পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘ [ ৩৬৫ ] মেঘ সম্ভাবনা দেখা যায় না। - সন্ধ্যাকালে মেঘগুলি অপস্থত হইলে আকাশ আরও পরিষ্কৃত দেখায়। দিবসের মধ্যভাগে যতই তাপ বুদ্ধি হইতে থাকে, ততই মেঘের সংখ্যা পরিবন্ধিত ছইতে দেখা যায়। পূৰ্ব্বকথিত নিয়মানুসারে এই মেঘগুলি দিনভাগে উদ্ধগামী বাস্পস্রোতের সাহায্যে নভোমণ্ডলের উচ্চস্থানে উখিত হয়। এখানে শীতল বায়ুগ্ৰৰাহিত স্তরে আসিয়া উহা জলসিক্ত (Saturated ) হয় । মেঘ ও বাষ্পস্রোতের গতির ৰলাবল অনুসারে মেঘ ও বাষ্পরাশি ততোধিক উদ্ধস্তরে সন্নিহিত হয় এবং তথায় শীতল হইতে শীতলতর বায়ুস্তরে সঞ্চিত হইয়া দ্বিপ্রহরের সময় ঘনাদ্ধকারে আকাশমণ্ডল আবৃত করে। ঐক্কপ মেঘরাশি সকল সময়েই সন্ধ্যাকালে আকাশগর্ভ হইতে অপস্থত হয় না । তাহ। ক্রমশ: ঘনীভূত হইয়া Cumulo stratus মেঘে রূপান্তরিত হয়, তাহা হইলে ঘোর ঝটিকাসহকারে বৃষ্টিপাতের সস্তাবনা থাকে । যখন ঘনঘটায় আকাশমণ্ডল আচ্ছন্ন হয় এবং সেই মেঘমালা ঝটিক সমুখিত্ত করে, তখন বৃষ্টিপাতের পূৰ্ব্বে অথবা অব্যবহিত পরেই বঞ্জাঘাত হইতে দেখা যায়। যে সকল মেঘ ছহতে বজসমম্বিত বুষ্টিপাত ও ঝটিক ( thunderstorm ) সমুখিত হয়, তাহ প্রায় ভূপৃষ্ঠ হইতে ৩• • • হইতে • • • • ফিটু পৰ্য্যস্ত আকাশগর্ভে নিমজ্জিত থাকে। কখন কখন এচ মেঘ ষ্টছ অপেক্ষা ও বহু উচ্চে ডথিত হইতে দেখা যায়। হাম্বোণ্ট সমুদ্রপৃষ্ঠ হইতে ১৫ হাজার ফিটু উচ্চে টোলুকার পৰ্ব্বত শৃঙ্গে এবং আরাগে ১৬৬৫ • ফিট উচ্চে ঐরূপ ঝটিকাĀrēI cntrl ( Storm-cloud ) fq.gILER ( lightening ) অবস্থান লক্ষ্য করিয়াছেন । মেঘস্থ বিদ্যুৎ ( Electricity of the clouds ) nqs বায়ুগৰ্ভস্থ \stfos zost (General electricity of the Atmosphere) *12 $l Lamé, Becquerel, Peltier প্রভূতি খ্যাতনামা বৈজ্ঞানিকগণ বিভিন্ন সিদ্ধাস্তে উপনীত {:g ন - বাষ্প-কণার ঘনত্ব নিবন্ধন, তন্মধ্যস্থ গোলক (glot.uics -গুলির পরস্পর সংঘর্ষণ হেতুই দামিনী চমকিত হইয় উঠে । [ বিস্তৃত বিবরণ তাড়িত ও বিদ্যুৎ শব্দে দেখ ] ভারতীয় পুরাণাদি শাস্ত্রে প্রলয়কালীন মেঘের মে বিভিন্ন বর্ণের উল্লেখ আছে, তাহার কারণ নির্দেশ কর। না থাকিলেও, সৌর জগতের ব্যতিক্রম ও গ্রহাদি রiশ্মপার্থক্য হুহতেই এই সকল মেঘের বর্ণভিন্নতা উপলব্ধি করা যাইতে পারে । প্রভাতায় ব্রাহ্মমুহূৰ্ত্তে, মধ্যাহ্ন ভাস্করে ও সায়ঃকালীন অপগতভাপ স্বর্ষ্যে মেঘমালার বর্ণ বৈচিত্র সম্পাদিত হইতে দেথা XV যেমন স্বর্যাকিরণের পার্থক্যামুপারে ৯২ ধায়, সেইরূপে অম্লান্ত জ্যোভিন্ধের