পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাবিংশ-অধ্যায়—শ্ৰীব্ৰহ্ম-মাধৱ-গৌড়ীয়-সম্প্রদায় ওঁ বিষ্ণুপাদ শ্ৰীশ্ৰীল ভক্তিসিদ্ধান্তসরস্বতী গোস্বামী প্রভুপাদ উড় পীতে শুভবিজয় করিবার পর শ্ৰীধামবৃন্দাবনের শ্রীরাধারমণ-ঘেরার পণ্ডিতবরঐযুক্ত উড়পীর অষ্টমঠাধীশ মধুস্তদন গোস্বামী মহাশয়কে যে একখানি পত্র গণের ভজন- লিখিয়াছিলেন, তাহা হইতে উড় পীতে এখনও যে, প্রণালী অষ্টমঠাধিপতি সন্ন্যাসিগণ শ্রীকৃষ্ণের অষ্ট নায়িকার অনুসরণে ভজন করিয়া থাকেন, তাহার প্রমাণ পাওয়া যায়। এতৎপ্রসঙ্গে শ্রীল প্রভুপাদ লিখিতেছেন,— • “অষ্টমঠাধিপতি একদণ্ডী যতিগণ অনেকেই গোপীবেশে ভজন করিয়া থাকেন, তাহার একখানি চিত্ৰও সংগ্ৰহ করিয়াছি । * * * আধুনিক যে সখীভেকী প্রথা প্রবর্তিত হইয়াছে, সেইরূপ কল্পিত পথ অষ্টমঠাধিপগণ গ্রহণ করেন নাই। র্তাহাদের প্রত্যেকের হস্তে একদণ্ড বৰ্ত্তমান এবং তাহার কেীপীন-বহিৰ্ব্বাসযুক্ত।” ( 'জীল প্রভুপাদের পত্রাবলী ১ম খণ্ড, ৪• পৃঃ } শ্ৰীমধবাচার্য্যের চরিত্র-লেখক মিঃ সি, এম, পদ্মনাভাচারী এতৎপ্রসঙ্গে যাহা লিখিয়াছেন, তাহা নিম্নে উদ্ধৃত হইল— “The monks who take charge of Sri Krishna by rotation, are so many Gopees of Brindavan, who "moved with and loved Sri Krishna with an indescribable intensity of feeling, and are taking re-births now for the privilege of worshipping Him. These monks conduct themselves as if they are living and moving with Sri Krishna. * * * The Leelas of Sri Krishna are perpetuated in festivities distributed throughout the year. They dance before the Lord of love to the [ ২৭৩ ]