পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিৰুনর্তি - { ২৮২ ] চিক্‌কুরু বিনবয় খেজুর, লবণ, মসলা প্রভৃতি এবং বোম্বাই হইতে বস্ত্রাদি জামদানি করিয়া থাকেন। এ স্থান হইতে রাজাপুরে কাপাস, গঞ্জিকা, তামাকু প্রভৃতি, পুণা জেলায় চিনি, বেলগাঁও অঞ্চলে পাণ ও জামাকু প্রভৃতি রপ্তানি হইয়া থাকে । এখানে সাধারণ স্ত্রীলোকদিগের অতি উত্তম পরিচ্ছদ প্রস্তুত হইয়া থাকে । এখানকার স্বর্ণকারের অলঙ্কার মধ্যে উৎকৃষ্টরূপে হীরকখগু স্থাপন করিতে নিপুণ বলিয়া প্রসিদ্ধিলাভ করিয়াছে। এখানে প্রতি বৃহস্পতিবারে সাপ্তাহিক হাট বসে। কুর্গ ও সহরের মধ্যে দুই ফিট গম্ভীর ও ছুই ফিটু প্রশস্ত একটা ক্ষুদ্র তটিনী প্রবাহিত হইতেছে ; ইহার জলে জর আরাম হয় বলিয়া সাধারণের বিশ্বাস । এখানে ছোটআদালত, বিদ্যালয়, ডাকঘর, থান প্রভৃতি প্রতিষ্ঠিত মাছে । চিন্ধ (পুং ) চিহ্ন ইত্যব্যক্তশব্দেন কায়তে শঙ্কায়তে চিক্‌-কৈক । ছুছুন্দরী, চুচ । নি নত নাসিক অস্ত নি-ক চিকাদেশ: ( ইন চ পিটছ । পা ৫২।৩৩) ‘কপ্রত্যয় চিকাদেশেীবক্তব্যে (বাৰ্ত্তিক ) । ( ত্ৰি ) নতনালিকাযুক্ত, বাজ । চিক্কণ (ত্রি ) চিত্যতে জ্ঞায়তে চিত-কণ-কশ । ১ স্নিগ্ধ, চিকণ, চকচকে । ‘কঠিনশ্চিঙ্কণ: প্লক্ষু” ( ভারত ১২১৮৪৩৪ ) (পুং ) ২ গুবাকবৃক্ষ। (ক্লী ) ৩ গুবাকফল । ৪ হরীতকীফল । ( পুং ) ৫ ঔষধপাকের অবস্থাবিশেষ। পাক তিন প্রকার— মন্দ, চিঙ্কণ, খর চিক্কণ । ( বাভট ) । চিকণ (স্ত্রী) চিঙ্কণ স্ক্রিয়াং-টাপ । ১ উত্তম গাভী। পৰ্য্যায়— নৈচিকী। (শব্দচন্ত্রিক ) ২ পূগফল, সুপারি। চিঙ্কণী ( স্ত্রী) চিঙ্কণ গৌরাদিত্বাৎ ডীম্‌। ১ গুবাকবৃক্ষ। ২ গুবাকফল । ৩ হরীতকী । চিকণকণ্ঠ ( ক্লী ) নগরবিশেষ । চিঙ্কণশল্পী (পুং ) চিঙ্কণ আমিষবিশিষ্ট মৎস্ত । চিক্কদেব, মহিমুররাজ্যের যাদববংশীয় একজন রাজা । তিনি ১৬৭২ খৃষ্টাব্দ হইতে ১৭০৪ খৃষ্টাব্দ পর্য্যন্ত রাজত্ব করেন এবং তঙ্গোরের একোজির নিকট হইতে বঙ্গলুর ক্রয় ও অন্যায়পূৰ্ব্বক কতকগুলি স্থান অধিকার করিয়া নিজ রাজ্যের পুষ্টিসাধন করেন। রাজ্যসংক্রান্ত নানাবিধ সুনিয়ম সংস্থাপন করিয়া তিনি প্রজাগণের অতি প্রিয় হইয় উঠেন । মহারাষ্ট্রগণ র্তাহার নিকট পরাজিত হন । তিনি বৈষ্ণবধৰ্ম্মে দীক্ষিত ছিলেন । চিকনৰ্ত্তি, বোম্বাই প্রদেশস্থ হবলী নামক স্থান হইতে প্রায় ১১ মাইল পূৰ্ব্বদক্ষিণে অবস্থিত একটা ক্ষুত্র গ্রাম । ইহার অধিবালী সংখ্যা ৪০১ জন মাত্র । এই গ্রামে কমলেশ্বর নামক একটা মন্দির কাছে । ঐ মন্দিরে উৎকীর্ণ প্রাচীনকালের একখানি শিলাফলক দৃষ্ট হয়। চিঙ্করায় তিন্ময্য, দক্ষিণাত্যের অন্তর্গত পুঙ্গনুর নামক স্থানের একজন নরপতি । . তাহার পিতার নাম ইন্মড়ি ভিক্ষ্য। তিনিই বিজয়নগরাধিপতি কৃঞ্চদেবরায়ের সহায়তায় আদিলশাহাবংশীয় মুসলমানদিগের সহিত সংগ্রামে ७थड्रड इन ७वश् २००० श्रृंडेरल ठिनौ नूठन झर्श निषीभ করেন। চিন্ধরায় তিস্ম্য তদানীন্তন রাজকর্তৃক বিশেষ সন্মানিত হন এবং নিজ আধিপত্য বিস্তার করেন। ইনিই পুঙ্গনুর নগর নির্মাণ করেন । চিক্করায়বাসব, দক্ষিণাত্যের জন্তর্গত পুঙ্গনুরের অধিপতি চিঙ্করায়তিন্মধ্যের পুত্র । অতি শৈশবাবস্থায় তিনি সিংহাসন প্রাপ্ত হন । ১৬৩৯ খৃষ্টাব্দে মুসলমানেরা তাহার রাজ্য আক্রমণ করিয়া কিয়দংশ আত্মসাৎ ও অবশিষ্টাংশ তাছাকে প্রদান করেন । র্তাহার পুত্রের নাম বীরচিৰুন্নায়। তিনি মুসলমানদিগের প্রিয় হইয়াছিলেন। চিকস (পুং) চিন্ধযুতি পীড়য়তি চূর্ণকারিণমিতি শেষ চিন্ধ অসচ্‌। যবচূর্ণ, যবের ছাতু । চিক (স্ত্রী) চিকরতি পীড়য়তি ভোক্তারং চিল্ক-অচুক্সিয়াং টাস্ । গুবাকফল, সুপারী । চিক্কির (পুং) চিঙ্ক-ইরচু। মূষিকভেদ, ইহার দংশনে শিরপীড়া, শোথ, হিক্কা ও বমির উৎপত্তি হয়। কষায়াদি প্রয়োগ করাইলে শাস্তি হয় । চিকুর (দেশজ ) বিছাং। চিৰূকুরু বিনবর, কর্ণাটকবাসী জাতিবিশেষ। ইহাদের মাতৃভাষা কণাড়ী ; ইহাদিগের পুরুষমাত্রেই নিজনামের সহিত ‘আপা’ অর্থাৎ পিতা এবং রমণীমাত্রেই 'আব অর্থাৎ মাত! শব্দ সংযোগ করিয়া থাকে এবং নামের শেষে অদ্য কোন প্রকার উপাধি উল্লেখ না করিয়া তাহাদিগের জাতিগত নাম অর্থাৎ চিক্‌কুরুবিনবর এই শব্দ প্রয়োগ করে। যাহার নাম “আয়” সে আয়াপ-চিক্‌কুরু-বিল্বর বলিয়া পরিচয় দেয়। ইহাদের ৬৪টী শাখা আছে, তন্মধ্যে আরে, বিলে মেনস এবং মিনে প্রধান। পাত্র পিতৃগোত্র ও মাতৃগো পরিত্যাগ করিয়া অপর গোত্রের কন্যাকে বিবাহ করি পারে। ইহারা কৃষ্ণবর্ণ ও দৃঢ়কায়। সামান্ত একতল গৃ বাস করিয়া থাকে এবং সামান্ত কল, লেপ ও কতকও মৃৎপাত্র ভিন্ন অপর কোন মূল্যবান গৃহসামগ্রী ইহাদিগে আবাসগৃহে প্রায়ই দেখা যায় না। ইহাদিগের মধ্যে চাক। রাখা প্রথা প্রচলিত নাই। ইহার পক্ষী ও ছাগাদি পণ্ড