পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৬৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এখানে ব্যবল বাণিজ্যের জন্তু জৈন বণিকদিগের বক্ষ বড় ফুঠী,জাছে জয়পুর নগরের ৰিৰয়ণ দেখ । ] এখানকার अर्न्तब्र भांदरब्रङ्ग कान्तब्र कार्ष, ७ ८नागाल्न डेभग्न थिमान्न काम অতি উৎকৃষ্ট, জয়পুরের শিল্পিগণ এই জন্যই সৰ্ব্বত্র বিখ্যাত । এখানকার পশমী কাপড়ও অাদরের জিনিষ। রাজধানীর নিকট সজমের সামক স্থানে বহুবিস্তৃত রঙের কারবার অাছে। রাজ্যের মধ্য দিয়া রাজপুতান মালব-ষ্টেট রেলওয়ে গিজাছে, ইহা দ্বারা শাস্তুর লবণ নানাস্থানে রপ্তানি হয় ও নানাপ্রকার বস্ত্র, লোহার দ্রব্য, মসলা, রোছিলখণ্ডের চিনি প্রভৃতি আমজানী হুইজ খাকে। শেখাবতী হইতে আজমীর ও হিসারের ভবানী নামক স্থানে পশম রপ্তানী ও তথায় তামাক, মসলা, কাপত্ত্ব ও বাসনাদি আমদানী হয় । শেখাৰতী হইতে সকল সাব্য উষ্ট্রে বহিয়া জানে। রাজ্যের দক্ষিণ ও পূৰ্ব্বাংশে যত কার্পাস, শস্ত, সরিষা, দোলচিনি ও তামাক উৎপন্ন হয়, তাহা মন্দবার ও করৌলির পথ দিয়া হিন্দোলের হাটে আনীত হয় । সবাই মধুপুর নামক নগরে তামা ও পিত্তলের বাসন প্রস্তুত হয়, তাহা ইন্দ্রগড় দিয়া হারাবতী রাজ্যে রপ্তানী হইয়া থাকে। এই রাজ্যের রাজধানী জয়পুর, এ ছাড়া চাকেন, আমের, { অম্বর দেখ । ] লালসোত, দোষা, বাসবা, গিজগড়, হিসেীলতোদাভীম, ৰামনিবাস, গঙ্গাপুর, মধুপুর, শীকর, মালপুর, প্রথিত কচ্ছবছ বংশ কলঙ্কিত্ত করেন । শাস্তুর, শ্ৰীমাধবপুর, ফতেপুর, রামগড়, নবলগড়, কুঞ্চ স্থ, উদয়পুর, লচমনগড়, বিশে, চিরাবা, সিংহান, স্বৰ্য্যগড়, পাটন, কোট-পুটুলি, খঙ্গেলা,জিলে (পাটন), বৈরাট, মন্দর, তোদ ও খেত্রি এই কয়েকটা প্রধান নগর । পূৰ্ব্বে অম্বরে টাকশাল ছিল, এখন জয়পুরে টাকশাল হইয়াছে। এখানে জয়পুর রাজের নামাঙ্কিত মোহর, টাকা ও পয়সা বাহির হয় । ইতিহাস —জয়পুর রাজগণ আপনাদিগকে রামচন্ত্রের পুত্র কুশবংশীয় কচ্ছবাহ বলিয়া পরিচয় দিয়া থাকেন। রাজপুত ভাটের বলেন-কুশবংশীয় রাজা নল পশ্চিমাঞ্চলে জ্ঞাসিয়া ৩৫১ সম্বতে নরবর রাজ্য প্রতিষ্ঠা করেন, এখানে তাহার বংশধরেরা বহুকাল রাজত্ব করিয়াছিলেন । র্ত্যহাদের পাল উপাধি ছিল । রাজা নল হইতে ৩৩ পুরুষ পরে রাজা স্বরসিংহ জন্মগ্রহণ করেন, তৎপুত্র হলারাও রাজ্য হইতে নির্বাপিত হইয়া ১৯২৩ সম্বতে এই খুন্ধর রাজ্যের ভিত্তি স্থাপন করেন । [ অম্বর শব্দে বিস্তৃত বিবরণ দেখ । ] মহাবীর ছহলারাওর ৬ষ্ঠ পুরুষে পূজন জন্মগ্রহণ করেন । দিলীশ্বর পৃথ্বীরাজের ভগিনীর সহিত ইহার বিবাহ হয়। যখন পৃথ্বীরাজ কনোজ-রাজনঙ্গিনী সংযোগিতাকে হরণ করিয়া श्राप्नन, cन गमएन भूजन, छांगएकब्र शरथडे गांशषा कब्रिब्रा ছিলেন । - *. शूबएमग्न ५७* भूझब अंद्रश्न बांशं ब्रमण (८दशंग्रैौभन्न) ब्रॉब হন । ইনিই প্রথমে যোগলাধিপ বাবরের অধীনতা স্বীকার করিয়া চিরস্মরণীয় বিশুদ্ধ কুলে কালিম লেপন করেন। তৎপুত্র ভগবানদাস আকবর বাদশাহের বন্ধু ছিলেন । ङिनि श्रकृयद्रशूख ८ननिटभग्न नश्लि मिस्र कछांब्र विदांश् नेिब्रा রাজা ভগবানদাসের পূৰ্ব্বে আর কোন রাজপুত মুসলমানের হস্তে কস্তা সম্প্রদান করেন নাই, ভগবানদাসের পুল্ল মানসিংহ বাদশাহের একজন প্রধান সেনাপতি ছিলেন । তিনি বাদশাহের জন্য উড়িষ্যা, বাঙ্গাল ও আসামে ঘোরতর যুদ্ধ করিয়াছিলেন। ষে সময়ে পাঠানদিগের সহিত মোগলদিগের বিদ্বেষবহ্নি দাৰুণ প্ৰজলিত হইতেছিল, সেই বিষম সঙ্কটকালে তিনি কাবুল শাসন করিতেন । দিল্লীশ্বর তাহাকে বাঙ্গাল, বিহার, উড়িষ্যা ও দক্ষিণাত্যের শাসনকর্তৃত্ব প্রদান করেন। মানসিংহের পর তাহার ভ্রাতুপুত্র জয়সিংহ বিখ্যাত হন । দিল্লীশ্বর তাছাকে “মীর্জারাজা” উপাধি প্রদান করেন । ইনি অল্পজজেবের পক্ষে মহারাষ্ট্রবীর শিবাজীর সহিত যুদ্ধ করিয়াছিলেন । শেষে ধূর্ত অরঙ্গজেব-প্রদত্ত হলাহল পানে তাহার জীবন লীলা শেষ হয় । [ জয়সিংহ দেখ। ] জয়সিংহের ৩য় পুরুষে সুবিখ্যাত সবাই জয়সিংহ সিংহাসনে আরোহণ করেন। মোগলসম্রাটের নিকট ইনি “সবাই” অর্থাৎ অপর সকল রাজা অপেক্ষ শ্রেষ্ঠ এই উপাধি লাভ করেন, ইহার বংশধরেরা আজও এই উপাধি ভোগ করিতেছেন । সৰাই জয়সিংহ একজন বিখ্যাত জ্যোতিৰ্ব্বিদ, বুদ্ধিমান ও রাজনীতিজ্ঞ ছিলেন। ইহার সময় জয়পুর রাজ্য বহু বিস্তৃত ছিল এবং জম্বর হইতে স্থান পরিবর্তন করিয়া বর্তমান জয়পুর নামক স্থানে রাজধানী স্থাপিত হয় । [ সবাই জয়সিংহ ও জয়পুর নগরের বিবরণ দেখ । ] যে সময়ে দুর্দাস্ত মহারাষ্ট্র-দস্থ্যগণ প্রবল হইয়। রাজপুতানা লুট করিতেছিল, সেই সময় কিছুদিনের জন্তু জয়পুরের রাজগণ উদয়পুর ও যোধপুরের রাজগণের সহিত মিলিত হইয়াছিলেন। এই সময় জয়পুররাজ আপনাদের চিরকলঙ্ক দূর করিবার জম্ভ মেবারের রাণার সহিত বৈবাহিক সুত্রে আবদ্ধ হুইবার জন্ত বিশেষ যত্ন করেন । স্থির হইল, মেবার-রাজকক্সার গর্ভজাত পুত্র জ্যেষ্ঠই হউক জার কনিষ্ঠই হউক, তিনিই জয়পুরের সিংহাসন লাভ করিবেন । চিরস্তনপ্রথা পরিবর্ভুিক্ত হইতে দেখিয়া জয়পুর ও যোধপুরের অনেক সামস্ত উত্তেজিত হইয়।