বিষয়বস্তুতে চলুন

পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য মধ্ব লক্ষনী শ্ৰীলক্ষ্মী বিষ্ণুর প্রিয় মহিষী, জ্ঞানানন্দাত্মক-নিত্যদেহ-বিশিষ্ট, বিষ্ণুর ন্তায় তিনিও গর্ভবাস-দুঃখাদি-দোষরহিত, সৰ্ব্বত্র বিষ্ণুর সহিত অবস্থিত, সৰ্ব্বত্র ব্যাপ্ত, বিষ্ণুর অনন্ত রূপের সহিত শ্ৰীলক্ষ্মীও অনন্তরূপে বিহার করেন, বিষ্ণুর অবতরণকালে লক্ষ্মীও অবতীর্ণ হইয়৷ সেই অবতারের প্রিয়সঙ্গিনীরূপে বিরাজ করেন, বিষ্ণুর স্থায় লক্ষ্মীরও বিভিন্ন নিত্য নাম ও রূপ আছে। লক্ষ্মীর বিভিন্ন নাম, যথা—শ্ৰী, ভূ, দুর্গা, মায়া, জয়া, কৃতি, শাস্তি, অন্ত্ৰণী, সীতা, দক্ষিণ, জয়ন্তী প্রভৃতি । শ্ৰীলক্ষ্মীদেবী শ্ৰী, ভূ ও দুর্গারূপে ত্রিবিধ গুণের নিয়ামক । ‘শ্ৰী রূপে সত্বগুণ-প্রেরিকা হইয়া দেবতাগণকে মোহন করেন, ‘ভূ’রূপে রজোগুণ-প্রেরিকা হইয়া মনুষ্যগণকে মোহন করেন, আর দুর্গা’রূপে তমোগুণ-প্রেরিক হইয়া দৈত্যগণকে মোহন করিয়া থাকেন । শ্ৰীলক্ষ্মীতত্ত্ব, লক্ষ্মীর বিভিন্ন নাম শ্ৰীভূত্বৰ্গাশ্রণী হ্রীশ মহালক্ষ্মীশ্চ দক্ষিণ । সীতাজয়ন্তীসত্যা চ রুক্মিণীত্যাদিভেদিতা ॥ প্রকৃতিস্তেন চাবিষ্ট তদ্বশা ন হরিঃ স্বয়ম্। ততোহনস্তাংশহীনা চ বলঞ্জপ্তি-সুখাদিভিঃ ॥ গুণৈঃ সৰ্ব্বৈস্তথাপ্যন্ত প্রসাদাদোষবজ্জিত। সৰ্ব্বদা সুখরূপ চ সৰ্ব্বদা জ্ঞানরূপিণী ॥ —( বৃহদাঃ ভাষ ৩য় অঃ ৫ম ব্রাঃ ) ஆ ভূ, দুর্গ, অন্ত্ৰণী, স্ত্রী, মহালক্ষ্মী, দক্ষিণ, সীতা, জয়ন্তী, সত্য এবং রুক্মিণী ইত্যাদি ভিন্ন ভিন্ন নামবিশিষ্ট প্রকৃতি শ্ৰীহরিকর্তৃক আবিষ্ট এবং [ રદ ૭ ]