পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छैबिर्हेॉल পর তাহার দৌহিত্র সিরাজউদৌলাই বাঙ্গালার নবাব হইcशभ । क्खि छींकfग्न नसांद नeब्रांशिन মুহম্মদ সিরাজের এক কনিষ্ঠ ভ্রাতা মুরাদউদ্দৌলার পুত্রকে পোষ্যপুত্র গ্রহণ করিয়াছিলেন বলিয়া নওয়াগিসের বিধবাপত্নী স্বীয় পোষ্যপুত্রের জন্ত বাঙ্গালার সিংহাসন অধিকার করিবার অাশায় প্রধানমন্ত্রী রাজ রাজবল্লভকে সঙ্গে লইয়া সসৈন্তে মুরশিদাবাদের নিকট শিবির স্থাপন করিলেন। আমীরচাদ এই সময়ে মুরশিদাবাদে ছিলেন । রাজ রাজবল্লভ দেখিলেন যে, যদি সিরাজের সহিত যুদ্ধ বাধে তাহ হইলে এখন হইতে তৰিবয়ে সাবধান হওয়া উচিত ; সুতরাং তিনি আমীরচাদের সহিত ও কাশিমবাজারের ইংরাজকুঠির অধ্যক্ষ ওরাট্রস সাহেবেয় সহিত বন্ধুতা করিলেন । স্থির হইল, কুমার কৃষ্ণদাস সপরিবারে ধনরত্ব লইয়। কলিকাতায় গমন করিবেন, ইংরাজের ও আমীরচাদ উভয়েই তাছাকে সেখানে থাকিতে সহায়তা কয়িবেন । ওয়াটুস সাহেব রাজাকে বাধ্য করিবার অভিপ্রায়ে কলিকাতার কাউন্সিলে এবিষয়ে অনুমতি দিবার জন্য অনুরোধ করিয়া পাঠাইলেন এবং কুমার কৃষ্ণদাস সপরিবারে কলিকাতায় পৌছিবামাত্র আমীরচাদ তাহাকে মহাসমাদরে উপযুক্ত বাসস্থান প্রদান করিলেন । অবশেবে ১৮৫৬ খৃষ্টাব্দে ৯ই এপ্রেল তারিখে আলীবর্দীর মৃত্যু হইবামাত্র সিরাজউদৌল সিংহাসনে অধিরোহণ করেন । সিরাজ সিংহাসনে উঠিয়াই দুই দিন পরে কলিকাতায় ইংরাজগণের অধ্যক্ষকে লিখিয়া পাঠাইলেন যে, তাহারা যেন অবিলম্বে কুমার কৃষ্ণদাসকে তাহায় সমস্ত ধনরত্নের সহিত মুরশিদাবাদে পাঠাইয়া দেন। নবাবের চরবিভাগের অধ্যক্ষ রামরাম সিংহের ভ্রাতা স্বয়ং এই আদেশপত্র লইয়া কলিকাতায় উপস্থিত হইলেন । ইহার সহিত আমীরষ্টাদের পরিচয় ছিল । সুতরাং ইনি কলিকাতায় পৌছিয়াই আমীরচাদের নিকট উপস্থিত হইলেন। আমীরচাদ র্তাহাকে কাউন্সিলের অন্যতম সভ্য ও পুলিষের সুপারিণ্টেণ্ডেণ্ট হলওয়েল সাহেবের সহিত আলাপ করিয়া দিলেন। সেইদিনেই কাউন্সিলে কথা উঠিল। স্থিয় হইল, পরদিন যথাকৰ্ত্তব্য স্থির করা হইবে। পরদিন কাউন্সিলে স্থির হইল যে, কাশিমবাজার হইতে যে শেষ সংবাদ পাওয়া গিয়াছে, তাহাতে জানা যায় যে, নওয়াগিল মুহম্মদের পোষ্যপুত্রের সহিত সিরাজউদ্দৌলার निशङ्ॉनन बाहेबt cशांशभांश ७थन “मिटt माहे ? श्रृंङग्नां९ ७ সময়ে এরূপ আদেশ বা এরূপ পত্রবাহকের সন্মান রাখা যায় ন, আর বোধ হয় ইহ সমস্তই আমীরচাদের কল্পনামাত্র। sss $$$ छेशिहैंॉल उिमिहे चांमानिशष्क उब cनषाहेब्रा मिरजन्न नूठ७थडाव ७ সম্বন্ধ পুনরুদ্ধার করিবার চেষ্টায় এই মিথ্যা আদেশপত্র ও লোক ঠিক করিয়াছেন। এইরূপ স্থির হইলে দূতকে বিদায় দিবার জঙ্ক আদেশ দেওয়া হইল। যে সকল কৰ্ম্মচারী এই . ভায় পাইল, র্তাহার। তাহাকে যৎপরোনাস্তি অপমান করিয়া तिलांग्न लेिठ । নবাব এই ব্যবহারে ও অষ্টান্ত বহুবিধ কারণে যখন কলিকাত আক্রমণ করিবার জন্য সমস্ত উদ্যোগ করিলেন, তখন রামরাম সিংহ আমীরচাদকে নিজ সম্পত্তি রক্ষার জন্ত বন্দোবস্ত করিতে লিখিলেন। আমীরচাঁদ এই পত্র ১৩ই জুন তারিখে প্রাপ্ত হইয়। সেইরূপ আয়োজন করিতে উদ্যত হইলেন। ইংরাজের একেই তাহাকে সন্দেহ করিতেন ; তাহাতে এই ঘটনায় স্থির করিলেন বে আমীরচাদ তাহাদের একজন শত্রু বটে ; সুতরাং তাহাকে ধরিয়া লইয়া গিয়া দুর্গমধ্যে দৃঢ়ৰূপে বন্দী করিয়া রাখিলেন । তাহার সম্পত্তি গোপনে গোপনে স্থানাপ্তরিত হইতে না পারে, তজ্জন্য র্তাহার বাট সৈন্য দিয়া বিরিয়া ফেলিতে আদেশ দিলেন । আমীরচাদের শুালক হুজুরীমল তাহার সমস্ত বিষয়ের তত্বাবধান করিতেন, তিনি ভয়ে অন্তঃপুরে গিয়া লুকাইলেন। পরদিন তাহাকে বাহির করিবার জন্য বখন ইংরাজসৈন্য বাটীর মধ্যে প্রবেশ করিল, তখন আমীরচাদের যে ৩০০ জন অস্ত্রধারী প্রহরী ছিল, তাহারা বাধা প্রদান করিল। উভয় পক্ষের দাঙ্গা হাঙ্গামায় উভয় পক্ষেই হতাহত হইতে লাগিল। ইতিমধ্যে সর্দার জমাদার ইংরাজসৈন্যের হস্তে প্রভূপরিবারের অপমান হইবে তাবিয়া অস্তঃপুরে অগ্নি প্রদান করিল এবং স্বয়ং ১৩টা স্ত্রীলোকের প্রাণ বধ করিয়া নিজেও প্রাণত্যাগ করিবার অভিপ্রায়ে স্বহস্তে নিজবক্ষে তরবারি বিন্ধ করির। দিল কিন্তু তাঁহাতে তাহার মৃত্যু হইল না। ইংরাজসৈম্ভের কতকাংশ এই সময়ে কৃষ্ণদাসকে লইয়া ফুর্গে প্রস্থান করিল। অপর কতকাংশ আমীরচাদের ধনাগার ও বাট লুণ্ঠন করিয়া ৪ লক্ষ মুদ্রা, জহরত ও পণ্যাদি অপহরণ করিয়া প্রস্থান করিল। এই সময়ে নবাব সসৈন্যে কলিকাতার উত্তরে পৌছিলে আমীরচাদের জমাদার তাহার সৈন্যের সহিত যোগ দিয়া পরামর্শ দিল যে উত্তরাংশ অপেক্ষ পূৰ্ব্বদিক্ দিয়া নগর আক্রমণ করিলে সুবিধা হইতে পারে, কারণ সেদিকে রক্ষক । नाहे । जमानांदब्रव्र कथांश्नाप्द्र शूर्तिनिद् निब्राहे मणब्र অক্রোন্ত হইল। নবাবসৈন্য ফোর্টউইলিয়মের একপেয়ে উত্তর পূৰ্ব্বে বড়বাজারে আগুণ লাগাইয়াছিল । ত্বর্গের বাহিরে যে সকল সৈন্য ছিল, তাহারাই ক্রমাগত ৪ দিন