পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৬৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হীরক এবং কঠিন মাটিতে উছা চুর্ণ ৰিচুর্ণ হইয়া ইতস্ততঃ বিক্ষিপ্ত হইয়৷ থাকে। উক্ত স্থানে উল্কাপিও-পতনক্ষেত্রে পৌনে ১ মাইল ব্যাগ-যুক্ত একটা গহবর হয় এবং উহার চারিদিকে উল্কার লৌহখণ্ডগুলি নিপত্তিত থাকে। ঐ স্থানের অবস্থা দেখিয় উল্কাপাতের সহিত হীরকের খনির উৎপত্তি অসম্ভব বলিয়৷ বিবেচিত হয় না। ডাঃ ফুট্‌ রাসায়নিক পরীক্ষার জন্য একটউল্কাপিগু কৰ্ত্তন করেন । কিছুক্ষণ পরে পিওট আর কাটা গেল না, অথচ উহ কৰ্ত্তন মাত্র খারাপ হইয় গেল দেখিয়া তিনি ঐ পিণ্ডট রসায়নবিদ মৈদনের নিকট পাঠাইরা দেন । মৈসন পরীক্ষা করিয়া দেখেন যে, ঐ পিণ্ডমধ্যে এক খণ্ড হীরক আছে । ইহা স্বাব স্পষ্ট প্রমাণিত হইতেছে যে, ঐ হীরকখগুটী উস্কার সহিত পৃথিবীতে আসিয়াছিল। অধুনা সমগ্র সভ্য জাতির মধ্যে যে সকল উৎকৃষ্ট হীরক আদরের সহিত রক্ষিত হইতেছে, তাছাদের মধ্যে ভারত হইতে আনীত হীরকগুলিই সব্বশ্রেষ্ঠ । নিম্নে ঐ হীরকগুলির সংক্ষেপপরিচয় প্রদত্ত হইল । ১ কোহিনূর-ইহা ৭নও কারটি ছিল । ১৮৫ খৃষ্টাব্দে যখন উহ। ভারতেশ্বর ভিকুটোরিস্কার হস্তে পতিত হয়, তখন উহার ওজন ১৮৬ কারাট হইয়াছিল । ইহার দীপ্তি সৰ্ব্বাপেক্ষ অধিক এবং ১৮৫১ সালের প্রদর্শনীতে উছার মূল্য ১৪ লক্ষ টাকা নিরূপিত হয় । معية ২ গ্রেট মোগল—ইহ। ১৬৫০ খৃষ্টাব্দে গোলকোণ্ডার কোলুর খনিতে পাওয়া যায় । ওজন ৭৮৭। কারটি ছিল,পরে কাটির ১৩৪ কারটি করা হয় । ৩ পিট বা রিজেণ্ট ডায়মগু-অপরিস্কৃত অবস্থায় ওজন ৪১৯ কারাট। গোলকেও হইতে ১৩৫ মাইল দূরে পুটিয়াল নামক স্থানে পাওয়া বায় । যখন আরল অফ চাথামের পিতামহ মিঃ টমাস পিট মাস্ত্রাজের ফোট সেন্ট জজের শাসনকৰ্ত্ত ছিলেন, তৎকালে ( ১৭•১ খু: ) উহা ১ লক্ষ ২৫ হাজার টাকার থরিদ করেন, তিনি প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে উহাকে নূতন করিয়া কাটান ; তাহাতে উছার ওজন ১৩৭ কারাট হয় । কাট৷ ছিলগুলি বিক্রয় করিয়া পিট ৩৫ হাজার টাকা পান । ১৭১৭ গুইবে অর্লিনের ডিউক ১৩ লক্ষ • হাজার টাকায় উহা ক্রর করেন। ১ম নেপোলিয়ান এই হীরকখণ্ড তাহfর তরবারির বাটে বসাষ্টয়া লন । ৪ ওলফ বা আমাষ্টার্ডাম হীরক—রুব ডারমও নামেও পরিচিত । পুচিারীর একজন ফরাসী-সৈনিক ইহা কোন হিন্দু-দেবমূৰ্ত্তিয় চক্ষু