পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোধ হয় । চৌবাচ্ছ, ১ প্রাচীন রীতাম্বুসারে দিল্লী প্রদেশে পাগ, টাঙ্গ কড়ি, পংছি, এই চারি বস্তুর উপর কর । পাশ্ব শব্দে পাগড়ী অর্থাৎ পুরুষ ; টা শৰে ক্ষুদ্রবস্ত্র অর্থাৎ বালক কড়ি বা চুল্লী, পংছি গোমহিষাদি জন্তু। এইরূপ ঘাস, ছোলা খুরূপী, দরক্ট অর্থাৎ কাস্তিয় প্রভৃতির উপরও কর ছিল। ২ ইষ্টকাদি নিৰ্ম্মিত চতুষ্কোণ জলাৰায়। চোবাড়ী, ১ আলাহাবাদ জেলার একটা গ্রাম । জালাহাবাদ হইতে কুংরা গিরিসঙ্কট দিয়া রেৰ যাইবার পথে প্রথমোক্ত নগরের ৩৭ মাইল দক্ষিণপূৰ্ব্বে অবস্থিত । অক্ষা ২৫° ৯ উঃ, দ্রাঘি" ৮২, ১৪% পুং । ২ চতুষ্পাঠী টোল । চৌবিন্ধুদ, পুরীর পশ্চিমস্থ একট পরগণ । চোবে (চতুৰ্ব্বেদা শব্দের অপভ্রংশ ) কনৌজরাহ্মণদিগের শ্রেণীবিশেষ । ইহার চেী অর্থাৎ চারি বেদ পাঠ করিতেন বলিয়া চৌবে আখ্যা প্রাপ্ত হন । এইরূপ চুই বা তিন বেদ পাঠ হেতু দেবে, ত্রিবেদী প্রভৃতি আখ্যা হইয়াছে। এক্ষণে উত্তরপশ্চিম প্রদেশের চোবেগণ অনেকেই মল্লগিরি করে । কচিং কেহ কেহ বেদাধ্যয়ন করে । মথুরার চৌবেগণ তথাকরে প্রায় সমুদায় দেবমন্দিরে পুজা করে। ইহার দীর্ঘকায় ও সবল । Ł + নিয়ে চেলুকাৱাজ বংশাবলী দেওয়া গেল – মূলরাজ | |- | বল্লভরাজ দুল্লত্তরাজ নগরাঞ্জ স্ট্রীমদেব | c***rs * ਾਂ জয়সিংহ निरूबाट दिन পাল ੋਸ བརྒཤད། মজয়পাল ਾ जैौभ (कनिर्छ) ਆਿਸ চৌষষ্টি (চতুঃষষ্টি শক্ষাজ ) শৰালিৰ --- চোঁল, বেহারের অন্তর্গত শাহাবাদ জেলার একটা ধান, ইষ্ট চৌবে [ 8-૧ ] চ্যযম ইণ্ডিয়া রেলওয়ের একটী ষ্টেশন । এই সন্থর কর্ণমাশান্ডীরে ৰক্সার হইতে ৪ মাইল পশ্চিমে অবস্থিত। এই স্থলেই বিখ্যাত সেল্লশ ১৫৩৯ খৃঃ অব্দে দিল্লীশ্বর মোগলসম্রাটু হুমায়ুনকে পরাজয় করেন । হুমায়ুন কএকজন অনুচর লইয়া গঙ্গা সাতরাইরা পরপারে উত্তীর্ণ হইয়া রক্ষা পান। কিন্তু প্রায় ৮• • মোগলসৈম্ভ ঐ উদ্যমে বিনষ্ট হয় । চৌস, শাহাবাদ জেলার একটা খাল এবং শোণ নদীর পয়ঃপ্রণালী গুলির একটা শাখা । এই থাল দৈর্ঘ্যে ৪ • মাইল । কৃষিকার্ষ্যের স্ববিধার জন্য প্রস্তুত হইয়াছে । চৌহাতিয়া, গুজরাটের অন্তর্গত মুচাকাস্থানিবাসী মিয়ান বা মাল্লিয়া জাতির সমাজপতি । এই মিয়ানাগণ অধিকাংশই মুচুনদীর তীরে বাস করে । ইহাদের অনেকেই মৎস্যজীবী । চৌহান, রাজপুত জাতিবিশেষ । [ চাহমান দেখ। ] চ্যবন (ত্রি ) চাবতে পততি নগুতি চু্য-লু। ১ নশ্বর, অচিরস্থায়ী । “যেনে মা বিশ্ব চ্যবন কৃতানি।” (গ্ধক্ ২।১২।৪) ‘চ্যবন নশ্বরাণি (সায়ণ ।) ২ ক্ষরণকারী। “বিস্তৃভদ্বাদশাবন: পুরুষ্টতঃ ” (খক ৮৩৩৬) চ্যবন সোমানাং চ্যাবস্থিত। (সায়ণ ) ( পুং ) চাবতে মাতুরুদরাৎ চু্য-কৰ্ত্তরি লু । ৩ ঋষিবিশেষ, ইহার পিতা মহর্ষি ভৃগু ও মাতা পুলোমা । মহাভারতে লিখিত আছে যে, পুলোমার গর্ভসঞ্চার হইলে কোন দিন মহর্ষি ভৃগু অভিষেকার্থ গমন করেন । সেই সময়ে একটা রাক্ষস মহৰ্ষির আশ্রমে উপস্থিত হইয়া পুলোমার রূপলাবণ্য দর্শনে মুগ্ধ হইয় তাহাকে হরণ করিবার চেষ্টা করে । গর্ভস্থ পুত্র মাতাকে বিপদগ্ৰস্তা দেখিয়া গর্ড হইতে বাহির रुइँठा, ಶ್ಯತರ್ಿ রাক্ষস ভস্মীভূত হইয়া গেল । ইনি স্বয়ং মাতৃগর্ভ হইতে চু্যত হইয়াছিলেন বলিয়া ইহার নাম চ্যবন হইল। (ভারত ১৬ অঃ) ইনি কোন সময়ে অরণ্যমধ্যে একটী সরোবরের তীরে তপস্যা করিতেছিলেন, দিন দিন ইহার সমস্ত শরীর বল্পীকে ঢাকিয়া গেল, কেবল উজ্জল চক্ষু দুইটী বাহিরে ছিল। এক দিন রাজা শর্যাতির কল্প সুকল্প চক্ষু ছুইটী দেখিতে পাইয়। উজ্জল কোন অপূৰ্ব্ব পদার্থ জ্ঞানে কণ্টকম্বারা বিদ্ধ করিয়া দেন । তাহাতে মহর্ষি রোষাবিষ্ট হইয়া যোগপ্রভাবে রাজা শর্যাতির সৈন্ত সামন্তগণের মলমূত্র বন্ধ করিয়া দিলে রাজা অনেক অনুসন্ধানে জানিতে পারিয়া চ্যবনের নিকট ক্ষমা চাহিলে তিনি রাজকন্যা সুকন্সার পাণিগ্রহণের অভিলাষ জানাইলেন| রাজা বিপদে পড়িয়া এই প্রস্তাবে সন্মত হইলেন, সুকন্যাওঁ