পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত্রবিদ্যা ৪৪৩ পূঃ খৃষ্টাৰে আসল নগরে পলিগনোটাস নামে এক চিত্রকর প্রাকুভূত হন। জাপ্লিষ্টটল তাহার প্রশংসা করিয়া বলেন, “ওঁtহার অঙ্কিত মনুষ্যের চিত্র প্রকৃত মনুষ্য অপেক্ষাও সুলার ” সিকিরণ, করিস্থ, আথেন্স ও রোডস এই কয় স্থানে গ্রীসের প্রধান প্রধান চিত্রশাল ছিল । অপরাপর শ্রীক চিত্রকরদিগের মধ্যে এপিনিফ ও রোডস্ নিবাসী প্রটেজিসন এক সময়ে প্রাঙ্গভূত হন। গ্রীসে তাঙ্করবিদ্যার সহিত চিত্রবিদ্যারও উন্নতি ছয় । সুনিপুণ ভাস্করগণের মত চিত্রকরগশের ও অভাব ছিলনা । রোমে চিত্রের সম্যক প্রচলন হইয়াছিল বটে, কিন্তু তাহার অধিকাংশই গ্রীকৃচিত্রকর দ্বারা অঙ্কিত। গ্রীসের অবনতির ও রোমনগরের সমৃদ্ধির আরম্ভ হইলে, গ্ৰীকৃচিত্রকরগণ কার্য্য অন্বেষণে রোমে আসিয়া উপস্থিত হইল । রোমকগণ তাহাজের সদগুণের পুরষ্কার করিতে লাগিলেন । অবশেষে গ্রীসের সকল প্রধান চিত্রকর রোমে আসিয়া বাস আরম্ভ করিলেন। সুতরাং তৎকালে রোমের সমস্ত চিত্রকাৰ্য্যই গ্ৰীকৃচিত্রকর দ্বারা সম্পন্ন হইত। অবশেষে খৃষ্টীয় ৭৫ অব্দে রোমে চিত্রের সম্পূর্ণ হীনাবস্থা ঘটে । খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীতে পুনরায় যুরোপে চিত্রবিদ্যার অনুশীলন আরম্ভ হয় । ১২০৪ খৃঃ অব্দে লাটিনজাতি কনষ্টাণ্টিনোপল অধিকার করিলে গ্রীকৃচিত্রকরগণ কর্তৃক ইতালীয় চিত্রবিদ্যা পুনৰ্জ্জীবিত হইল। সেনানিবাসী গিদে। ইতালীর আদিচিত্রকর । ১২২১ খৃঃ অকো অঙ্কিত র্তাহার একখানি চিত্র আজও রক্ষিত আছে । ইনি তৎকাল চিত্রবিদ্যার দোষ সকল অধিকাংশ বিদূরিত কুরিয়া পূৰ্ব্বাপেক্ষ বিশুদ্ধ ও নূতন প্রণালীতে চিত্রাদি অঙ্কন করেন । ইহার অনেক শিষ্য ছিল, তাহদের অনেকের চিত্রাদি আজও দেখা যায়। ইহার পর ইতালীতে অনেক বিখ্যাত চিত্রকর জন্ম গ্রহণ করেন । তন্মধ্যে লিওনার্ডো-ডা-ভিন্সি ( ১৪৫২-১৫১৯ ), মাইকেলএঞ্জেলোবোলাৰ্ত্তি (১৪৭৪-১৫৬৩) এবং রাফেল (১৪৮৩-১৫২ ০) এই তিন ব্যক্তিই প্রধান । টিলিয়ান ও করেজিও ইহারাও বিখ্যাত চিত্রকর । খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর প্রারম্ভে ভিনিস ভিন্ন ইতালীর সর্বত্র চিত্রবিদ্যার অবনতি আরম্ভ হইল। ঐ শতাব্দীর শেষভাগে পুনর্বার ইতালীতে চিত্রবিদ্যার সংশোধন ও উন্নতি হইতে আরম্ভ হয় । একদল পূৰ্ব্বপ্রসিদ্ধ চিত্রকরগণের উৎকৃষ্ট উৎকৃষ্ট প্রণালীগুলি গ্রহণ করিয়া এক নূতন প্রণালী স্মৃষ্টি করিল। অপর দল কোন প্রকার প্রাচীম রীতির বশবর্তী না হইয়া একেবারে প্রকৃতিকে আদর্শ ধরিয়৷ তদনুরূপ চিত্র করিতে অগ্রসর হইল । 