পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চীন [ ৩৪৬ } - छैोञ চাতু রঘুজী ডোসলার নিকট হইতে কতিপয় জায়গীর প্রাপ্ত হন, সুতরাং একসময়ে করিম্ খী নামক পিণ্ডারসর্দার রঘুজ ডোসলার রাজ্য আক্রমণ করিতে উদ্যোগ করিলে চাতু সাহায্য করিতে অসন্মত হইলেন । এই বিষয় লইয়া করিমের সহিত র্তাহার ঘোরতর মনোবাদ হইল । পরম্পর এইরূপ বিবাদে উহাদের বলহীন হইলে শীঘ্রই সিন্ধিয়া প্রেরিত সৈন্য কর্তৃক করিম পরাজিত হইল ও চীতু পূৰ্ব্বাপেক্ষা অধিক বলবান হইয়া পড়িলেন । তিনি ১৮১৫ খৃঃ অব্দে ইংরেজাধিকৃত উত্তর সরকার পর্য্যন্ত লুণ্ঠন করিয়া অধিবাসীদিগের কুর্দশার একশেষ করিলেন । ১৮১৮ খৃঃ অব্দে সরঞ্জন মাল-কোলম্ নামক ইংরাজ সেনাপতি চতুর দমনার্থ প্রেরিত হন। চাতু অন্যান্ত পিণ্ডারী সর্দারের সহিত উত্তরদিকে পলায়ন করিয়া জবাদের যশোবস্তুরা ও ভাওএর আশ্রয় ফাইলেন । কিন্তু ইংরেজ সৈন্ত ঐদিকে অগ্রসর হওয়ায় পিণ্ডারীগণকে ঐ স্থান ত্যাগ করিতে বাধ্য হইতে হইয়াছিল । অতঃপর উহার চিতোরে উপনীত হইয় ভিন্ন ভিন্ন দিকে প্রস্থান করিল। চীতু প্রথমে গুজরাটাভিমুখে যাত্রা করিয়াছিলেন, কিন্তু উহার প্রবেশ দুর্ভেদ্য দেখিয়া পুনরায় স্বস্থানে, ফিরিতে মানস করিলেন। বহুস্থান ঘুরিয়া ইংরাজ সৈন্ত অতিক্রম করিতে করিতে অবশেষে চাতু হিন্দিয়ার নিকট উপস্থিত হইলেন । তথায় মেজর হিথ চাতুকে সম্পূর্ণরূপে পরাজিত করিয়া উহার দল ছিন্ন বিচ্ছিন্ন করিলেন । চীতু পলায়ন করিয়া প্রাণরক্ষা করিলেন । পরে ইংরেজদিগের সহিত সন্ধি করিবার নিমিত্ত হঠাৎ একদিন ভূপালরাজের নিকট উপস্থিত হইয়া তাহাকে মধ্যস্থত করিতে বলিলেন। চাতুর ইচ্ছা ছিল ইংরাজরাজ তাহার পূর্বকৃত অপরাধ মার্জনা করিয়া চীতু ও তাহার কতিপয় অনুচরকে একটা জায়গীর দিলে তাহারা ইংরাজের অধীনে নিযুক্ত হইবেন । কিন্তু ইংরেজগণ ঐ প্রার্থনায় সম্মত না হওয়ায় চাতু পলায়ন করিলেন এবং বিন্ধ্য ও সাতপুর পৰ্ব্বতে ভ্রমণ করিতে করিতে অবশেষে ব্যাঘ্র কর্তৃক বিনষ্ট হইলেন । র্তাহার অৰ্দ্ধ-ভক্ষিত দেহ জনৈক মেষপালক দেখিয়া চিনিতে পারে । চীৎকার (পুং ) চীৎক-ঘএ চিৎকার, উচ্চধ্বনি, চেচান । [ চিৎকার দেখ । ] চীন (পুং ) চীয়তে সঞ্চায়তে দোষ বিশেষে যত্র চি-বাহুলকাৎ নপ-দীর্ঘশ্চ। ১ দেশবিশেষ । শক্তিসঙ্গম তন্ত্রের মতে কাশ্মীর হঃ ত আরম্ভ করিয়া কামরূপের পশ্চিমে ও মানসেশের দী পভোটাস্ত দেশ ; মানসেশের দক্ষিণ পূৰ্ব্বে চীন দেশ । i இ বৃহৎসংহিতায় কুৰ্ম্ম বিভাগে ঈশানকোণে এই দেশের উল্লেখ আছে । ( বৃহৎসংহিতা ১৪ অঃ ) বর্তমান পুৰ্ব্ব এসিয়ার মধ্যবর্তী সুবিখ্যাত দেশ। এই বিস্তীর্ণ রাজ্যের পূৰ্ব্বসীমা চীনসাগর ও পীতসাগর, দক্ষিণ সীমা পুৰ্ব্ব উপদ্বীপ, পশ্চিম সীমা তিব্বত ও পূৰ্ব্বতুর্কিস্থান এবং উত্তর সীমা চীনের বৃহৎ প্রাচীর ইহার দৈর্ঘ্য উত্তরদক্ষিণে প্রায় ১৮৬০ মাইল এবং প্রস্থ পুৰ্ব্বপশ্চিমে প্রায় ১৫২০ মাইল । পরিমাণ ফল প্রায় ১৫,৩৪,৯৫৩ বর্গমাইল । হেনান দ্বীপ সহিত এই রাজ্য ১৮° উঃ হইতে ৪৯° উঃ অক্ষরেখা পৰ্য্যস্ত এবং ৯৮ পূঃ হইতে ১২৪° পূঃ দ্রাঘিমান্তর পর্য্যস্ত বিস্তৃত । উপরে যে সকল পরিমাণ বলা হইল উছা কেবল চীনদেশের । তদ্ভিন্ন চীন সম্রাটের অধীনে মাঞ্চুরিয়া, মঙ্গোলিয়া, তিববত, চীনত্যতার প্রভৃতি দেশ আছে। সকলের মোট পরিমাণ ফল প্রায় ৪৪,৬৮,৭৫০ বর্গমাইল । লোকসংস্থা রাজস্ব আদায় প্রায় ২৫ কোটী টাকা । এই বহু জনাকীর্ণ প্রকাগুরাজ্য এক ভাষা ভাষী, এক আচার ব্যবহার সম্পন্ন, এক জাতীয় লোকের বাসস্থান এব" বহু প্রাচীনকাল হইতেই একই রাজাপ্পারা শাসিত হইয়। আসিতেছে । ভারতবাসীগণ এই রাজ্যকে চীনরাজ্য ও অধিবাসীদিগকে চীন বাণী বা চীনা কহিয়া থাকে । য়ুরোপে ইহার নাম চায় না (China), পশ্চিম মঙ্গোলীয়গণ ইহাকে “কাপে এবং মাঞ্চুরীয় তাতারগণ নিকণ কেীর্ণ", জাপান বাসীগণ ‘খ’ ও তানামবাসীগণ দ্বীন’ কহে । চীনার আপনাদের দেশকে ‘চং কুয়ো’ অর্থাৎ মধ্যরাজ্য বলে । তাহার ইহাকে ‘চং হো’ অর্থাৎ "মধ্য প্রস্থন’ ও কহিয়া থাকে । বর্তমান রাজবংশ ইহাকে ‘টাটু-সিং-কুয়ো’ অর্থাৎ ‘পবিত্র সাম্রাজা এই আখ্যা দিয়াছেন । তদ্ভিয় ‘চং থ্যাং’ “টিয়াং চেয়ো’ অর্থাৎ স্বৰ্গীয়রাজ্য প্রভৃতি আরও অনেক রূপক নাম আছে। চীনদেশের ভূমি প্রায় সৰ্ব্বত্রই উর্বরা । তিব্বতের পৰ্ব্বত হইতে বহির্গত হইয়া ইয়াং-সি-কিয়াং ও হোয়াং-হে নদীদ্বয় ইহার বহুবিস্তীর্ণ প্রদেশে জল দান করিতে করিতে সাগরে প্রবেশ করিয়াছে । এই নদীদ্বয়ের উপর দিয়া একটা সুদীর্ঘ খাল কাটা হইয়াছে তন্দ্বারা কৃষিকার্য্যের বিস্তর সুবিধা হয়। হোয়াং হো বা পীতনদীর গতি অতি পরিবর্তনশীল । সম্প্রতি ইহার গতি পরিবর্তিত হইয়া অনেকদূর পর্যন্ত বিস্তীর্ণ জনপদের বিশেষ ক্ষতি করিয়াছে । এই সকল কারণে পীতনদীকে "চীনের শোক” (chines Sorrow) prz i zos? নদী সকলের মধ্যে দক্ষিণভাগে কান্টন নদী ও উত্তরভাগে পিহে নদী প্রধান । *. ७०,७२,8४,