । এ সময় আমার সাংসারিক অবস্থা নিতান্ত শোচনীয়, লক্ষপতির ঘরে জন্ম গ্রহণ করিয়া অাদরে লালিত পালিত হইলেও চতুর্দশ বর্ষ বয়ঃক্রম হইতেই আমাকে দারিত্র্যের নিপীড়ন সহ করিতে হইয়াছে। শব্দকল্পদ্রুমের কার্য্যে যখন নিযুক্ত হই, তৎকালেও রীতিমত অল্পের সংস্থান ছিল না, অনেক সময় দুইবেল অল্পও জুটিত না। এসময় শব্দকল্পক্রমের নাগর-সংস্করণ-প্রকাশক ঐযুক্ত হরিচরণ বস্তু মহাশয় যেরূপ উদারতা ও সহৃদয়ত প্রকাশ করিয়াছিলেন, তাহা জামি ইহ-জীবনে কখন ভুলিতে পারির না। শব্দকল্পক্রম