1 ל לשא ] ৰলোগনী নগয়ে প্রথম এবং লেপল্ল নগরে দ্বিতীয় প্রকারের চিত্রালয় ছিল । •ोनिभारमग्न (Charlemagne) नभङ्ग इहेटफ छन्द्री गिरज्र७ চিত্রের ধিবরণ পাওয়া যায় । তিনি চিত্রবিদ্যার উৎসাহদাতা ছিলেন এবং এক্সলা-চাপেলের গির্জায় চতুৰ্ব্বিংশতি উপাসক সমেত খুষ্টের চিত্র অঙ্কিত করাইয়াছিলেম । দ্বিতীয় ওমোর (৯৭৪-৯৮৩ ) সহিত গ্রীকরাজকণ্ঠ থিওফানির বিবাহ হইলে, জৰ্ম্মণচিত্রকরগণ গ্রীকদিগের নিকট চিত্রশিক্ষার সুবিধা পায় । এই সময় হইতেই বোহিমিয়া, হলও প্রভৃতি নামাস্থানে চিত্রবিদ্যার অঙ্কুশীলন আরম্ভ হয় । ১৩৮৯ খৃঃ অঙ্গে মিষ্টার উইলহেলস নামে জনৈক বিখ্যাত জৰ্ম্মণ চিত্রকর ছিলেন । তাহার ও তৎপরবর্তী অনেকের চিত্র জাজিও কলোন, বার্লিন প্রভৃতি নগরের যাদুঘরে রক্ষিত আছে । শার্গিম্যামের সময় ও তৎপরবর্তী কাল হইতে ফ্রান্সদেশে চিত্রবিদ্যার আভাস পাওয়া যায়। ফরাসী চিত্রকরগণ ইতালীয়দিগের নিকট হইতেই শিক্ষা করিত, পরে সিমন ভোট (Simon woute) (১৪৮২-১৬৪১ খৃঃ) স্বাধীন প্রণালীতে চিত্রাঙ্কন আরম্ভ করেন । বহুকাল হইতে ইংলওে চিত্র অঙ্কনের কথঞ্চিৎ আভাস পাওয়া যায় । খৃষ্টীয় অষ্টম শতাব্দীতে সেখানে হস্তলিখিত পুস্তকাদি সুন্দর চিত্রাদির দ্বারা সুশোভিত করা হইত। ব্রিটিশ firefratr fws stér H* ( Durham Book ) Retz প্রমাণ স্থল। কিন্তু ক্রমে পরবর্তী কালে ইহার ব্যবহার কমিয়া যায়। ৭ম ও ৮ম হেনরির সময় বিদেশীয় চিত্রকরগণ রাজপ্রাসাদের চিত্রাদি কৰ্ম্মে নিযুক্ত ছিল । *ಡ್ಯ এলিজাবেথের রাজত্বকালে প্রথম উল্লেখযোগ্য ইংরাজ চিত্রকরগণ প্রাচুভূত হন। বাস্তবিক এই সময় হইতেই ইংরাজ চিত্র বিদ্যার উৎপত্তিকাল ধরা যাইতে পারে । এই সময় নিকলস্ হিলিয়ার্ড ও র্তাহার শিষ্য আইজাক অলিভার প্রধান । প্রথম চালর্স নামাস্থান হইতে উৎকৃষ্ট চিত্ৰসকল সংগ্ৰহ করিতেন । সকল বড়লোকেই তাহার অনুকরণ আরম্ভ করেন । ইহাতে ইংরাজ চিত্রকরগণ উৎসাহ পাইতে লাগিল। এ সময়ে যদিও অনেক বিদেশীয় চিত্রকর ইংলেণ্ডে বাস করিত এবং অন্ত অনেক বিষয়ে তাহারা ইংরাজ চিত্রকরদিগের অপেক্ষ শ্রেষ্ঠ ছিল, তথাপি প্রতিমূৰ্ত্তি চিত্রণে ইংরাজ চিত্রকরগণই শ্রেষ্ঠত লাভ করেন । যাহা হউক, তৎপরেও অনেক চিন্ত্রকর জন্মগ্রহণ করেন। অবশেষে বিখ্যাত ইংরাজ চিত্রকর উইলিয়ম হ'গাৰ্থ (১৬৯৭-১৭৬৪ খৃঃ) চিত্রবিদ্যার নূতন পথ আবিষ্কার করেন । সর signi asts (Sir Joshua Reynold) 2tif s*tts rateis