পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চীন [ ७¢२ ] झैोन

করেন। তিনি তথায় উপস্থিত হইয়া বিশেষ কিছু সুবিধা করিতে পারেন নাই। কিয়েন লিং সম্রাট অতীব বিজ্ঞান জ্ঞানী, নিৰ্ম্মল স্বভাব ও পরম দয়ালু ছিলেন। তাছার মৃত্যুর পর ১৮০০ খৃঃ অব্দে তাতারেরা চীন আক্রমণ করে কিন্তু তাহার পুত্র সম্রাটু কায়াকিং কর্তৃক পরাজিত ও তাড়িত হয় । ইনি মিশনরিদিগকে রাজধানীর ত্ৰিশ ক্রোশ দূরে বাস করিতে আদেশ করেন। কথিত আছে এই সময়ে কয়েক সহস্ৰ বালক খ্ৰীষ্টধৰ্ম্মে দীক্ষিত হয়। ১৮০৫ অন্ধে সেচুয়েন প্রদেশে অনু্যন ৬৪ট মিশনরি বিদ্যালয় স্থাপিত হয়। ১৮৭৬ খৃ: অন্ধে পুনরায় খ্ৰীষ্টধর্শ্বের প্রতি অত্যাচার আরম্ভ হয়। এই সময়ে সরু জর্জ ষ্টাটন, কাণ্টনস্থ ইংরেজদিগের কুঠির চিকিৎসক পিয়ার্সন সাহেবের সাহায্যে চীনে গো বীজের টীকা দিবার প্রথা প্রচলিত করেন । ১৮৯৬ খৃঃ অন্ধে ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানির জাহাজের জনৈক নাবিক লগুড়াঘাত দ্বারা একজন চীনার প্রাণবধ করেন । ইহা লইয়া কাণ্টনস্থ ইংরাজদিগের সহিত চীনের বিবাদ হয় । কালক্রমে এই বিবাদ মিটিয়া গেল বটে, কিন্তু ইংরাজের উপর চীনাদিগের বিদ্বেষ বদ্ধমূল হইল। কায়াকিং স্বদেশের প্রচলিত আচার ব্যবহারাদি অনেক সংশোধন করেন। তাছার মৃত্যুর পর তৎপুত্র টোঁকুয়াং সিংহাসনে উপবিষ্ট হইয়া যুরোপীয় যন্ত্র ও শিল্পকৰ্ম্মাদি চীনে প্রচার করিলেন । এ পর্য্যস্ত ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানি চীনের সহিত সমস্ত বাণিজ্যের একাধিপত্য করিতেছিলেন । ১৭৩৩ খৃষ্টাব্দে পালামেণ্ট হইতে এক রাজাজ্ঞ উপস্থিত হইল যে, ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানি আর চীনের সহিত বাণিজ্য করিতে পরিবেন না ; কেবল চীন-নিবাসী ইংরাজদিগের দ্বারাই উহা নিম্পন্ন হুইবে । - টােকিয়াং সম্রাট অহিফেন সেবনে প্রজাদিগের বুদ্ধি ও ধনক্ষয় দেখিয়া আদেশ দেন যে, চীনে আর অহিফেণ আনীত হইবে না । ১৮৩৯ খৃঃ অন্ধে লিন্‌ নামে সম্রাটের জনৈক কমিশনর কাপ্টনে উপস্থিত হইয়া যেখানে যত অহিফেণ ছিল সমস্ত বিনষ্ট করিলেন, এবং পর বৎসর সম্রাটের আদেশে ইংরাজদিগের সহিত বাণিজ্য একবারে বন্ধ করিয়া দিলেন । ইহাতে ইংলণ্ড হইতে বহুসংখ্যক রণতরী চীনে প্রেরিত হইল । চীন রাজমন্ত্রী ভীত হইয়া কাণ্টনে ইংরাজদিগের সহিত এই নিয়মানুসারে সন্ধি করিলেন যে, হঙ্কং দ্বীপ ও যুদ্ধের ব্যয় স্বরূপ ৬০ লক্ষ ভালৱ তাহাদিগকে প্রদত্ত হইবে, বাণিজ্য অবাধে চলিতে থাকিবে । সম্রাটু এই সংবাদ পাইলে মন্ত্রীকে శ్లా সন্ধিও অগ্রাহ হইল। ইংরাজকৃষ্ট্রে গুটি ༈ ཝ་ར་འཝཤད་པ་ལྟ་ཅིག།