হইতে খুলিয়া লইয়া যান। ইহা ১৭৭২ খুইৰো ৯ লক্ষ টাকা মূলো বিক্রীত হয় এবং বিক্রেতাকে ক্রেতা [ ৬৩৪ ] 司 বাৰ্ষিক ৪• হাজার টাকা দিয়া ৰত্নী মূল্য পরিশোধ কল্পিবেন এষ্ট রূপ ধার্যা থাকে। ইহা এক্ষণে রুখ-সম্রাটের রাজদণ্ডে রহিয়াছে । ওজন ১৯৪ কারাট । ৫ নাসিক ডায়মও—ইছ ৮৯%• কাল্পটি ছিল, পরে কাটিয়া ৭৮॥• কারাট করা হয় । ইহার মূল্য ও লক্ষ টাকা । শু নিজাম—ওজন ৩৪° কারাট । দুঃখের বিষয় সিপাষ্ঠীবিদ্রোহের কুৰ্ব্বৎসরে উহা কোন অভাবনীয় কারণে দুষ্ট থগু হইয় নষ্ট হয়। ৭ পারস্তের শাহু—অববাস মীজার পুত্র খোসরোজ উচ্চ। রুযসম্রাট নিকোলাসকে উপহার দেন । ওজন ৮৬ কারাট । ইহার উপরে পারস্তের তিনজন নরপতির নাম খোদাই আছে । এতদ্ভিন্ন ইজিপ্তের পাশা, মাটাম্‌ হারা, সান্সী ডায়মণ্ড, চালর্স বোলের হীরক, ফ্লোরেন্টাইন ব্রিলিয়ান্ট, ব্রাগাঞ্জ-হীরক, পিগটহীরক, হোপ ডায়মণ্ড, ইউজিন ব্রিলিয়ান্ট, কম্বারলাও-ডারম গু, ষ্টার-অব-সাউথ, পোলার-ষ্টার, ইয়ার্ট-ডায়মণ্ড প্রভৃতি কতকগুলি হীরক বৃহদাকার, মূল্যবান এবং প্রসিদ্ধ। হীরকক্ষেত্র, প্রভাসখগুবর্ণিত একট প্রাচীন পুণ্যস্থান । হীর। ( স্ত্রী) ১ লক্ষ্মী । ২ তৈলজুক । ৩ পিপীলিক। ৪ কাশ্মৰী । ‘গম্ভার তদ্রপণ চ ভ্রাপণী মধুপণিকা । কাশ্মীরী কাশ্মরী চীর কশ্বৰ্য্যঃ পীতরোহিণী ॥’ (ভাবপ্র° ) হীরা ( দেশজ ) হীরক শব্দের অপভ্রংশ । [ হীরক দেখ। ] হীরাকস ( for ) botancew ( Dry persulphate of iron ) রং ও কালী প্রস্তুত করিতে এবং চামড়া কাল করিবার জন্তও হীরাকস ব্যবহৃত হয়। ঔষধে ও দাতের মিসিতে হীরাকসের ব্যবহার দেখা যায়। . হীরাঙ্গ (পুং ) ইরস্তেব কঠিনং অঙ্গং যন্ত । ইঞ্জের বন্দ্র। হারানন্দ, ১ একজন সংস্কৃত জ্যোতিৰ্ব্বিদ। ইনি জ্যোতিঃপ্রকাশ রচনা করেন । ২ রামকীৰ্ত্তিমুকুন্দমালাটাকারচল্পিত । হীরাপুর, মধ্যভারতের ভূপাল এজেন্সীর অধীন একটা ক্ষুদ্র ঠাকুরী রাজ্য। এখানকার ঠাকুররাও ইস্তিমূরারি খাজনাস্থত্রে হীরাপুর ও মাহীরবাস ভোগ করিতেছেন । এ ছাড়া তিনি হোলকার, সিন্ধিয়া ও ভূপালের নিকট হইতেও বৃত্তি পাষ্টয়া | || হাল (রী ) হী বিস্ময়ং লাঙ্গতি লা-ক। রেতঃ। হীলুক ( ক্লী ) গৌড়ীমদ্য । ( শব্দচ” ) ইষীস্বর (রা) সামভেদ। (লাটা ৭৮ং ) হাঁহী (অব্য ) ১ पि"ब्रम्न ७२ श्Iछ । (cभनिनौं) হাইকার (পুং) হাইৗশম্ব। হ, ১ হোম, দেবতাসম্প্রদানক বহাধঃকরণক ংগুস্ত も弱○川* 。