বিষয়বস্তুতে চলুন

পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—মধ্যগেহভ বিভিন্ন স্থানে তাহদের গৃহাদি নিৰ্ম্মাণ করেন। সেই বিংশত্যুত্তরশত ব্রাহ্মণগণের অন্ততম যে ব্রাহ্মণ গ্রামের মধ্যভাগে তাহার গৃহাদি নিৰ্ম্মাণ 叠 করিয়া বাস করিতে থাকেন, তিনিই ‘মধ্যগেহ* নামে পরিচিত হন। এইরূপ যে যে ব্রাহ্মণ পূগবন, ণিকুচবন-মধ্যে গৃহ নিৰ্ম্মাণ করিয়াছিলেন, তাহারা স্থানের নামানুসারে “পূগবন’, ‘লিকুচবন ও র্তাহীদের অধস্তনগণ মধ্যগেহ-বংশ’, ‘পূগবন-বংশ’, ‘লিকুচবন-বংশ প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে পরিচিত হন । ‘মধ্যগেহ’শব্দটাকে কন্নড় ভাষায় নডডন্তিল্লায়’ বলা হয়। নড় (মধ্য ) + অন্ত ( স্থ )+ইল্লায় (গৃহবান)। মধ্যগেহ-বংশোৎপন্ন পাঞ্জকাক্ষেত্রবাসী সেই সদাচাররত ব্রাহ্মণের নাম নারায়ণ ভট্ট’ঞ্জ ছিল । তিনি র্তাহার সহধৰ্ম্মিণী বেদবতী ( বা বেদবিদ্যা ) দেবীর সহিত পাজকক্ষেত্রে বাস করিয়া পরশুরাম-পীঠস্থ স্ব-কুলদেবতা শেষশায়ী ভগবান বিষ্ণুর আরাধনা করিতেছিলেন। বেদবতীর গর্ভে একে একে দুইটী পুত্র উৎপন্ন হইয়া অচিরকাল-মধ্যেই মৃত্যুমুখে পতিত হয় । মধ্যগেহভট্ট পুত্ৰমুখে বঞ্চিত হইয়া চিন্তা করিতে লাগিলেন,— “যে নরক হইতে বক্ষা করিতে পারে, সেই পুরুষই পুত্ৰ’ নামে অভিহিত হয় ; কিন্তু অসৰ্ব্বজ্ঞ ও অপূর্ণ পুরুষ হইতে সম্যক্ রক্ষণ সম্ভবপর নহে ; অতএব আমি সাধারণের দ্যায় অবৈষ্ণব-পুত্রের কামনা

  • মধ্যগেহ’-নামের কারণ

নারায়ণভট্ট ও বেদবতী S BBBBBB TBBBBBBB SBBBBBBSS BB BB BBBS BB BBB ‘মধ্ববিজয়গ্রন্থে" এইরূপ নাম নাই, কেবলমাত্র ‘মধ্যগেহ’ নাম আছে । আবার কেহ কেহ বলেন, ইহার নাম মধেজীভট্ট । 屬