বিষয়বস্তুতে চলুন

পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য মধব কোনও এক রাত্রিতে শ্ৰীমধব শাস্ত্র ব্যাখ্যা করিতেছিলেন, তখন হঠাৎ প্রদীপ নিৰ্বাপিত হইল। তথায় প্রদীপ পুনঃ প্রজ্জলিত করিবার কোন উপকরণও ছিল না । অথচ শাস্ত্রব্যাখ্যাও রহিত করা যায় না । তখন মধবাচার্য্য নিজের নখজ্যোতিদ্বর্ণরাই শিষ্যগণকে শাস্ত্র পড়াইলেন । শিষ্যগণ গুরুপদনথের জ্যোতিঃ দর্শন করিয়া চমৎকৃত হইয়াছিলেন। কোন এক সময়ে স্নানঘাট নিৰ্ম্মাণের জন্ত উচ্চ তীর হইতে পতিত জলধারা-সহনক্ষম একটি বৃহৎ শিলাখণ্ড এক হাজার লোক মিলিয়। অতিকষ্টে কিছুদুর আনিল, কিন্তু যথাস্থানে লইয়া যাইতে পারিল না । শ্ৰীমন্মধবাচার্য্য ইহা দেখিয়া ঐ ব্যক্তিগণকে বলিলেন, “তোমরা শিলাখণ্ড স্নানঘাটে না লইয়া অৰ্দ্ধপথে ফেলিয়া যাইতেছ কেন ? তাহারা বলিল,—“ঐ শিলা বহনের শক্তি মানুষের নাই ; স্বয়ং ভীমও উহা উত্তোলন করিতে পারিতেন কিনা সন্দেহ ।” তখন হনুমান অবতারে গন্ধমাদন-পৰ্ব্বতের বহনের ন্তায় ঐ শিলাখণ্ডকে শ্ৰীমধ্বপাদ একহস্তে অনায়াসে বহন করিয়া লইয়া গেলেন এবং যথাস্থানে স্থাপন করিলেন। অদ্যাপি তুঙ্গভদ্রা নদীর নিকটে ঐ শিলা বর্তমান থাকিয়া মধ্বপাদের অদ্ভুত শক্তির সাক্ষ্য দিতেছে।* Qi সহস্ৰ লোকেরও ধারণসামর্থ্যাতীত শিলাখণ্ড একহস্তে উত্তোলন

  • Rice's Mysore Gazetteer, Page 4oo.
  • Going through Melangadi and keeping on to the river,

a sacred bathing place, called ‘Ambu Theertha', is reached where the stream rushes very deep between some water-worn rocks. At one point, is a large boulder, a big square shaped stone, placed horizontally on another. On the former, is an (; [ Ses ]