পাতা:বীথিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨ রাত্রিরূপিণী হে রাত্রিরূপিণী, আলো জালো একবার ভালো করে চিনি । দিন যার ক্লান্ত হল তারি লাগি কী এনেছ বর, জানাক তা তব মৃদু স্বর। তোমার নিশ্বাসে ভাবনা ভরিল মোর সৌরভ-আভাসে। বুঝিবা বক্ষের কাছে ঢাকা অাছে রজনীগন্ধার ডালি ! বুঝিবা এনেছ জালি চ্ছন্ন ললাটনেত্ৰে সন্ধ্যার সঙ্গিনীহীন তারা— গোপন আলোক তারি, ওগো বাক্যহারা, পড়েছে তোমার মৌন-পরে— এনেছে গভীর হাসি করুণ অধরে বিষাদের মতো শাস্তস্থির। দিবসে সুতীব্র আলো, বিক্ষিপ্ত সমীর, নিরন্তর আন্দোলন অনুক্ষণ, দ্বন্দ্ব-আলোড়িত কোলাহল । &