পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৫৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগঞ্জলিংছ - এদিকে মহারাজ জগংসিংহ মানসিংহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছিলেন। সেই সময়ে চতুর সবাইলিং কুমার ধনকুল | সিংহকে লইয়া জগৎসিংহের সহিত যোগদান করেন । জগৎ সিংহ ধনকুলকে মারবারের প্রকৃত রাজা বলিয়া গ্রহণ করিলেন এবং অতি অল্পদিনের মধ্যে লক্ষাধিক সৈন্ত সংগ্ৰহ করিয়া মারবার জয়ে অগ্রসর হইলেন। ইতিপূৰ্ব্বে জয়পুরের কোন রাজাই এত অধিক সৈন্সের এক সমাবেশ করিতে পারেন নাই, সুতরাং জগৎসিংহের সেই বিপুল বাহিনীসংগ্ৰহ যে মহাক্ষমতার পরিচায়ক তাহাতে সন্দেহ নাই । গাঙ্গোলী নামক স্থানে জগৎসিংহ মানসিংহকে সম্পূর্ণরূপে পরাস্ত করেন, এই সময়ে মারবারের প্রধান সামস্তগণ সবাই সিংহের উত্তেজনায় সকলেই জগৎসিংহের পক্ষ হইয়াছিলেন । জগৎসিংহ ও অপরাপর নেতাগণ মানসিংহের শিবির লুণ্ঠন করিয়া প্রভূত ধনরত্ন ও যুদ্ধসজ্জাদি লাভ করিয়াছিলেন। পরে সবাইসিংহের পরামর্শ মত জগংসিংহ যোধপুর রাজধানী অধিকার করেন । মানসিংহ দুর্গ মধ্যে আশ্রয় লইলেন । জগৎসিংহ ক্রমাগত ছয় মাসকাল দুর্গ অবরোধ করিয়া রছিলেন । কিন্তু দুর্গস্থিত গোলাবর্ষণে র্তাহার বিস্তর সৈন্তু ক্ষয় হইয়াছিল । এই সময়ে জগৎসিংহের অধীনস্থ আমীর খা নামে একজন সেনাপত্তি স্বাধীনতা অবলম্বন করিয়া মারবারের মানস্থান লুণ্ঠন করিয়া যথেষ্ট অর্থ সঞ্চয় করিতেছিল, তাহাতে জগতসিংহ আৰ্মীরখার উপর আরও বিরক্ত হইয় তাহাকে । শাসন করিবার ইচ্ছা করেন । আমীরখা জয়পুরপতির মনোভাব জানিতে পারিয়া জয়পুরে পলাইয়া যায় এবং সহসা জয়পুরীয় সৈন্যদিগকে আক্রমণ করিয়া অরক্ষিত রাজধানী লুণ্ঠন করিতে থাকে । মহারাজ জগৎসিংহ যোধপুর হইতে এই সংবাদ শুনিলেন, এবং আপনার রাজনীতি রক্ষণ করা একান্ত প্রয়োজনবোধে শিবির পরি ত্যাগ করিয়া চলিলেন । এই সময় রাঠোর-সৈন্তগণ তাহাকে আক্রমণ করিয়া সৰ্ব্বস্ব কড়িয়া লইল । পুৰ্ব্বেই যোধপুর অবরোধে তাহার ধনাগার শূন্ত ও বিস্তর সৈন্ত বিনষ্ট হইয়াছিল, এখন আরও হীনবল হইয়া পড়িলেন । যে কৃষ্ণকুমারীর জন্তু এত ধনব্যয়, এত সমর, জগৎসিংহের ভাগ্যে সে কৃষ্ণকুমারী-রত্ন ও লাভ হইল না । এদিকে হোলকরের সৈন্তবর্গ বার বার জয়পুর রাজ্য আক্রমণ করিতে লাগিল, দুবৃত্ত আমীরখাও হেলিকরের নামে অনেক প্রদেশ জয় করির চৌধস্বরূপ সেই স্থানের আয় ভোগ করিতে লাগিল । সেই সময়ে জগৎসিংহের চরিত্র অত্যন্ত