  • s

- ţa க o अवप्लएर हैौनाभ१७• नभ सांगद्र अंनाट्न गचड़ श्रेण ७ बागिजा कनिरङ लागिग । किड़ ऐश्ब्रांण ब्रगङग्रैौ आभन्न, कूजांन शैौ”, निशrभी, फ्राभू थङ्गकि अधिकांद्र कब्रांप्ऊ नूनद्राग्न যুদ্ধারম্ভ হয়। ১৮৪২ খৃঃ অঙ্গের মে মাসে ইংরেজের ইয়াংলি-কিয়াং নদীতে প্রবেশ করিয়া বহুলোক নিহত ও উমাং, লাজে, ধিন্‌কিয়াং অধিকার করিল। এপ্রিল মাসের অষ্টম দিবসে তাহারা নাস্কিন্‌ নগর আক্রমণ করিবার উদ্যোগ করাতে সম্রাটু সন্ধির প্রস্তাব করিয়া পাঠাইলেন । ঐ মাসের ২৯শে তারিখে এই নিয়মে এক সন্ধি হইল যে ইংরাজদের সহিত জার বিবাদ না হইয়া বন্ধুত্ব স্থাপিত হইবে, সম্রাটু আগামী চারি বৎসরের মধ্যে একবিংশতি লক্ষ ডালর প্রদান করিবেন, কান্টন, আময়, ফুচু, নিংপো ও সাঙ্গে দীয়ে বৈদেশিকগণ বাণিজ্য করিতে পাব্লিবে, এবং হংকং দ্বীপ ইংলণ্ডেশ্বরী ও তাহার উত্তরাধিকারাদিগকে প্রদত্ত হইবে । তদন্তুর ১৮৪৩ খৃঃ অঙ্গে জুন মাসে ইংরাজের হংকং দ্বীপ অধিকার করিল। নাস্কিনের এই সন্ধির সংবাদ শ্রবণ করিয়া আমেরিকা ও যুরোপের বণিক্‌মণ্ডলীর দৃষ্টি চীনের উপর পড়িল । ইউনাইটেড ষ্টেটস, ফ্রান্স, হলও, প্রসিয়া, স্পেন, পর্তুগাল প্রভৃতি রাজ্য হইতে দূতগণ চীনে প্রেরিত হইয়া বাণিজ্যের বন্দোবস্ত করিয়া গেল। সেই অবধি চীনের সমস্ত বন্দরে, বিশেষতঃ কাণ্টন ও সাজ্যে নগরদ্বয়ে নিৰ্ব্বিঘ্নে বাণিজ্য চলিতেছে। টোকুয়াং সম্রাটু ১৮৫০ খৃঃ অব্দে প্রাণত্যাগ করিলে র্তাহার পুত্র হীং ফু সম্রাটু হইলেন। ইনি অবিবেচক, হীনবুদ্ধি ও নীচপ্রকৃতি ছিলেন। ইনি পিতৃ-নিযুক্ত জ্ঞানী, উন্নত কৰ্ম্মচারীদিগকে পদচ্যুত করিয়া কুসংস্কারাবিষ্ট প্রাচীন মতাবলম্বী মান্দারিন নিযুক্ত করিলেন। রাজ্যে কোন প্রকার নূতন প্রথা প্রচলন নিষিদ্ধ হইল, মানারিনগণ বিদেশীয়দিগের বিশেষতঃ ইংরাজদিগের প্রভূত্ব উচ্ছেদ করিতে যত্নশীল হইলেন। চীনগণ মাধু-তাতারদিগের শাসনে থাকিতে পূৰ্ব্ব হইতেই অসন্তুষ্ট ছিল, এক্ষণে সম্রাটের এই সকল ব্যবহারে সকলেই বিরক্ত হইয়া উঠিল। রাজ্যের নানাস্থানে বিদ্রোহ চিহ্ন প্রকাশ পাইতে লাগিল। বিদ্রোহীগণ ক্রমেই বলশালী হইয়া অনেকানেক নগর অধিকার করিয়া ফেলিল । ইতিমধ্যে ১৮৫৬ খৃ: অক্সে ইংরাজদিগের সহিত আবার যুদ্ধারম্ভ হইল। ইংরাজরা কান্টন্‌ অধিকার করিয়া পিকিন আক্রমণের ভয় দেখাইলে ১৮৫৮ খৃঃ অব্দে ২৬শে জুলাই মাসে টঞ্ছিনে এক সন্ধি স্থির হইল। সন্ধিয় প্রধান স্বর্তগুলি এইরূপ-১ম, বাণিজ্যের নিমিত্ত নূতন বন্দর সকল উন্মুক্ত থাকিবে ; ২য়, খৃষ্টধৰ্ম্ম নির্কিমে উপাসিত ও চীনা-খ্ৰীষ্টানগণ সুরক্ষিত হইবে ; ৩য়, একজন