বিষয়বস্তুতে চলুন

পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিংশ অধ্যায়—আচাৰ্য্যের ঐশ্বৰ্য্য-প্রকাশ-লীলা পশ্চাৎ পশ্চাৎ বহুলোককে রাজ্যৈশ্বৰ্য্য পরিত্যাগ পূর্বক ধাবিত হইতে দেখিয়া আশ্চৰ্য্যান্বিত হইয়াছিলেন । আচাৰ্য্য বা বৈষ্ণবগণ পার্থিব রাজা বা সাৰ্ব্বভৌম সম্রাট্‌--কাহারও অধীন নহেন । র্তাহারা একমাত্র সৰ্ব্বেশ্বরেশ্বরের নিত্য আশ্রিত, অতএব তাহারা সৰ্ব্বজগৎপূজ্য । একদা শ্ৰীমন্মধবাচার্য্য তাহার প্রিয় শিষ্যগণকে সঙ্গে লইয়া উত্তর দিকে গমন করিতে করিতে গঙ্গার তীরে উপস্থিত হইলেন । তখন শত্রুভয়ে গঙ্গার তটে একখানিও নৌকা ছিল না। শ্ৰীমন্মধবাচায্য সকলের অগ্রণীরূপে অবস্থান করিলেন, আর র্তাহার লি জনাল গণ্য পশ্চাৎ পশ্চাৎ শিষ্যগণ ক্রমশঃ পুৰ্ব্বপূৰ্ব্ববর্তী শ্ৰীমধেবর " ব্যক্তিকে আশ্রয় করিয়া, পূৰ্ব্ব পূৰ্ব্ব মহাজনগঙ্গা-উত্তরণ গণের আশ্রয়ে যেরূপ পরবর্তী লোকসকল সংসার-সমুদ্র উত্তীর্ণ হয়, সেইরূপ মধবাচায্যের আদেশে নদী উত্তীর্ণ হইয়া গেলেন । বহুলোক র্তাহাদিগকে উক্ত নদীর গভীরতা ও নানাবিপৎসঙ্কুলতার কথা বলিয়া ঐ নদী অতিক্রম করিতে নিষেধ করিয়াছিলেন ; কিন্তু শ্ৰীমন্মধবাচাষ তাহাদের কোন কথাই শ্রবণ করেন নাই । সেই সময় নদীর অপর পারে তুরস্ক রাজপুরুষগণ শক্রপক্ষকে প্রতিরোধ করিবার জন্ত বিশেষ সতর্কতার সহিত পাহার দিতেছিলেন । বিধৰ্ম্মি-তুরঙ্গরাজের শ্ৰীমন্মধবাচাৰ্য্য ও তাহার শিষ্যগণকে ঐরুপভাবে ক্ৰীমধবকে অৰ্দ্ধরাজ্য নদী পার হইতে দেখিয়। তুরস্কসৈনিকগণ প্রদান সশিষ্য মধবাচার্য্যকে শত্রুপক্ষীয় লোক বিচার করিলেন । রাজপুরুষগণ শ্ৰীমন্মধবাচার্য্যকে অগ্রসর হইতে নিষেধ করিলেন এবং তিনি পারে উপস্থিত হইবার পুৰ্ব্বেই [ రిరి ] இ.