পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৫২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেলপথখিস্তায় ও ডাকের স্বব্যবস্থা হওয়ায় মাসিক, পাক্ষিক, गांशुश्कि, बगम ननिक नकलू ७धकांग्न नश्यांन*खहे ३५ब्रांर्छी বাঙ্গাল। উভয় ভাষাতেই প্রকাশিত হইতেছে। প্রথমে এদেশে ८कवण शरङहे हांश रुहेक, ५थन बफ यफ नरशांनभजानि বাষ্পীয় কলে ছাপা হইতেছে। । প্রতি বর্ব শত শত ৰাঙ্গাল ও ইংরাজী পুস্তক এদেশে ছাপা হইতেছে। ইংরাজী, বাঙ্গাল, দেবনাগর প্রভৃতি যাবতীয় বর্ণমালাই দেশীর অক্ষরের কারখানায় প্রস্তুত হইতেছে। কিন্তু ছাপার কল সমস্তই য়ুরোপ বা আমেরিকা হইতে অানীত । বাঙ্গালার স্থায় বোম্বাই, মাম্রাজ, আলাহাবাদ প্রভৃতি স্থানেও ছাপাখানা হইয়াছে। এখন প্রায় প্রত্যেক নগরেই ছাপাথান হইতেছে । fefisotofoto (Stereotyping) —onto wo কম্পোজ করিয়া তাহার দ্বাচ প্রস্তুত ও তাহা হইতে গাল বা সীসা প্রভৃতি ধাতু দ্বারা অবিকল অক্ষরের প্রতিরূপ করিতে পারা যায়। এইরূপে একটী বা ততোধিক প্রতিরূপ করিয়া অক্ষরগুলি পুনরায় অস্ত পুস্তক কম্পোজ কাৰ্য্যে ব্যবহৃত হইতে পারে, অথচ পুৰ্ব্বকৃত প্রতিরূপ ফলকটা দ্বারা পুনরায় যথেচ্ছ সেই খণ্ড ছাপিতে পারা যায় । ১৭২৫ খৃঃ অব্দে উইলিয়ম জেড নামে স্কটলণ্ডবাসী জনৈক স্বর্ণকার বাইবেল ও স্তোত্রাদি ছাপিবার জন্ত প্রথম ষ্টিরিওটাইপ প্রস্তুত করে। তদবধি ক্রমে উন্নতি হইয়া আসিতেছে। ইহার প্রস্তুতপ্রণালী নানারূপ হইলেও সকলেরই মূল প্রায় এক । সকল প্রণালীতেই কর্দম, হুঙ্ক বালুক, বিলাতি মাট প্রভৃতি মিশাইরা উত্তপ্ত ও পেষণ করিতে হয়। ঐ প্রস্তুত দ্রব্যে অক্ষরের ছাপ দিলে ছাঁচ অতি শীঘ্রই শুখাইর দৃঢ় হয়, তখন উহাতে অক্ষরনিৰ্ম্মাণোপযোগী সীসা, রসাঞ্জন প্রভৃতি ধাতু গলাইয়া ঢালিয়া দিলে অবিকল অক্ষরের প্রতিরূপ প্রস্তুত হয় । যথোচিত দক্ষতা ও তৎপরতা সহ এইরূপ ফলক ৮১• মিনিটের মধ্যেই প্রস্তুত হইতে পারে। বিলাতের টাইমস পত্রিকার জন্ত এইরূপ ফলক ৮ মিনিটেই প্রস্তুত হয়। ঐ সকল ফলক সাহায্যে একবারে একই লেখা দুই তিন স্থানে ছাপা হইতে পারে । এই জন্তই ঐ সকল সংবাদপত্র অতি অল্পকালের মধ্যে ছাপা হয় । -. ecnterbefie (Electrotyping ) —এই প্রথ। ১৮৩৯ হইতে ১৮৪১ খুঃ অস্বের মধ্যে নিউইয়ক নগরে জোসেফ এ এডামস কর্তৃক আবিষ্কৃত হয়। একখণ্ড পীতবর্ণ মোমের উপর অক্ষর বা চিত্রের ছাপ মারিয়া ঐ মোমের উপর উডপেন্সিল বা জঙ্ক কোন তাড়িত-পরিচালক বস্তুর