পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতর গুপ্ত flm محبيبتيم झ८७म्न आएनल क८व्रन । ८°एव लिमि 'शारेमा निव्र ब्रक्रा পান। নানাস্থান ঘূরিয়া অতিশ্রয় ক্ষান্ত হইয়া এক স্থানে বসিয় পড়েন, একটা বৃহৎ সিংহ লোলজিহব বিস্তারপূর্বক প্তাহার নিকট আসিয়া উপস্থিত হয়, কিন্তু ওঁাহাকে দেখিয়াও *७ग्राम ८कन भनिटे ना कग्निब्रा कशिव्र षान्न । उॉश দেখিয়া চন্দ্র গুপ্তের হৃদয়ে অশ্ব টু আশার সঞ্চার হইল। তিনি সাম্রাজ্য স্থাপনের জন্ত অনেক দক্ষ্যদল সংগ্ৰছ করিলেন তাছাদের সাহায্যে গ্ৰী কসৈন্ত দিগকে পরাস্ত করিয়া সিন্ধুনদপ্রবাছিত প্রদেশ অধিকার করিলেন । (Justinus. XW. 4 ) ডিওডোরস লিখিয়াছেন—আলেকসান্দার ফিজিয়াসের মুখে শুনিয়াছিলেন যে সিন্ধুর পরপারে মরুভূমির মধ্য निध्रं *२ দিনের পথ গমন করিলে গঙ্গাতীরে উপস্থিত হওয়া যায় । ইছার পরপারে চন্দ্রের (xandrame৪) রাজ্য, তাহার বিশহাজার অশ্বারোহী, দুই লক্ষ পদাতি, দুই হাজার রথ ও চারি হাজার হস্তী অাছে। এ কথা আলেক্সান্দারের বিশ্বাস হয় নাই, কিন্তু পুরুকে জিজ্ঞাস করায় তাহার সন্দেহ দূর হইল । পুরুরাজ আরও বলেন যে গাঙ্গ্যপ্রদেশের সেই রাজা অতি নীচ বংশোদ্ভব নাপিতের পুত্র । নাপিত অতি সুপুরুষ ছিল, তাহার রূপে মুগ্ধ হইয়া রাণী তাহার সহবাস করে। সেই দুষ্ট। রাজাকে মারিয়া ফেলে । তাই এক্ষণে তাহার পুত্র রাজ। *èqft& I (Diodorus Siculus) কুইন্টাস কাটিয়াস ও ডিওডোরাসের মত চন্দ্র গুপ্তের বিপুল সমুদ্ধির বর্ণনা করিয়া শেষে বলিয়ছেন যে প্রজাগণ সকলেই এই রাজাকে তুচ্ছ তাচ্ছিলা করিয়া থাকে । আরিয়ান ষ্ট্রাবে, আপিয়ানস প্রভৃতি অনেক গ্রীক গ্রন্থকারই চন্দ্রগুপ্তের সমুদ্ধির পরিচয় দিয়াছেন । ডিওডোরাসের বর্ণনায় জানা যায়, গ্রী কসেনানায়ক ফিলিপের হত্যাকাণ্ডের পর আলেক্সানার ইউডিমস ও তক্ষশিলকে পঞ্জাব শাসনের ভারার্পণ করেন । কিন্তু ৩২৩ খৃঃ পূৰ্ব্বাদে আলেক্সান্দারের মৃত্যুর পর ইউডিমস নিজে রাজ{ হইবার আশায় তাহার সেনাপতি ইউমেনিসের দ্বারা পুরু#tertz & z71 zeta=t t (Diodorus-XIX. 5.) কাহারও মতে চন্দ্র গুপ্ত পুরু রাজের হত্যাকাণ্ডে লিপ্ত ছিলেন । ৩১৭ খৃঃ পূৰ্ব্বাদে ইউডিমস সেনাপতি ইউমেনিসের সাহাযার্থ ৩• • • পদাতি, ৫ • • • অশ্বারোহী এবং প্রায় ১২•ট হস্তী লইয়। গবিনি-রণক্ষেত্রে উপস্থিত হন । এই অবকাশে চন্দ্র গুপ্ত জাতীয় স্বাধীনতা উদ্ধারের জন্য দেশীয় স মন্তবর্গকে উত্তেজিত করিয়। ভারত হইতে গ্ৰীক দিগকে বিতাড়িত ও পঞ্জাব অধিকার করেন। (Justinus—xW, 4} { ১৩৫ | 55研9ぐ。 