প্রভাবে ও মেঘের নীলকুসুমাদি ৰর্ণোৎপত্তি সম্ভবপর বলিয়। অনুমিত হয়। পাশ্চাত্য বৈজ্ঞানিকগণ বাষ্পকণার ( We৪icles) প্রকৃতিগত তারতম্যের সহিত বিভিন্ন প্রকার আলোকরশ্মিপাতই মেঘবর্ণের বিচিত্রতার কারণ নির্দেশ করিয়াছেন। সূর্য্যের সায়ংকালীন লোহিত আলোকমালা হইতে সিন্দুয়ে মেঘের উৎপত্তিকম। সকলেই এক বাক্যে স্বীকার করিয়া থাকেন । গর্ভধায়ণ । জ্যৈষ্ঠমাসের শুক্লাষ্টমী হইতে চারিদিন পৰ্য্যন্ত বায়ুম্বারা মেঘের গর্ভধারণা দিবস উক্ত হয়, ঐ কয়েক দিবসে বায়ুর মৃচ্‌গতি এবং আকাশে মেঘের স্থিতি ও স্নিগ্ধভাৰ লক্ষিত হক্টলে গুণ্ড বলিয়। জানিৰে । অtয় ঐ সময়েই যদি স্বাতী প্রভৃতি নক্ষত্রচতুষ্টয়ে একাদিক্ৰমে বৃষ্টি হয়, তাছা হইলে শ্রাবণাদি ক এক মাসে ও সেইরূপ ধার বর্ষপ হইবে এবং তাহাতে শুভফল প্রদান করিবে, ই চার অস্তথা হকলে নানারূপ অমঙ্গল ও তস্করাদির ভয় উপস্থিত হয় । এসম্বন্ধে বশিষ্ট এইরূপ উল্লেখ করিয়াছেন ব—বিদ্যুং, জলকণা ও ধূলি প্রভৃতি দ্বারা অপরিস্কৃত বায়ুযুক্ত এবং চন্দ্রস্বৰ্ষ্যপরিচ্ছন্ন ধারণাই শুভ ধারণা। যখন বিদ্যুৎ শ্রেষ্ঠ শুভাশার প্রতি উপস্থিত হয়, তখন সৰ্ব্বনাশের বৃদ্ধি হয় । বালকগণের ক্রীড়াস্থলে পাংশু ও জলবর্ষণ এবং পক্ষিগণের পাংশু ও জলাদিতে ক্রীড়া ও স্বমধুর ৰাকা, চন্দ্রস্বৰ্য্যেয় মওল স্নিগ্ধ ও অত্যন্ত দূষিত হওয়া, ধারণাকারে এই সকল নক্ষত্র দৃষ্ট হইলে যে বৃষ্টি হয়, তাছাতে সৰ্ব্বনাশের সম্বদ্বন করে । মেঘ স্নিগ্ধ, সংহত ও ক্ষীণগতি ক্রিয়াশীল কঙ্কলে তখন সকল শস্ত ৪ অর্থের সাধনকারিণী মহতী বুষ্টি হয় । কেহ কেহ বলেন, কাৰ্ত্তিক মাসের শুক্লপক্ষ অতিক্রম করিয়া গর্ভদিবস হয়, তাহ অসাধু। গর্গাদি ঋষিগণের মতে, অগ্রহায়ণ মাসে শুক্ল প্রতিপদ হইতে যে দিবস চক্স পুৰ্ব্বাষাঢ়ায় সঙ্গত হয়, সেই দিন হইত্তে গর্ভ সকলের লক্ষণ জ্ঞাতব্য। চঞ্জ যে নক্ষত্রে প্রাপ্ত হইলে, মেঘের গর্ত হয়, চন্দ্র বশে ১৯৫ দিনে সেই গর্ভ প্রসবকাল প্রাপ্ত হইবে । সিতপক্ষজাত গর্ড কৃষ্ণপক্ষে, কৃষ্ণপক্ষজাত গৰ্ভ শুক্লপক্ষে, দিবাজাত গর্ড রাত্রিকালে, রাগ্নিজাতগড় দিবাভাগে এবং সন্ধ্যাজাত গর্ড বিপরীত সন্ধ্যাকালে প্রসব কাল । মৃগশীর্ষাদিজাত গুর্চ সকল এবং পোষ শুক্লঞ্জাত গৰ্ড মনফলযুক্ত, পোষ কৃষ্ণপক্ষ দ্বারা শ্রাবণের শুক্লপক্ষ নির্দেশ করিবে । মাঘমাসের শুক্লপক্ষজাত গৰ্ভ শ্রাবণের কৃষ্ণপক্ষে প্রসবকাল প্রাপ্ত হয়। মাখের কৃষ্ণপক্ষ দ্বারা ভাদ্র মাসের শুক্লপক্ষ নির্দিষ্ট হয়। ফাঙ্কন শুক্ল. পক্ষজাত গৰ্ভ সকলের প্রসবকাল ভাত্রমাসের কৃষ্ণপক্ষে