গুড় মাখাইয়া দিতে WI [ ¢s१ ] হয়। ইহাতে মোমের ছাপ দেওয়া পৃষ্ঠ তাড়িত-পরিচালক হইয়া যায়। তৎপরে ঐ মোম স্বাসায়নিক উপায়ে তাম দ্বার গিণ্টি করিয়া লইলে তাম যখন খুৰ পুরু হইয় পড়ে, তখন উহা হইতে মোম ধুইয়া ফেলে। এই পাতলা তামার ছাঁচের পশ্চাদিকে সীসা গলাইয়া মিলিয়া লইলেই মুখে তামার পাতমোড়া সুন্দর অক্ষরের ফলক প্রস্তুত হয়। ষ্টিরিওটাইপ অপেক্ষাও এইরূপ ফলক দীর্ঘকালস্থায়ী । তিন লক্ষ ছাপের পরও এইরূপ অক্ষরের বিশেষ ক্ষয় দৃষ্ট হয় না। কাষ্ঠকলকাদি চিত্রের এই উপায়ে বহুসংখ্যক অবিকল অনুরূপ ফলক করিতে পারা যায়, অথচ কাঠফলকখানি যেমন তেমনিই থাকে। ছাপূর, মধ্যপ্রদেশে লিওনী জেলার লক্ষণারতছগীলের একটা পুরাতন সহর। সিওনী নগর হইতে ২২ মাইল উত্তরে জব্বলপুর যাইবার রাস্তায় অবস্থিত । পুৰ্ব্বে ইহা সমৃদ্ধিশালী ছিল, কিন্তু পিণ্ডারীদিগের দৌরাত্ম্যে উৎসন্নপ্রায় হয়। ছাপূর, বেহারপ্রদেশস্থ সারণ জেলার একটা উপবিভাগ। পরিমাণফল ৯৯৮ বর্গ মাইল । গ্রামসংখ্যা প্রায় ১৬৪৩ । প্রতি বর্গমাইলে গড় অধিবাসীর সংখ্যা ৯৮৮ । ইহার পূর্বদিকে গণ্ডকী নদী, দক্ষিণে গঙ্গা ও পশ্চিমে ঘর্ঘরা নদী প্রবাহিত । বস্তার সময় ইহার অনেক স্থল জলপ্লাবিত হয় । ইহাতে পাচটী থানা আছে, যথা—ছাপূর, দিঘবার, পরশ, মাঝি ও বসন্তপুর। ২ উক্ত সারণ জেলার প্রধান নগর । এই নগর ঘর্ঘর নদীতীরে গঙ্গার ১ মাইল মাত্র দুরে অবস্থিত। অক্ষা ২৫° ৪৬ ৪২' উঃ, দ্রাঘি• ৮৪° ৪৬ ৪৯% পুং । ইহার দৈর্ঘ্য প্রায় ৪ মাইল, প্রস্থ কোথাও ১॥• মাইলের অধিক নহে। এই নগরের অবস্থান অতি নিম্ন । পশ্চিম ও উত্তরদিকে দুইটা বঁধে । অধিবাসী (১৮৯১ খৃঃ অঃ) ৫৭৩৫২ জন, তন্মধ্যে হিন্দু ৪৪৩৫৮, মুসলমান ১২৮২৯, খৃষ্টান ৯৩, জৈন ৬৭ ও বৌদ্ধ ৪ জন। অন্তান্ত জেলার দ্যায় এখানে বিচারালয়, কারাগার, ডাকঘর, থানা, পান্থনিবাস, সরকারী হাসপাতাল, ইংরাজী বিদ্যালয়াদি আছে। পূৰ্ব্বে গঙ্গানদী এই নগরের অতি নিকট দিয়া প্রবাহিত হইত, এখন প্রায় ১ মাইল দূরে পড়াতে ইহার কৃষিকার্যোর বিস্তর ক্ষতি হইয়াছে। পূৰ্ব্বে ছাপরা সোরার ব্যবসায়ের জন্য বিখ্যাত ছিল । ১৮শ শতাব্দীর শেষভাগে ইংরাজ, ফরাসী,. ওলন্দাজ ও পর্তুগীজগণ ইহাতে কুঠি নিৰ্ম্মাণ করেন। ঐ ব্যবসা ক্রমেই লোপ পাইতেছে। এখানকার মাটী ও পিতলের বাসন অতি উৎকৃষ্ট । ছাপরা হইতে বাহির হইয়া কয়েকটী রাস্ত শোণপুর, মুজাফরপুর, মতিহারী, সেবান ও ওঠনী গিয়াছে। এই স্থান জর্পণ মিশনীদিগের একটা প্রধান আড়া। రిe 發