বিষয়বস্তুতে চলুন

পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীমদ্বাদশ-স্তোত্ৰম—প্রথমাধ্যায়ঃ পূর্ণানন্ত-মুখোস্তাসি মন্দস্মিতমধীশিতুঃ। গোবিন্দস্য সদা চিন্ত্যং নিত্যানন্দপদপ্রদম ॥ ৯ ॥ স্মরামি ভবসন্তাপহানিদামৃতসাগরম । পূর্ণানন্দস্য রামস্ত সামুরাগাবলোকনম ॥ ১০ ॥ ধ্যায়েদজত্ৰমীশস্ত পদ্মজাদি-প্রতীক্ষিতম | ভ্রভঙ্গং পারমেষ্ঠ্যাদি-পদদায়ি বিমুক্তিদম ॥ ১১ ॥ সন্ততং চিন্তয়েইনস্তমন্তকালে বিশেষতঃ । নৈবোদাপুগুণন্তোহন্তং যদুগুণানামজাদয়ঃ ॥ ১২। ইতি প্রথমাধ্যায়ঃ সমাপ্তঃ ভগবান শ্ৰীগোবিন্দের মন্দহান্ত অদ্বিতীয় পূর্ণমুখের উদ্ভাসক এবং নিত্যানন্দ-ধামপ্রদ, ইহা সৰ্ব্বদা চিন্তা করিবে ॥ ৯ ॥ পূর্ণানন্দ-স্বরূপ জগদভিরাম শ্ৰীহরির অনুরাগময় অবলোকনভঙ্গী আমি স্মরণ করিতেছি । উহা ভবসন্তাপনাশন অমৃতসিন্ধুস্বরূপ ॥ ১০ ॥ শ্ৰীহরির ভ্রভঙ্গ পারমেঠ্যাদি ভোগ ও মোক্ষ উভয়ই প্রদান করে রলিয়া ব্ৰহ্মাদি লোকপালগণও তাহার প্রতীক্ষা করেন। ঈদৃশ ভ্রভঙ্গ নিরন্তর ধ্যান করিবে ॥ ১১ ॥ ব্রহ্মাদি দেবগণও র্যাহার গুণরাশি কীৰ্ত্তন করিয়া শেষ করিতে পারেন নাই, আমি সেই অনন্তকে নিরস্তর, বিশেষতঃ অন্তকালে চিন্তা করি ॥ ১২ ॥