ট্রাবে লিখিয়াছেন, ইছারই অনতিকাল পরে সেলিউক স্ নিকেটর পুনরায় গ্রীকরাজ্য স্থাপনের জন্ত চন্দ্রগুপ্তের সহিত যুদ্ধ করিতে আসেন । কিন্তু তাছার সহিত চত্রগুপ্ত মিত্রতাপাশে বদ্ধ হন । মেগেঞ্জিনিস লিখিয়াছেন, এই সময়ে সিলিউকস চন্দ্র গুপ্তকে আপনার কস্ত সম্প্রদান করেন। প্ন টার্ক লিথিয়াছেন, চন্দ্রগুপ্ত ৫ • • হস্তী উপঢৌকন দিয়া সিলিউকসের সন্মান রক্ষা করেন। সিলিউকেসের আদেশে গ্রীকদূত মেগেস্থিনিস পাটলীপুত্র (Palembothru) নগরে চন্দ্র গুপ্তের সভায় উপস্থিত ছিলেন । মেগেস্থিনিস চন্দ্র গুপ্ত ও তাহার রাজ্যের অবস্থাদি বর্ণনা করিয়া গিয়াছেন, তৎপাঠে জানা যায় যে চন্দ্রগুপ্তের স্কন্ধাবারে ও চারিলক্ষ লোক উপস্থিত থাকিত । প্ল টার্ক একস্থানে লিখিয়াছেন যে চন্দ্রগুপ্ত ছয়লক্ষ সৈন্য লইয়। সমস্ত ভারতবর্ষ জয় করিয়াছিলেন । শ্রাবণবেলগোলা হইতে আবিষ্কৃত প্রাচীনতম খোদিত শিলাফলকে লিখিত অাছে যে চঞ্জগুপ্ত শ্রাতকে বলী ভদ্র বাহুর সহিত উজ্জয়িনীতে গমন করেন। কোন সময়ে চন্দ্রগুপ্ত পাটলৗপুত্রের সিংহাসনে অধিরোহণ করেন এ সম্বন্ধে মতভেদ লক্ষিত হয়। স্কন পুরাণে কুমরিকাখণ্ডে লিখিত আছে —“ততগ্নিষু সহস্ৰেষু দশাধিক শত গ্রয়ে । ভবিষ্যং নন রাজ্যঞ্চ চাণক্যে যানহনিষ্যতি।” (৩৯ অ: ) কলির ৩৩১ • বর্ষ হইলে নদের রাজ্য হয়, নন্দকে চাণক্য বিনাশ করিবেন। এখন কলির ৪৯৯৫ অদ, সুতরাং কুমারিকাখণ্ডের মতে (৪৯৯৫–৩৩১ • =) ১৬৮৫ বর্ষ পূর্বে অর্থাৎ ২ •৯ খৃষ্টাব্দে নন্দের বিনাশ ও চন্দ্র গুপ্তের রাল্যারোহণ হইয়। থাকিবে । পৌরাণিক বচনে হইলে ও এ কথায় আদৌ নির্ভর করা যাইতে পারে না, কারণ গ্রীক ইতিহাস দ্বারা সৰ্ব্ববাদীসম্মতিক্রমে প্রমাণিত হইয়াছে যে ৩২৩ খৃষ্ট পুৰ্ব্বাদে অর্থাৎ কুমারিকাখণ্ড বর্ণিত সময়ের প্রায় ৫৩২ বর্ষ পূৰ্ব্বে মহাবীর আলেক্সান্দারের মৃত্যু হয় । ইতিপূৰ্ব্বে লিথিয়াছি যে আলেকসান্দারের সময় চন্দ্র গুপ্ত র,জ হইয়াছিলেন, কিন্তু তখন তাহার বয়স অল্প। এরূপ স্থলে ৩২৩ খৃষ্ট পুৰ্ব্বাদেরও পূৰ্ব্বে চন্দ্র গুপ্তের প্রথম রাজ্যাভিষেক হয় । উইলসন, কোলব্রুক, টাৰ্ণার, প্রিন্সেপ প্রভৃতি পাশ্চাত্য প্রত্নতত্ত্ববিদগণ চক্সগুপ্তের প্রকৃত সময় নিরূপণে ষথেষ্ট আরাস স্বীকার করিয়া- ৷ ছেন, অবশেষে প্রসিদ্ধ বৌদ্ধশাস্ত্রবিদ রিসডেডিভ স্থির করেন ষে চন্দ্রগুপ্ত প্রায় ৩২ খৃঃ পূৰ্ব্বাবে রাজা হন (৬) । অামাদের বিবেচনায় চন্দ্র গুপ্ত ঐ সময়ের পূৰ্ব্বে রাজী হইয়াছিলেন, কিন্তু সম্ভবতঃ ঐ সময়ে তিনি রাজচ ক্ৰবৰ্ত্তীরূপে গণ্য হন । (*) Numismata Orientalia, (1877) p. 41-“On the Aneient coins and measure of Ceylou." By T. W. Ithys Davids,