কলুষিত WI ( &&రి } জগৎসিংহ - :פשבאנשיש" হইয়াছিল। রসকপুর নামে এক ধৰনীকে লইবা জিমি উন্মত্ত হইয়া পড়িয়াছিলেন। সেই বেখাকে তিনি অৰ্দ্ধেক রাজ্য ভাগ করিয়া দিয়াছিলেন । এমন ক্ষি মহারাজ সৰাইयग्रनिश् ८य मकण श्रभूज्ञा अइ जकणन कब्रिम्न बान, उाश्न्न অৰ্দ্ধাংশ অবধি সেই ৰেপ্তাকে প্রদান করেন । সেই সমস্ত গ্রন্থ বিধ্বস্ত হয় এবং বাৰুবিলাসিনীর আঞ্জীয়গণ ধনসম্পত্তি বণ্টন করিয়া লয় । এমন কি যে কেহ সেই বেখাকে অবজ্ঞা করিত, তাহাকেই জগৎসিংহ বন্ধী করিতে লাগিলেন । তাহাতে বীরচেতা রাজপুত্ত-সামন্ত্বগণ জগৎসিংহকে অস্তুরের সতি ঘৃণা করিতে লাগিলেন। তাছাকে রাজ্যচ্যুত করিবার জন্য ষড়যন্ত্ৰ চলিতে লাগিল। এই সময় তাহার কয়জন মিত্র রাজসন্মান রক্ষার জন্তু রসকপুরের চরিত্র সম্বন্ধে অতি ঘৃণিত ব্যবহার জগৎসিংহের কর্ণগোচর করেন, জগৎসিংহও সহজেই সেই সকল বিশ্বাস করিলেন। তিনি রসকপুরকে যাহা যাহ। দান করিয়াছিলেন সমস্তই কাড়িয়া লইলেন এবং তাছাকে সামান্ত বন্দীর দ্যায় কারাগারে বলী করিয়া রাখিলেন । এ দিকে বিলাতে কোর্ট অব ডিরেক্টারেরা জয়পুরের সহিত কোম্পানীর সন্ধিভঙ্গ সন্দেহজনক বলিয়া পুনরায় জয়পুরের সহিত সন্ধিরক্ষা করিবার জন্ত আদেশ করেন । কিন্তু এত বিপদে পড়িয়াও মহারাজ জগৎসিংহ ইংরাক্সের সহিত সন্ধি স্থাপনে সম্মত হন নাই, কিন্তু যখন দেখিলেন দুৰ্ব স্তু আমারখা জয়পুর আক্রমণ করিবার জন্তু মধুরাজপুরে আসিয়া গোল বর্ষণ করিতেছে, এবং ইংরাজ কোম্পানী তাহার সহিত সন্ধি করিতে প্রস্তুত, তিনি তখন আর কালবিলম্ব না করিয়া সন্ধি করিতে বাধ্য হইলেন । এই সন্ধিপত্রেও পুৰ্ব্বের সকল কথা রহিল, এ ছাড়া স্থির হইল যে, ২য় বর্ষে ৪ লক্ষ, ৩য় বর্ষে ৫ লক্ষ, ৪র্থ বর্ষে ৬ লক্ষ, ৫ম বর্ষে ৭ লক্ষ ও ৬ষ্ঠ বর্ষে ৮ লক্ষ টাকা দিল্লীর কোষাগারে বৃটিশ গবর্মেন্টকে দিতে হইবে । তারপর বরাবর তাহাকে ৮ লক্ষ টাকাই দিতে হইবে, কিন্তু রাজ্যের আয় ৪০ লক্ষ টাকার অধিক হইলে ৮ লক্ষ টাকা ব্যতীত বৰ্দ্ধিত অায়ের ষোল ভাগের ৫ ভাগ অতিরিক্ত দিতে হইবে। সন্ধিতে জগৎসিংহ মিত্র রাজা বলিয়া গণ্য হইলেও এইরূপে প্রকারাস্তরে তিনি সুচতুর বৃটিশের করদরাজ হইয়া পড়িলেন। ১৮১৮ খৃষ্টাব্দে ২রা এপ্রেলে এই সন্ধি হয়, এই বর্ষে ২১এ ডিসেম্বর তারিখে তিনি ইহলোক পরিত্যাগ করেন । জগৎসিংহ, ১ বিসেন-বংশীয় একজন হিন্দী কবি। গোড়া ও ভিঙ্গার রাজবংশে ইহার জন্ম । ইনি দেউবছ পরগণার তালুকদার ছিলেন ও শিব-অরসেল নামক কবির নিকট Nలిసి