পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—o জাতি । ১৬৫০ খৃঃ অব্দে দিমামার উত্তমাশা অন্তরীপের চারি দিকে উপনিবেশ করিয়াছিলেন। তাহার পর ১৮০৬ नाल श्हे८ऊ हेश हे९ब्राजरनब्र अशिकांब्रड्रख् इहेब्राप्झ । ১৮৪৫ সালে ইংরাজের নেতালে উপনিবেশ স্থাপন করেন । গ্রিকোয়ালাগুও ইংরাজদের অধিকারে আছে। এই স্থানে বহুমূল্য হীরক পাওয়া ষায় । নেতাল এবং কেপ কলোনির মধ্যে কাফেরদের দেশ । এখানে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র নদী অাছে। কাফেররা কৃষিকাৰ্য্য স্বারা জীবিকা নিৰ্ব্বাহ করে। তাহারা অতিশয় উগ্র, সাহসী ও সবল। ইহার পরাণীন নহে । অরেঞ্জনদ এবং বেঙ্গোত্রলার মধ্যে হতেন্ততদের দেশ। আফ্রিকার অন্ত অস্ত জাতির মধ্যে ইহারা অতিশয় অসভ্য । ইহাদের চাস নাই, কেবল পশুপালন করে ও সকলে মৃগয়া করিয়া বেড়ায়। ইহাদের ঘরও সামান্য কুটার বৈ আর কিছুই নহে। ইংরাজ অধিকারের উত্তরে বেচুয়ানাদের দেশ। ইছারাও অসভ্য ; কেবল পগুপালন করে এবং কৃষিকৰ্ম্ম করিরা থাকে । এই জাতি কাঞিদের চেরে অধিক পরিশ্রমী ; কিন্তু ইহাদের সাহস ও বিক্রম অনেক কম । আফ্রিকার দ্বীপসমূহের বিবরণ—মেদির দ্বীপপুঞ্জ পর্তুগিজদের অধিকার ভূক্ত। ইহাদের মধ্যে মেদির দ্বীপই প্রধান । নগরের নাম ফুঞ্চাল । এই দ্বীপে মেদির নামে উৎকৃষ্ট মদ প্রস্তুত হয় । এখানে কেনারী নামক ক্ষুদ্র পক্ষী পাওয়া যায়। কেনারী দ্বীপপুঞ্জ—এই পুঞ্জের মধ্যে সাতটা বড় বড় এবং আয় কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ আছে। লাঞ্জারোত, ফার্তেভেঞ্চুরা, গ্রান, কেনারিয়া, তেনিরিফি, গোমার, পাম এবং ছিরো বা ফিরে এই সাতটী প্রধান। এই দ্বীপ পুঞ্জ আফ্রিকার উত্তর পশ্চিম দিকে আটলাণ্টিক মহাসমুদ্রে অবস্থিত। এ গুলি স্পেনের অধিকার ভুক্ত। এখানকার নগয়ের নাম সেস্তী ক্রুজ। তেনিরিফ শেখর প্রায় ১২,১৯৮ ফিট উচ্চ । প্রায় ৭৫ ক্রোশ দূয় হইতে নাবিকেরা এই পৰ্ব্বতের চুড়া দেখিতে পার । এখানেও এক প্রকার উৎকৃষ্ট মদ প্রস্তুত হয় এবং কেনারী নামক ক্ষুদ্র পক্ষী এই দ্বীপে জন্মে । কেপ ভাদ দ্বীপপুঞ্জ-ইহাদের মধ্যে সেন্ট জেগে, সেণ্ট আন্টোনিও এবং সেণ্ট নিকোলাস এই তিনটা প্রধান । ইহার মধ্যে ফোগে একটী ক্ষুদ্র দ্বীপ। এই [ vャ] জাফিক o: =शै८थ ५कफैौ पञांtधग्न त्रिब्रि पञांरझ, छेश २०१० किल्ले উচ্চ। কার্পাস, কাফি এবং সমুদ্র লবণ এখানকার প্রধান বাণিজ্য দ্রব্য। এই দ্বীপপুঞ্জও পর্তুগিজদের অধিকারে আছে । সেণ্ট হেলেন—এই দ্বীপ দক্ষিণ আটলাণ্টিক সমুদ্রে মিগ্রে অন্তরীপের ঠিক পশ্চিমে আছে। ইহার পরিধি প্রায় ২৮ মাইল। এখানকার প্রধান নগরের নাম জেমস টেীম। এই দ্বীপের মধ্যস্থলে দায়ান নামে একটা পৰ্ব্বত আছে, উহা অনুন ২৬৯৩ ফিট উচ্চ । ১৮১৫ খৃঃ অকো ইংরাজের ফরাসিস সম্রাট নেপোলিয়ান বোনেপার্টকে এই দ্বীপে আবদ্ধ করিয়া রাখিয়াছিলেন। আসেন্সন নামে এখানকার আর একটা দ্বীপ ইংরাজদের অধিকারে আছে । ইহা সেন্ট হেলেনার উত্তরপশ্চিম দিকে অবস্থিত। নাবিকেরা জলপথে যাতায়াতের সময়ে বিশ্রাম করিবার নিমিত্ত এইখানে জাহাজ ভিড়াইয়া থাকে। এখানকার নগরের নাম জর্জ টোন । আফ্রিকার মধ্যে মাদেগাস্কার সকলের চেয়ে বড় দ্বীপ। ইহা ভারতসমুদ্রে আছে। ইহার প্রধান নগরের নাম তানানারিভো । এই দ্বীপ বহুকাল হইতে স্বাধীন ছিল । খৃষ্ট সপ্তদশ শতাব্দিতে, ইহার উত্তর পশ্চিম ধার হইতে শাকলাব নামে এক জাতি আসিয়া সমস্ত পশ্চিম ভাগ অধিকার করিয়া লইলেন। অষ্টাদশ শতাব্দির প্রথমে হব জাতি শাকলাবদিগকে দূরীভূত করিয়া দেন। পরে ইংরাজদের সাহায্যে ইহঁারাই এখন মাদগাস্কারের রাজা । ১৮১৬ সালে এখানে খৃষ্টধৰ্ম্ম প্রচলিত করিবার নিমিত্ত পাদরির বিস্তর চেষ্টা করিয়াছিলেন । পরিশেষে ১৮২০ সালে প্রথম রাদাম রাজা দাস-বিক্রয়ের প্রথা রহিত করেন । এই সময়ে ইংরাজ পাদরিরা মাদগাস্কারে অনেক গুলি বিদ্যালয় স্থাপিত করিয়া প্রজাদিগকে বিদ্যা শিখাইতে লাগিলেন । পুৰ্ব্বে এখানকার লোক লিখিতে পড়িতে জানিত না, এখন অনেকেই লেখা পড়া শিখিয়াছে। পাদরিরা অনেককে খুষ্ট ধৰ্ম্মে দীক্ষিতও করিয়াছেন। ১৮২৮ সালে রাজা রাদামের মৃত্যু হয়। তাহার রাণী রণবল মঞ্জক মাদাস্কারের অধীশ্বরী হইলেন। তিনি সিংহাসনে বসিয়াই ইউরোপীয়निश्रय्क ब्राजा श्रड नूौछूङ रुब्रिग्रा निटगन ५२९ প্রজাদের মধ্যে যাহারা খৃষ্ট ধৰ্ম্ম অবলম্বন করিয়াছিল, তাহাদিগকে বিনষ্ট করিলেন । তাহার পর পূৰ্ব্বের পৌত্তলিক মত জাবার প্রচলিত হইল। ১৮৬১ সালে